কলকাতা, 3 জানুয়ারি: বিজেপির পক্ষ থেকে অভিযোগ উঠছে যে, কলকাতার কয়েকজন পুলিশ আধিকারিক ধারাবাহিকভাবে বিভিন্ন মানুষের ফোন ট্যাপ করছেন এবং ফোনের স্ক্রিনশট নিয়ে সরাসরি পাঠানো হচ্ছে । বিজেপি নেতা জয়ন্ত রাই এমনই অভিযোগ করছেন কলকাতা পুলিশের বিরুদ্ধে । এ রাজ্যের পুলিশ মহুয়া মৈত্রের সঙ্গে সহযোগিতা করে এই কাজ করছে । যারা একসময় পেগাসাস করে চিৎকার করত । এমন দমবন্ধ করা পরিবেশ কখনও তৈরি হয়নি । মানুষের ব্যক্তিগত জীবন নিজেদের হেফাজতে রাখার চেষ্টা করছে তৃণমূল । বুধবার এমনই অভিযোগ করলেন বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ৷
তিনি দাবি করেন যে, এরাজ্যের পুলিশ বিভিন্ন মানুষের ফোনের উপর নজর রাখছে । এক ব্যক্তির নির্দেশে দায় নিতে হবে পশিমবঙ্গের সরকারকে । উত্তর দিতে হবে তৃণমূল কংগ্রেসকে ।
এছাড়াও শমীক ভট্টাচার্য জানান যে, এই রাজ্যে সিএএ ও এনআরসি হবেই । কারণ রাজ্যের মানুষ সেটা চায় । এই রাজ্যটা ধর্মশালা নয় । যার যখন খুশি এই রাজ্যে ঢুকে পড়বে । আর যারা এই রাজ্যের প্রকৃত নাগরিক তাদের উচ্ছেদ করবে । দুই 24 পরগনা থেকে শুরু করে বারাসতে জমি দখল হচ্ছে । পশ্চিমবঙ্গে এই অরাজকতা চলতে দেওয়া যাবে না । 2024 সালেও কেন্দ্রে বিজেপি সরকার থাকবে । তাই এখানে সিএএ লাগু হবে ।
সারাদেশেই সিএএ হবে । এটা বিজেপির অবস্থান । সমস্ত প্রতিরোধ মানুষ ভেঙে গুঁড়িয়ে দেবে । কোনও দল বা কোনও সরকারের ক্ষমতা নেই আটকানোর । সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এটা নাগরিকত্ব দেওয়ার আইন । এনআরসি বিদেশীদের চিহ্নিত করার জন্য তৈরি করা হয়েছে । আজ ভারতীয় মুসলমানদের স্বার্থেই সিএএ এর প্রয়োজন আছে । আর ওপার বাংলার থেকে যে সমস্ত হিন্দুরা উচ্ছেদ হয়ে এই দেশে চলে আসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন ।
আরও পড়ুন :
1 সিএএ লাগু হচ্ছেই, গানে গানে মমতাকে আক্রমণ বিজেপি বিধায়কের
2 দার্জিলিংয়ে বিজেপি বিরোধী পোস্টার, রাজু বিস্তা ও নিরজ জিম্বার পদত্যাগ দাবি