ETV Bharat / state

22 সেপ্টেম্বর রাজ্যে আসছেন RSS প্রধান

RSS সূত্রে জানা গেছে, এই দু দিনে তিনি একাধিক বৈঠক করবেন ।

Mohun
Mohun
author img

By

Published : Sep 15, 2020, 4:55 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর : আগামী 22 সেপ্টেম্বর রাজ্যে আসছেন RSS প্রধান মোহন ভাগবত । 23 ও 24 সেপ্টেম্বর, এই দুদিন তিনি কলকাতায় থাকবেন। RSS- সূত্রে এই খবর জানা গেছে । 2021 - এর বিধানসভা ভোটের আগে তাঁর এই রাজ্য সফর রাজ্যনৈতিক মহলে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

RSS সূত্রে জানা গেছে, এই দু'দিনে তিনি একাধিক বৈঠক করবেন । RSS - এর দক্ষিণবঙ্গের একাধিক শাখা- সংগঠনের সঙ্গে বৈঠক ছাড়াও BJP নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন । কলকাতায় একাধিক বুদ্ধিজীবী ও সমাজের বিশিষ্টজনের সঙ্গে কথা বলবেন । জনসংযোগের জন্য তাঁদের বাড়িতেও যাবেন । এছাড়া বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গেও বৈঠক করবেন ।

জানা গেছে, BJP-র সাধারণ সম্পাদক(সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় ও দুুজন সহকারী সাধারণ সম্পাদক কিশোর কর, অমিতাভ চক্রবর্তীর সঙ্গে রাজ্যে BJP-র সাংগঠনিক রিপোর্টও নেবেন তিনি । রাজ্যে BJP-র সংগঠনের কী অবস্থা ? সেই সম্পর্কে বিস্তারিত খোঁজ খবরও নেবেন । এই বিষয়ে RSS - এর দক্ষিণবঙ্গের সম্পাদক জিষ্ণু বসু বলেন, "RSS - এর সাংগঠনিক বৈঠকের জন্য তাঁর রাজ্য সফর । তবে দু'দিনে সংঘের একাধিক শাখা সংগঠনের সঙ্গে বৈঠক করবেন তিনি ।"

কলকাতা, 15 সেপ্টেম্বর : আগামী 22 সেপ্টেম্বর রাজ্যে আসছেন RSS প্রধান মোহন ভাগবত । 23 ও 24 সেপ্টেম্বর, এই দুদিন তিনি কলকাতায় থাকবেন। RSS- সূত্রে এই খবর জানা গেছে । 2021 - এর বিধানসভা ভোটের আগে তাঁর এই রাজ্য সফর রাজ্যনৈতিক মহলে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

RSS সূত্রে জানা গেছে, এই দু'দিনে তিনি একাধিক বৈঠক করবেন । RSS - এর দক্ষিণবঙ্গের একাধিক শাখা- সংগঠনের সঙ্গে বৈঠক ছাড়াও BJP নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন । কলকাতায় একাধিক বুদ্ধিজীবী ও সমাজের বিশিষ্টজনের সঙ্গে কথা বলবেন । জনসংযোগের জন্য তাঁদের বাড়িতেও যাবেন । এছাড়া বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গেও বৈঠক করবেন ।

জানা গেছে, BJP-র সাধারণ সম্পাদক(সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় ও দুুজন সহকারী সাধারণ সম্পাদক কিশোর কর, অমিতাভ চক্রবর্তীর সঙ্গে রাজ্যে BJP-র সাংগঠনিক রিপোর্টও নেবেন তিনি । রাজ্যে BJP-র সংগঠনের কী অবস্থা ? সেই সম্পর্কে বিস্তারিত খোঁজ খবরও নেবেন । এই বিষয়ে RSS - এর দক্ষিণবঙ্গের সম্পাদক জিষ্ণু বসু বলেন, "RSS - এর সাংগঠনিক বৈঠকের জন্য তাঁর রাজ্য সফর । তবে দু'দিনে সংঘের একাধিক শাখা সংগঠনের সঙ্গে বৈঠক করবেন তিনি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.