ETV Bharat / state

Santosh Mitra Square: পুজোয় 'রাম মন্দির নির্মীণে' জনগণের আর্থিক সাহায্য চায় সন্তোষ মিত্র স্কোয়ার - Santosh Mitra Square

সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের পুজোর থিম অযোধ্যার রাম মন্দির ৷ রাজ্য সরকারের আর্থিক সাহায্য না নিয়ে এখানকার উদ্যোক্তারা জনগণের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন ৷

ETV Bharat
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 10:18 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এখন বিশ্বজনিন । বাংলার দুর্গা পুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো ৷ ফলে পুজো নিয়ে আম বাঙালির গর্ব বেড়েছে আরও ৷ আর সেই আমেজ ও পুজোর ঐতিহ্যকে বজায় রাখতে কলকাতা-সহ রাজ্যের দুর্গা পুজো কমিটিগুলির দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার ৷ কিন্তু রাজ্যের এই আর্থিক সাহায্যে প্রাপ্তির পথে হাঁটেনি সন্তোষ মিত্র স্কোয়ার । বরং রাজ্যের দেওয়া আর্থিক অনুদানে না-বলে আমজনতাকে দানের আবেদন জানাল তারা।

সন্তোষ মিত্র স্কোয়ারে এবার মণ্ডপ হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের আদলে । আগামী বছর জানুয়ারি মাসে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হওয়ার কথা ৷ তার আগেই অবশ্য এই পুজোর সৌজন্যে কলকাতায় রাম মন্দিরের দেখা মিলবে ৷ আর সেই মণ্ডপ তৈরি করতে জনগণের কাছে দানের আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এই পুজোর উদ্যোক্তা সজল ঘোষ ।

ETV Bharat
সজল ঘোষের পোস্ট

সামাজিক মাধ্যমে তিনি লেখেন, "আসুন এই নির্মাণ কার্যে আপনিও একজন শরিক হয়ে উঠুন । যেকোনও দান আমদের কাছে অসামান্য । সব থেকে বড় কথা ভাবাবেগের সঙ্গে যুক্ত হওয়া এবং প্রকৃত অর্থে সর্বজনীন করে তোলা ।" এর সঙ্গেই তিনি একটি ছবি পোস্ট করেন । তাতে লেখা সন্তোষ মিত্র স্কোয়ার রাম মন্দির নির্মাণে সবার অলক্ষ্যে আপনিও একজন শরিক হয়ে উঠুন । ভক্তিতে দেওয়া যেকোনও ডান সাদরে গৃহীত । একটি কিউআর কোড আছে । সেখানে স্ক্যান করে ইচ্ছুক ব্যাক্তিরা আর্থিক সাহায্য করতে পারেন ।"

আরও পড়ুন: কলকাতায় এবার রাম মন্দির! উদ্বোধনে আসতে পারেন অমিত শাহ

সম্প্রতি নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলির জন্য 70 হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষণা করেছেন । সেই অনুদান কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার নেয়নি । আগের বছরগুলিতেও তা নেওয়া হয়নি ৷ তবে সাধারণ পুজো কমিটিগুলি পুজোর কর্মকাণ্ড মণ্ডপ তৈরি থেকে ঠাকুর, আলো বিপুল খরচ। সেই টাকা অনেকটাই আসে বিভিন্ন হতে গোনা কয়েকজন আর্থিক স্বচ্ছল মানুষজনের অর্থ সাহায্য ও বিজ্ঞাপন দাতাদের কাছ থেকে। চাঁদা এখন তোলা হয়না বললেই ভালো । আর সেখানে প্রায় 70 হাজার টাকা আর্থিক সহায়তা সরকারের পক্ষে যা পুজো কমিটি গুলোর খুবই সুবিধা হয়।

কলকাতা, 13 সেপ্টেম্বর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এখন বিশ্বজনিন । বাংলার দুর্গা পুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো ৷ ফলে পুজো নিয়ে আম বাঙালির গর্ব বেড়েছে আরও ৷ আর সেই আমেজ ও পুজোর ঐতিহ্যকে বজায় রাখতে কলকাতা-সহ রাজ্যের দুর্গা পুজো কমিটিগুলির দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার ৷ কিন্তু রাজ্যের এই আর্থিক সাহায্যে প্রাপ্তির পথে হাঁটেনি সন্তোষ মিত্র স্কোয়ার । বরং রাজ্যের দেওয়া আর্থিক অনুদানে না-বলে আমজনতাকে দানের আবেদন জানাল তারা।

সন্তোষ মিত্র স্কোয়ারে এবার মণ্ডপ হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের আদলে । আগামী বছর জানুয়ারি মাসে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হওয়ার কথা ৷ তার আগেই অবশ্য এই পুজোর সৌজন্যে কলকাতায় রাম মন্দিরের দেখা মিলবে ৷ আর সেই মণ্ডপ তৈরি করতে জনগণের কাছে দানের আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এই পুজোর উদ্যোক্তা সজল ঘোষ ।

ETV Bharat
সজল ঘোষের পোস্ট

সামাজিক মাধ্যমে তিনি লেখেন, "আসুন এই নির্মাণ কার্যে আপনিও একজন শরিক হয়ে উঠুন । যেকোনও দান আমদের কাছে অসামান্য । সব থেকে বড় কথা ভাবাবেগের সঙ্গে যুক্ত হওয়া এবং প্রকৃত অর্থে সর্বজনীন করে তোলা ।" এর সঙ্গেই তিনি একটি ছবি পোস্ট করেন । তাতে লেখা সন্তোষ মিত্র স্কোয়ার রাম মন্দির নির্মাণে সবার অলক্ষ্যে আপনিও একজন শরিক হয়ে উঠুন । ভক্তিতে দেওয়া যেকোনও ডান সাদরে গৃহীত । একটি কিউআর কোড আছে । সেখানে স্ক্যান করে ইচ্ছুক ব্যাক্তিরা আর্থিক সাহায্য করতে পারেন ।"

আরও পড়ুন: কলকাতায় এবার রাম মন্দির! উদ্বোধনে আসতে পারেন অমিত শাহ

সম্প্রতি নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলির জন্য 70 হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষণা করেছেন । সেই অনুদান কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার নেয়নি । আগের বছরগুলিতেও তা নেওয়া হয়নি ৷ তবে সাধারণ পুজো কমিটিগুলি পুজোর কর্মকাণ্ড মণ্ডপ তৈরি থেকে ঠাকুর, আলো বিপুল খরচ। সেই টাকা অনেকটাই আসে বিভিন্ন হতে গোনা কয়েকজন আর্থিক স্বচ্ছল মানুষজনের অর্থ সাহায্য ও বিজ্ঞাপন দাতাদের কাছ থেকে। চাঁদা এখন তোলা হয়না বললেই ভালো । আর সেখানে প্রায় 70 হাজার টাকা আর্থিক সহায়তা সরকারের পক্ষে যা পুজো কমিটি গুলোর খুবই সুবিধা হয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.