কলকাতা, 28 মার্চ : শহরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে একটি হলুদ গাড়ি ৷ তবে, তা ট্যাক্সি নয়, দেখেই বোঝা যায় ৷ গায়ে আঁকা নানরকম নকশা ৷ গাড়ির ভিতরে উঁকি মারলে দেখা যায় বসানো আছে একটি মেশিন ৷ যা থেকে বেরিয়ে আসছে একের পর এক রুটি ৷ শুধু রুটিই নয়, পাশে বানিয়ে রাখা রয়েছে সুস্বাদু সব খাবার ৷ কয়েকজন হাতে গ্লাভ্স, মুখে মাস্ক পরে প্লেটে প্লেটে সাজিয়ে চলেছেন সেই খাবার ৷ আর শহরের অভুক্তদের হাতে সেই খাবার তুলে দিচ্ছেন মেয়র পরিষদ দেবাশিস কুমার ৷
দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক, ট্রায়াংগুলার পার্ক চত্বরে বসানো হয়েছে রুটির তৈরির এই অত্যাধুনিক মেশিন । গরম গরম রুটি, সুস্বাদু সবজি-সহ থাকছে পেট ভরানো বিভিন্ন পদের খাবার । অন্যদিকে, উত্তর কলকাতার কাঁকুড়গাছির একটি ক্লাবের তরফে বি সি রায় শিশু হাসপাতালে ভরতি থাকা শিশুদের অভিভাবকদের জন্য করা হল দু'বেলা পেট ভরে খাওয়ার ব্যবস্থা ।
খুব অল্প সময়ের মধ্যে কয়েক হাজার গরম রুটি তৈরি করার জন্য রাস্তার ধারে একটি অত্যাধুনিক মেশিন বহাল থাকছে সব সময় । এই মেশিনের সাহায্যে পথচলতি সাধারণ গরিব মানুষের হাতে গরম গরম রুটি এবং সবজি তুলে দেওয়া হচ্ছে । দেবাশিস কুমার বলেন, "অনেকে আছেন যাঁরা বাড়িতে রান্না করতে পারছেন না । অনেক শ্রমিক রয়েছেন যারা আগে দোকান থেকে কিনে খেতেন, এখন পারছেন না । তাদের জন্য আমাদের এই ব্যবস্থা ।"
পাশাপাশি, উত্তর কলকাতার কাঁকুড়গাছি ক্লাবের সম্পাদক রণজিৎ দে বলেন, "বি সি রায় হাসপাতালে যে শিশুরা ভরতি রয়েছে, লকডাউনের কারণে তাদের অভিভাবকদের খাওয়া-দাওয়ার চরম সমস্যা হচ্ছে । তাঁদের জন্য দু'বেলা খাবারের ব্যবস্থা করা হল ।"