ETV Bharat / state

West Bengal Weather Update: বিক্ষিপ্ত বৃষ্টিতে রাজ্যে বর্ষা বিদায়ের ইঙ্গিত

শুরু হয়ে গিয়েছে পুজো উদ্বোধন ৷ এরইমধ্যে রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টি চলছে এখনও ৷ তবে চিন্তার কিছু নেই, এই বিক্ষিপ্ত বৃষ্টি বর্ষারানিকে বাই বাই বলার ৷ এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস(West Bengal Weather Update)৷

Etv Bharat
বঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
author img

By

Published : Sep 23, 2022, 7:08 AM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির হাত ধরে অবশেষে বিদায় নিতে চলেছে বর্ষা(Scattered rains signaled that Monsoon is about to end)। সরকারিভাবে ঘোষণা না হলেও বৃষ্টির গ্রাফের নিম্নমুখী ধারায় জানান দিচ্ছে বর্ষাকে বিদায় জানানোর সময় এসে গিয়েছে(Weather News of West Bengal)৷

এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন,"এই মুহূর্তে আমাদের রাজ্যে নিম্নচাপের সম্ভাবনা নেই । তাই দক্ষিণবঙ্গে ভারী কোনও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না । বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও তবে তা সব জায়গায় নয় । আগামী তিন চারদিন এই পরিস্থিতি বজায় থাকবে । শুধুমাত্র উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । শুধু কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দিনের ও রাতের তাপমাত্রা আগামী তিন থেকে চারদিনে খুব একটা পরিবর্তন হবে না ।"

আবহাওয়া কেমন থাকবে তা জানালেন আলিপুর আবহাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 92 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়নি । শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : উৎসবের মরশুমে সরকারি কর্মচারীদের আগাম বেতন দেবে রাজ্য

কলকাতা, 23 সেপ্টেম্বর: বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির হাত ধরে অবশেষে বিদায় নিতে চলেছে বর্ষা(Scattered rains signaled that Monsoon is about to end)। সরকারিভাবে ঘোষণা না হলেও বৃষ্টির গ্রাফের নিম্নমুখী ধারায় জানান দিচ্ছে বর্ষাকে বিদায় জানানোর সময় এসে গিয়েছে(Weather News of West Bengal)৷

এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন,"এই মুহূর্তে আমাদের রাজ্যে নিম্নচাপের সম্ভাবনা নেই । তাই দক্ষিণবঙ্গে ভারী কোনও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না । বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও তবে তা সব জায়গায় নয় । আগামী তিন চারদিন এই পরিস্থিতি বজায় থাকবে । শুধুমাত্র উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । শুধু কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দিনের ও রাতের তাপমাত্রা আগামী তিন থেকে চারদিনে খুব একটা পরিবর্তন হবে না ।"

আবহাওয়া কেমন থাকবে তা জানালেন আলিপুর আবহাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 92 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়নি । শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : উৎসবের মরশুমে সরকারি কর্মচারীদের আগাম বেতন দেবে রাজ্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.