ETV Bharat / state

Legal Notice from Saayoni Ghosh: 'ক্ষমা না চাইলে মানহানির মামলা হবে !' সৌমিত্রকে আইনি নোটিশ সায়নীর

সৌমিত্র খানকে আইনি নোটিশ পাঠালেন সায়নী ঘোষ (Saayoni Ghosh sends Legal Notice) ৷ দিলেন মানহানির মামলা রুজু করার হুঁশিয়ারি !

Saayoni Ghosh sends Legal Notice to Saumitra Khan
ফাইল ছবি
author img

By

Published : Feb 5, 2023, 9:51 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি: এবার বিপাকে পড়লেন বিজেপি সাংসদ সৌমিত্র খান (Saumitra Khan) ৷ তাঁকে নিয়ে আলটপকা মন্তব্য করার অভিযোগে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্রকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য় সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh sends Legal Notice) ৷

প্রশ্ন উঠছে, হঠাৎ করে কেন এই ধরনের পদক্ষেপ করলেন সায়নী ? অভিযোগ, নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় ধৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে সায়নীর নাম জুড়ে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি সাংসদ ৷ এই মর্মেই সৌমিত্রকে নোটিশ পাঠিয়েছেন সায়নীর আইনজীবী ৷ ওই নোটিশে বলা হয়েছে, আগামী সাতদিনের মধ্যে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে সৌমিত্র খানকে ৷ একইসঙ্গে, যেহেতু সাংবাদিক সম্মেলনে সায়নীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে, তাই একইভাবে সাংবাদিক সম্মেলন করেও ক্ষমা চাইতে হবে সৌমিত্রকে ৷ নইলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন সায়নী ৷

আরও পড়ুন: সবার ক্যারেক্টর সার্টিফিকেট আমরা পাই না, কুন্তল ঘোষ প্রসঙ্গে বললেন সায়নী ঘোষ

প্রসঙ্গত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই সংবাদ শিরোনামে উঠে এসেছেন কুন্তল ঘোষ ৷ তাঁকে নিয়ে সংবাদমাধ্যমে হাজারো খবর চলছে ৷ ইতিমধ্যেই কুন্তলকে নিয়ে নানা মন্তব্য করতে শোনা গিয়েছে বিজেপি নেতা ও নেত্রীদের ৷ একইভাবে তাঁর সম্পর্কে বলতে গিয়ে সৌমিত্রও কিছু মন্তব্য করেছিলেন ৷ সেই মন্তব্যই কুরুচিকর বলে অভিযোগ করেছেন সায়নী ৷ সৌমিত্রর সেই 'বিতর্কিত' মন্তব্য গত 3 ফেব্রুয়ারি বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত ও সম্প্রাচরিত হয়েছিল ৷

সেই ঘটনার প্রেক্ষিতে সায়নীর আইনজীবী যে নোটিশ পাঠিয়েছেন, তাতে বলা হয়েছে, সৌমিত্রর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ৷ একইসঙ্গে এই নোটিশে বলা হয়েছে, সৌমিত্র যা বলেছেন, তা একজন মহিলার জন্য অবমাননাকর ৷ আর সেই কারণেই তাঁকে এর জন্য ক্ষমা চাইতে হবে ৷ সায়নী ঘোষের আইনজীবী সায়নদেব কুমার এই প্রসঙ্গে বলেন, সৌমিত্রর ওই মন্তব্যের জেরে সায়নী ঘোষের সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ৷ বিষয়টি তাঁকে মানসিকভাবেও আঘাত করেছে ৷

সৌমিত্র খানকে পাঠানো সায়নী ঘোষের এই আইনি নোটিশ নিয়ে ইতিমধ্যে নানা মহলে আলোচনা শুরু হয়েছে ৷ তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ নিয়ে সৌমিত্র খান কোনও প্রতিক্রিয়া দেননি ৷ তাঁর পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেটাই দেখার ৷

কলকাতা, 5 ফেব্রুয়ারি: এবার বিপাকে পড়লেন বিজেপি সাংসদ সৌমিত্র খান (Saumitra Khan) ৷ তাঁকে নিয়ে আলটপকা মন্তব্য করার অভিযোগে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্রকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য় সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh sends Legal Notice) ৷

প্রশ্ন উঠছে, হঠাৎ করে কেন এই ধরনের পদক্ষেপ করলেন সায়নী ? অভিযোগ, নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় ধৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে সায়নীর নাম জুড়ে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি সাংসদ ৷ এই মর্মেই সৌমিত্রকে নোটিশ পাঠিয়েছেন সায়নীর আইনজীবী ৷ ওই নোটিশে বলা হয়েছে, আগামী সাতদিনের মধ্যে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে সৌমিত্র খানকে ৷ একইসঙ্গে, যেহেতু সাংবাদিক সম্মেলনে সায়নীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে, তাই একইভাবে সাংবাদিক সম্মেলন করেও ক্ষমা চাইতে হবে সৌমিত্রকে ৷ নইলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন সায়নী ৷

আরও পড়ুন: সবার ক্যারেক্টর সার্টিফিকেট আমরা পাই না, কুন্তল ঘোষ প্রসঙ্গে বললেন সায়নী ঘোষ

প্রসঙ্গত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই সংবাদ শিরোনামে উঠে এসেছেন কুন্তল ঘোষ ৷ তাঁকে নিয়ে সংবাদমাধ্যমে হাজারো খবর চলছে ৷ ইতিমধ্যেই কুন্তলকে নিয়ে নানা মন্তব্য করতে শোনা গিয়েছে বিজেপি নেতা ও নেত্রীদের ৷ একইভাবে তাঁর সম্পর্কে বলতে গিয়ে সৌমিত্রও কিছু মন্তব্য করেছিলেন ৷ সেই মন্তব্যই কুরুচিকর বলে অভিযোগ করেছেন সায়নী ৷ সৌমিত্রর সেই 'বিতর্কিত' মন্তব্য গত 3 ফেব্রুয়ারি বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত ও সম্প্রাচরিত হয়েছিল ৷

সেই ঘটনার প্রেক্ষিতে সায়নীর আইনজীবী যে নোটিশ পাঠিয়েছেন, তাতে বলা হয়েছে, সৌমিত্রর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ৷ একইসঙ্গে এই নোটিশে বলা হয়েছে, সৌমিত্র যা বলেছেন, তা একজন মহিলার জন্য অবমাননাকর ৷ আর সেই কারণেই তাঁকে এর জন্য ক্ষমা চাইতে হবে ৷ সায়নী ঘোষের আইনজীবী সায়নদেব কুমার এই প্রসঙ্গে বলেন, সৌমিত্রর ওই মন্তব্যের জেরে সায়নী ঘোষের সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ৷ বিষয়টি তাঁকে মানসিকভাবেও আঘাত করেছে ৷

সৌমিত্র খানকে পাঠানো সায়নী ঘোষের এই আইনি নোটিশ নিয়ে ইতিমধ্যে নানা মহলে আলোচনা শুরু হয়েছে ৷ তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ নিয়ে সৌমিত্র খান কোনও প্রতিক্রিয়া দেননি ৷ তাঁর পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.