ETV Bharat / state

Students' Aadhaar card : অক্টোবর থেকে জরুরি ভিত্তিতে স্কুল পড়ুয়াদের আধার নথিভুক্তিকরণ শুরু রাজ্যে - ছাত্রছাত্রী

রাজ্যের নবম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আধার কার্ড নথিভুক্তিকরণের কাজ শুরু হবে 1 অক্টোবর থেকে ৷ প্রাথমিক ভাবে, পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হলেও পুজোর পর জোরকদমে এই কাজ হবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর ৷

স্কুল পড়ুয়াদের আধার নম্বর নথিভুক্তিকরণ শুরু হবে
স্কুল পড়ুয়াদের আধার নম্বর নথিভুক্তিকরণ শুরু হবে
author img

By

Published : Sep 22, 2021, 7:37 AM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : এবার রাজ্যে স্কুল পড়ুয়াদের আধার (Aadhaar) নথিভুক্তির কাজ শুরু হতে চলেছে । এই মর্মে জেলা স্কুল পরিদর্শকদের একটি নির্দেশিকা পাঠিয়েছে স্কুলশিক্ষা দফতর (School Education Department) । আগামী 1 অক্টোবর থেকে শুরু হবে আধার নথিভুক্তিকরণের (Aadhaar Registration) পাইলট প্রজেক্ট ।

ওই নির্দেশিকায় জানানো হয়েছে, এই প্রজেক্টে সংশ্লিষ্ট জেলার ডিআই/সেকেন্ডারি (DY/S (Secondary)) জেলার নোডাল অফিসার (District Nodal Officer) হিসেবে কাজ করবেন ৷ ব্লক ও পৌরনিগমে সংশ্লিষ্ট এসআই/এস (SI/S) নোডাল অফিসার (Nodal Officer) হিসেবে থাকবেন ৷

আগামী 1-8 অক্টোবর সংশ্লিষ্ট জেলায় (Educational Districts) এই নথিভুক্তিকরণ আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হবে ৷ তবে সপ্তাহের কাজের দিনগুলিতে অর্থাৎ 4, 5, 7 ও 8 অক্টোবর, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের আধার কার্ড নথিভুক্ত করতে পারবে ৷

আরও পড়ুন : Manik Bhattacharya : স্বস্তি প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির, আপাতত দিতে হবে না জরিমানার টাকা

নথিভুক্তিকরণের নিয়ম-

  • পাইলট প্রজেক্টের অন্তর্ভুক্ত অঞ্চলে নবম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের আধার কার্ড জরুরি ভিত্তিতে বাংলার শিক্ষা পোর্টালে (Banglar Shiksha Portal) আপলোড করতে হবে ৷ এতে কোন কোন পড়ুয়াদের আধার কার্ড নেই, সেই হিসেবও পাওয়া যাবে ৷
  • প্রতিটি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা যেন সংশ্লিষ্ট প্রমাণপত্র সমেত স্কুলে এসে ফর্মটি ঠিকমতো পূরণ করেন ৷ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান (HoIs) শিক্ষার্থীর পূরণ করা ফর্মটি খতিয়ে দেখবেন ৷ নথিভুক্তিকরণ কেন্দ্রে (স্কুল, এসআই অফিস, বিডিও অফিস) আসার তারিখ ও জায়গা সরকারের নির্ধারিত মডেল অনুযায়ী ব্যানারের মাধ্যমে সবাইকে আগাম জানিয়ে দিতে হবে ৷
  • এই কাজের জন্য কেন্দ্রীয় সরকারের ইউআইডিএআই (Unique Identification Authority of India, UIDAI) আধার কিট পাঠাবে রাজ্যকে ।
    স্কুল পড়ুয়াদের আধার নথিভুক্তিকরণের নির্দেশিকা
    স্কুল পড়ুয়াদের আধার নথিভুক্তিকরণের নির্দেশিকা

ওই নির্দেশিকায় কোভিড বিধিনিষেধ মেনে মাস্ক পরে, শারীরিক দূরত্ব বজায় রেখে শৃঙ্খলাপরায়ণ ভাবে নথিভুক্তিকরণের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এতে পরবর্তীকালে উচ্চ শিক্ষা ও অন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় 'এনরোলমেন্ট নম্বর' (Enrollment Number) দিতে সুবিধা হবে পড়ুয়াদের ।

স্কুল পড়ুয়াদের আধার নথিভুক্তিকরণের নির্দেশিকা
স্কুল পড়ুয়াদের আধার নথিভুক্তিকরণের নির্দেশিকা

জানা গিয়েছে যে, আপাতত পাইলট প্রজেক্টটি পরীক্ষামূলকভাবে চালানো হলেও দুর্গাপুজোর পর পুরোদমে চালু হবে এই প্রক্রিয়া । সূত্রের খবর পুজোর আগে ডিআই-দের একটি বিস্তারিত তালিকা প্রস্তুত করতে হবে । এই তালিকায় পড়ুয়াদের মধ্যে কতজনের আধার কার্ড নেই ও কতজনের রয়েছে, যাদের আধার কার্ড রয়েছে, তাদের নম্বর রাজ্যের পোর্টালে তোলা হয়েছে কি না, এই সব তথ্য-সহ আরও বেশ কিছু তথ্য থাকবে ।

কলকাতা, 22 সেপ্টেম্বর : এবার রাজ্যে স্কুল পড়ুয়াদের আধার (Aadhaar) নথিভুক্তির কাজ শুরু হতে চলেছে । এই মর্মে জেলা স্কুল পরিদর্শকদের একটি নির্দেশিকা পাঠিয়েছে স্কুলশিক্ষা দফতর (School Education Department) । আগামী 1 অক্টোবর থেকে শুরু হবে আধার নথিভুক্তিকরণের (Aadhaar Registration) পাইলট প্রজেক্ট ।

ওই নির্দেশিকায় জানানো হয়েছে, এই প্রজেক্টে সংশ্লিষ্ট জেলার ডিআই/সেকেন্ডারি (DY/S (Secondary)) জেলার নোডাল অফিসার (District Nodal Officer) হিসেবে কাজ করবেন ৷ ব্লক ও পৌরনিগমে সংশ্লিষ্ট এসআই/এস (SI/S) নোডাল অফিসার (Nodal Officer) হিসেবে থাকবেন ৷

আগামী 1-8 অক্টোবর সংশ্লিষ্ট জেলায় (Educational Districts) এই নথিভুক্তিকরণ আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হবে ৷ তবে সপ্তাহের কাজের দিনগুলিতে অর্থাৎ 4, 5, 7 ও 8 অক্টোবর, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের আধার কার্ড নথিভুক্ত করতে পারবে ৷

আরও পড়ুন : Manik Bhattacharya : স্বস্তি প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির, আপাতত দিতে হবে না জরিমানার টাকা

নথিভুক্তিকরণের নিয়ম-

  • পাইলট প্রজেক্টের অন্তর্ভুক্ত অঞ্চলে নবম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের আধার কার্ড জরুরি ভিত্তিতে বাংলার শিক্ষা পোর্টালে (Banglar Shiksha Portal) আপলোড করতে হবে ৷ এতে কোন কোন পড়ুয়াদের আধার কার্ড নেই, সেই হিসেবও পাওয়া যাবে ৷
  • প্রতিটি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা যেন সংশ্লিষ্ট প্রমাণপত্র সমেত স্কুলে এসে ফর্মটি ঠিকমতো পূরণ করেন ৷ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান (HoIs) শিক্ষার্থীর পূরণ করা ফর্মটি খতিয়ে দেখবেন ৷ নথিভুক্তিকরণ কেন্দ্রে (স্কুল, এসআই অফিস, বিডিও অফিস) আসার তারিখ ও জায়গা সরকারের নির্ধারিত মডেল অনুযায়ী ব্যানারের মাধ্যমে সবাইকে আগাম জানিয়ে দিতে হবে ৷
  • এই কাজের জন্য কেন্দ্রীয় সরকারের ইউআইডিএআই (Unique Identification Authority of India, UIDAI) আধার কিট পাঠাবে রাজ্যকে ।
    স্কুল পড়ুয়াদের আধার নথিভুক্তিকরণের নির্দেশিকা
    স্কুল পড়ুয়াদের আধার নথিভুক্তিকরণের নির্দেশিকা

ওই নির্দেশিকায় কোভিড বিধিনিষেধ মেনে মাস্ক পরে, শারীরিক দূরত্ব বজায় রেখে শৃঙ্খলাপরায়ণ ভাবে নথিভুক্তিকরণের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এতে পরবর্তীকালে উচ্চ শিক্ষা ও অন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় 'এনরোলমেন্ট নম্বর' (Enrollment Number) দিতে সুবিধা হবে পড়ুয়াদের ।

স্কুল পড়ুয়াদের আধার নথিভুক্তিকরণের নির্দেশিকা
স্কুল পড়ুয়াদের আধার নথিভুক্তিকরণের নির্দেশিকা

জানা গিয়েছে যে, আপাতত পাইলট প্রজেক্টটি পরীক্ষামূলকভাবে চালানো হলেও দুর্গাপুজোর পর পুরোদমে চালু হবে এই প্রক্রিয়া । সূত্রের খবর পুজোর আগে ডিআই-দের একটি বিস্তারিত তালিকা প্রস্তুত করতে হবে । এই তালিকায় পড়ুয়াদের মধ্যে কতজনের আধার কার্ড নেই ও কতজনের রয়েছে, যাদের আধার কার্ড রয়েছে, তাদের নম্বর রাজ্যের পোর্টালে তোলা হয়েছে কি না, এই সব তথ্য-সহ আরও বেশ কিছু তথ্য থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.