কলকাতা, 7 অক্টোবর : ঠিক দু'বছর আগে দেবীপক্ষেই ঘাসফুলকে বিসর্জন দিয়ে পদ্মেই বোধন হয়েছিল সব্যসাচী দত্তর ৷ কিন্তু মাত্র দু'বছর পরে সেই পদ্মের পাপড়ি ঝরিয়ে ফের ঘাসফুলে ফিরলেন সব্যসাচী দত্ত ৷ এদিন বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে গিয়ে তৃণমূলে যোগ দেন তিনি। সব্যসাচী দত্তর তৃণমূলে ফেরার বিষয়ে আগেই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেন বিধায়ক পার্থ ভৌমিক ৷ সব্যসাচীর তৃণমূলে ফেরার বিষয়ে বিধানগরের বিধায়ক সুজিত বসুর সঙ্গেও আলোচনা করা হয় ৷ এরপর দলনেত্রীর সবুজ সঙ্কেত দেওয়াতেই তৃণমূলে ফেরা কার্যত সম্ভব হল সব্যসাচীর ৷
সল্টলেকে বিজেপির দুর্গাপুজোর বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মতবিরোধ থেকেই ক্রমাগত বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সব্যসাচী দত্তর ৷ দলবিরোধী নানা মন্তব্য করতে থাকেন তিনি ৷ এরপরেই আজ বিধানসভা ভবনে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে গিয়ে তৃণমূলে ফেরেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত ৷ সব্যসাচীর তৃণমূলে যোগদানের সময় বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ৷
আরও পড়ুন: দেবীপক্ষে ধনকড়ের হাতেই ‘বিধায়ক’ মমতা
তৃণমূলে যোগদানের পর সব্যসাচী দত্ত বলেন, "তৃণমূলের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়াতেই দল ছেড়েছিলাম ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আমায় গ্রহণ করেছেন ৷ দলের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেব ৷ দল যেভাবে বলবে সেভাবেই কাজ করব ৷ " তৃণমূলে যোগদানের পর রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সব্যসাচী দত্তকে সবুজ রসগোল্লা খাওয়ানো হয় ৷