ETV Bharat / state

লাদাখে শহিদদের পরিবারপিছু 5 লাখ টাকা, একজনের সরকারি চাকরি : মুখ্যমন্ত্রী

রাজ্যের যে দুইজন লাদাখে শহিদ হয়েছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার । পরিবারপিছু পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে । টুইটারে জানালেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 17, 2020, 5:38 PM IST

Updated : Jun 17, 2020, 6:56 PM IST

কলকাতা, 17 জুন : গালওয়ান উপত্যকায় শহিদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গালওয়ানে প্রকৃত সীমান্তরেখা বরাবর ভারত-চিন সংঘর্ষে শহিদ হয়েছেন 20 জন জওয়ান । তাঁদের মধ্যে দু'জন রয়েছেন পশ্চিমবঙ্গের ।

আজ টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন," দেশের জন্য যে আত্মবলিদান তাঁরা দিয়েছেন বা তাঁদের পরিবারের লোকেরা যা হারিয়েছেন, তার মূল্য কোনওভাবেই মেটানো সম্ভব নয় । আমরা এই সময়ে আমাদের দেশের সন্তানদের পাশে দাঁড়াব । রাজ্যের যে দুইজন লাদাখে শহিদ হয়েছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার । প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে ।"

  • Nothing can compensate for the supreme sacrifice made by them for the nation or the bereaved families' loss. We stand by the next of the sons of our soil in this difficult time. To this regard, we'll provide ₹5 lakh & a GoWB job to one member in the deceased's family. (2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) June 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-চিন যে সংঘর্ষ হয়েছে তাতে শহিদ হয়েছেন বাংলার দুই জওয়ান । রাজেশ ওরাং । বয়স 25 । বাড়ি বীরভূমের মহম্মদবাজার থানার বেলঘরিয়া গ্রামে । অন্যজন বিপুল রায় । বয়স 35 । বাড়ি আলিপুরদুয়ারের শামুকতলা থানা এলাকায় ।

সোমবার রাতে যখন গোটা দেশ ঘুমিয়েছিল, তখন বাকি জওয়ানদের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর প্রহরা দিচ্ছিলেন রাজেশ ও বিপুল । সীমান্ত সুরক্ষিত রাখতে বিনিদ্র প্রহরা । সেইরাতেই হয় সংঘর্ষ । ভারতীয় সেনার সঙ্গে চিনের লিবারেশন আর্মির টানা ছয়-সাত ঘণ্টা ধরে চলে সংঘর্ষ । সংঘর্ষে শহিদ হয়েছেন কমপক্ষে 20 জন ভারতীয় জওয়ান । আরও অনেকে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে আলিপুরদুয়ারে । গত ডিসেম্বরেই শামুকতলার বাড়ি থেকে ঘুরে গেছিলেন বিপুল । কথা ছিল খুব তাড়াতাড়ি আবারও ফিরবেন । কিন্তু আর হল না । আর রাজেশ ? মহম্মদবাজারের বাড়িতে ছোটো বোন রয়েছে । কিছুদিন আগেই বোনের সঙ্গে কথা হয়েছিল তাঁর । এক লহমায় সব স্বপ্ন ভেঙে গেল ওই দুই পরিবারের ।

কলকাতা, 17 জুন : গালওয়ান উপত্যকায় শহিদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গালওয়ানে প্রকৃত সীমান্তরেখা বরাবর ভারত-চিন সংঘর্ষে শহিদ হয়েছেন 20 জন জওয়ান । তাঁদের মধ্যে দু'জন রয়েছেন পশ্চিমবঙ্গের ।

আজ টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন," দেশের জন্য যে আত্মবলিদান তাঁরা দিয়েছেন বা তাঁদের পরিবারের লোকেরা যা হারিয়েছেন, তার মূল্য কোনওভাবেই মেটানো সম্ভব নয় । আমরা এই সময়ে আমাদের দেশের সন্তানদের পাশে দাঁড়াব । রাজ্যের যে দুইজন লাদাখে শহিদ হয়েছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার । প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে ।"

  • Nothing can compensate for the supreme sacrifice made by them for the nation or the bereaved families' loss. We stand by the next of the sons of our soil in this difficult time. To this regard, we'll provide ₹5 lakh & a GoWB job to one member in the deceased's family. (2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) June 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-চিন যে সংঘর্ষ হয়েছে তাতে শহিদ হয়েছেন বাংলার দুই জওয়ান । রাজেশ ওরাং । বয়স 25 । বাড়ি বীরভূমের মহম্মদবাজার থানার বেলঘরিয়া গ্রামে । অন্যজন বিপুল রায় । বয়স 35 । বাড়ি আলিপুরদুয়ারের শামুকতলা থানা এলাকায় ।

সোমবার রাতে যখন গোটা দেশ ঘুমিয়েছিল, তখন বাকি জওয়ানদের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর প্রহরা দিচ্ছিলেন রাজেশ ও বিপুল । সীমান্ত সুরক্ষিত রাখতে বিনিদ্র প্রহরা । সেইরাতেই হয় সংঘর্ষ । ভারতীয় সেনার সঙ্গে চিনের লিবারেশন আর্মির টানা ছয়-সাত ঘণ্টা ধরে চলে সংঘর্ষ । সংঘর্ষে শহিদ হয়েছেন কমপক্ষে 20 জন ভারতীয় জওয়ান । আরও অনেকে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে আলিপুরদুয়ারে । গত ডিসেম্বরেই শামুকতলার বাড়ি থেকে ঘুরে গেছিলেন বিপুল । কথা ছিল খুব তাড়াতাড়ি আবারও ফিরবেন । কিন্তু আর হল না । আর রাজেশ ? মহম্মদবাজারের বাড়িতে ছোটো বোন রয়েছে । কিছুদিন আগেই বোনের সঙ্গে কথা হয়েছিল তাঁর । এক লহমায় সব স্বপ্ন ভেঙে গেল ওই দুই পরিবারের ।

Last Updated : Jun 17, 2020, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.