কলকাতা, 10 জুন : বাংলাদেশ হাইকমিশনের সামনে গুলি চালানোর ঘটনার তদন্তে জানা গিয়েছে, কলকাতা পুলিশের আত্মঘাতী কনস্টেবল এস লেপচার এসএলআর-এ মতো অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রে 40 রাউন্ড গুলি থাকার ব্যবস্থা থাকে (Shootout at Park Circus) । কিন্তু শুক্রবার ওই কনস্টেবলের এসএলআর-এ 40 এর জায়গায় ছিল 20 রাউন্ড গুলি । তার মধ্যে 19 রাউন্ড গুলি চালান তিনি ।
আত্মঘাতী কনস্টেবলের বাড়ি কালিম্পংয়ের দোকানদ্বারা এলাকায় । বাবা সেরিন লেপচা ছিলেন কলকাতা পুলিশের দক্ষিণ ডিভিশনের কনস্টেবল । 2017 সালে বাবার মৃত্যু হয় । গতবছর কলকাতা পুলিশের চাকরিতে যোগদান করেন এই আত্মঘাতী কনস্টেবল । মা অনেকদিন আগেই মারা গিয়েছেন । দেশের বাড়িতে শুধু রয়েছেন আত্মঘাতী কনস্টেবলের দাদা এবং বৌদি । গত মাসের 30 তারিখে দশ দিনের জন্য ছুটি নিয়ে তিনি বাড়িতে যান। ছুটি কাটিয়ে তিনি বৃহস্পতিবার সকালে লালবাজারের ডিউটিতে যোগ দেন ।
আরও পড়ুন : মানসিক অবসাদে ভুগছিলেন কনস্টেবল চোডুপ লেপচা ! পার্ক সার্কাস শুট-আউটে প্রশ্ন একাধিক
ডিউটি করেছিলেন লালবাজারের ইন গেটে । ওইদিন আবার ছিল লালবাজারে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স । একথা জানার পর আতঙ্কিত লালবাজারের পুলিশ কর্মীরাই । তাঁদের মতে, ওই কনস্টেবল যদি লালবাজারের মধ্যেই গুলি চালিয়ে দিতেন তাহলে আরও বড় ঘটনা ঘটে যেতে পারত । তবে লালবাজারে ডিউটির সময় তাঁর হাতে কোনও আগ্নেয়াস্ত্র ছিল না । থাকলে হয়তো গুলি চালিয়ে দিতেন বলে আশঙ্কা করছেন তাঁর সঙ্গে বৃহস্পতিবার ডিউটি করা পুলিশকর্মীরা ।