কলকাতা, 13 নভেম্বর: মোদি সরকারের আনা তিন কৃষি আইনের প্রতিবাদে ঐতিহাসিক কৃষক আন্দোলনের (Farmer Movement) দ্বিতীয় বর্ষপূর্তি (Second Anniversary) উপলক্ষে আগামী 26 নভেম্বর দেশজুড়ে 'রাজভবন চলো' কর্মসূচির ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা (Samyukt Kisan Morcha) ৷ ওই দিন দেশের সবক'টি রাজ্যের রাজধানীতে রাজভবন অভিযানে সামিল হবেন মোর্চার সদস্যরা ৷ সংশ্লিষ্ট রাজ্যপালদের হাতে সংযুক্ত কিষাণ মোর্চার বকেয়া ও নতুন দাবিদাওয়া-সহ স্মারকলিপি তুলে দেবেন তাঁরা ৷
এই প্রসঙ্গে সংগঠনের নেতারা জানিয়েছেন, ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে রাজভবন অভিযানের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ৷ এই কর্মসূচি সফল করতে তার আগে সোমবার (14 নভেম্বর, 2022) দিল্লিতে একটি প্রস্তুতি সভা করবে সংযুক্ত কিষাণ মোর্চা ৷ সেখানেই 26 নভেম্বর কর্মসূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে রাজভবন অভিযানের কথা ঘোষণা করা হবে ৷
আরও পড়ুন: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় মিছিল সংযুক্ত কিষাণ মোর্চার
সংযুক্ত কিষাণ মোর্চার পশ্চিমবঙ্গের সংগঠনিক সভাপতি কার্তিক পাল এই প্রসঙ্গে বলেন, "ন্যূনতম সহায়ক মূল্য সুনিশ্চিতকরণ আইন, সংশোধিত বিদ্যুৎ আইন প্রত্যাহার-সহ নানা দাবিতে আগামী 26 নভেম্বর প্রতিটি রাজ্যের রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে ৷ লখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়িতে চাপা পড়ে মৃত্যুর ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতে হবে ৷ দিল্লির সীমানায় আন্দোলনের সময় 700-রও বেশি কৃষকের মৃত্যু হয়েছে। তাঁদের সকলের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে ৷ পশ্চিবঙ্গের ক্ষেত্রে 26টি ফসলের দাম নির্ধারণ করতে হবে ৷ এরকম 10টিরও বেশি দাবি স্মারকলিপিতে রাখা হবে ৷"
প্রসঙ্গত, লাগাতার কৃষক আন্দোলনের জেরেই বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল মোদি সরকার ৷ কিন্তু, তারপরও কৃষকদের একাধিক দাবিদাওয়া পূরণ করা হয়নি বলে অভিযোগ ৷ এই অবস্থায় একদিকে যখন ভোট মরশুম চলছে, তখনই আবার আসরে নামতে চলেছে সংযুক্ত কিষাণ মোর্চা ৷ এতে দিল্লি তথা বিজেপি-এর সমস্যা বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ ৷ তবে, দিল্লির সীমানায় যে আন্দোলন হয়েছিল, সেই ঝাঁঝ আপাতত ফেরার সম্ভাবনা যে নেই, এটাও মানছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷