ETV Bharat / state

আড়াই লাখ মাসমাহিনা, কী কী সুবিধা পাবেন মুখ্য উপদেষ্টা আলাপন ? - মুখ্য উপদেষ্টার মাস মাহিনা

এখন থেকে আগামী তিন বছর আলাপন বন্দ্যোপাধ্যায়ের মাসমাহিনা হবে আড়াই লাখ টাকা । এছাড়াও থাকছে বিভিন্ন ধরনের সুবিধা ।

আলাপন বন্দ্যোপাধ্যায়
আলাপন বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 31, 2021, 10:20 PM IST

Updated : May 31, 2021, 10:55 PM IST

কলকাতা, 31 মে : আজ অবসর নিয়েছেন রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে । কাল থেকে আবার কাজে যোগ দিচ্ছেন । দফতর সেই নবান্নেই । তিন বছরের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা । এ হেন নজির শুধু বঙ্গ-ইতিহাসেই কেন, দেশের ইতিহাস ঘাটলেও খুঁজে পাওয়া কঠিন ।

এ যেন অবসর নিয়েও নেওয়া হল না আলাপন বন্দ্যোপাধ্যায়ের । তিন বছর নবান্নেই বসবেন । এই কঠিন সময়ে মমতা তাঁকে হাতছাড়া করতে চান না । শুধু তাঁকে ধরে রাখার জন্যই মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সাম্মানিক পদ তৈরি করেছেন । কাল নতুন দায়িত্বে যোগ দিচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব । মঙ্গলবার থেকে নেমে পড়বেন কাজে ।

মুখ্যসচিবের পদাধিকার বলে আলাদা বাংলো, গাড়ি, টেলিফোন, রাঁধুনি সবই পেতেন আলাপন বন্দ্যোপাধ্যায় । মাসমাহিনা পেতেন 2 লাখ 25 হাজার টাকা । মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে মাসমাহিনা আরও বেশি । এখন থেকে আগামী তিন বছর আলাপন বন্দ্যোপাধ্যায়ের মাসমাহিনা হবে আড়াই লাখ টাকা । এছাড়াও থাকছে বিভিন্ন ধরনের সুবিধা । ওয়াকিবহাল মহলের মতে, এতদিন পর্যন্ত যে যে সুযোগ-সুবিধা পেয়ে আসছিলেন, তার প্রায় অনেকটাই এখনও পেতে পারেন তিনি ।

আরও পড়ুন : কেন্দ্রের লোপ্পা বলে ছক্কা হাঁকালেন মমতা

নতুন দায়িত্ব নিয়ে কী কী কাজ করতে হবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে ? পদের বহর থেকেই বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে বিভিন্ন ইস্যুতে পরামর্শ দেবেন প্রাক্তন মুখ্যসচিব । এছাড়া বাকি দায়িত্ব কাল অর্থমন্ত্রকে সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে । তবে ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, রাজ্যের করোনা পরিস্থিতি ও যশ পরবর্তী ধাক্কা সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন আলাপন । মূলত, এই কাজের জন্যই আলাপনের মুখ্যসচিব হিসেবে কার্যকালের মেয়াদ বাড়াতে চেয়েছিলেন মমতা । এখন আলাপন মুখ্যসচিব থাকছেন না বটে, কিন্তু মুখ্য উপদেষ্টা হিসেবে সেই দায়িত্ব পালন করতেই পারেন ।

কলকাতা, 31 মে : আজ অবসর নিয়েছেন রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে । কাল থেকে আবার কাজে যোগ দিচ্ছেন । দফতর সেই নবান্নেই । তিন বছরের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা । এ হেন নজির শুধু বঙ্গ-ইতিহাসেই কেন, দেশের ইতিহাস ঘাটলেও খুঁজে পাওয়া কঠিন ।

এ যেন অবসর নিয়েও নেওয়া হল না আলাপন বন্দ্যোপাধ্যায়ের । তিন বছর নবান্নেই বসবেন । এই কঠিন সময়ে মমতা তাঁকে হাতছাড়া করতে চান না । শুধু তাঁকে ধরে রাখার জন্যই মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সাম্মানিক পদ তৈরি করেছেন । কাল নতুন দায়িত্বে যোগ দিচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব । মঙ্গলবার থেকে নেমে পড়বেন কাজে ।

মুখ্যসচিবের পদাধিকার বলে আলাদা বাংলো, গাড়ি, টেলিফোন, রাঁধুনি সবই পেতেন আলাপন বন্দ্যোপাধ্যায় । মাসমাহিনা পেতেন 2 লাখ 25 হাজার টাকা । মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে মাসমাহিনা আরও বেশি । এখন থেকে আগামী তিন বছর আলাপন বন্দ্যোপাধ্যায়ের মাসমাহিনা হবে আড়াই লাখ টাকা । এছাড়াও থাকছে বিভিন্ন ধরনের সুবিধা । ওয়াকিবহাল মহলের মতে, এতদিন পর্যন্ত যে যে সুযোগ-সুবিধা পেয়ে আসছিলেন, তার প্রায় অনেকটাই এখনও পেতে পারেন তিনি ।

আরও পড়ুন : কেন্দ্রের লোপ্পা বলে ছক্কা হাঁকালেন মমতা

নতুন দায়িত্ব নিয়ে কী কী কাজ করতে হবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে ? পদের বহর থেকেই বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে বিভিন্ন ইস্যুতে পরামর্শ দেবেন প্রাক্তন মুখ্যসচিব । এছাড়া বাকি দায়িত্ব কাল অর্থমন্ত্রকে সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে । তবে ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, রাজ্যের করোনা পরিস্থিতি ও যশ পরবর্তী ধাক্কা সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন আলাপন । মূলত, এই কাজের জন্যই আলাপনের মুখ্যসচিব হিসেবে কার্যকালের মেয়াদ বাড়াতে চেয়েছিলেন মমতা । এখন আলাপন মুখ্যসচিব থাকছেন না বটে, কিন্তু মুখ্য উপদেষ্টা হিসেবে সেই দায়িত্ব পালন করতেই পারেন ।

Last Updated : May 31, 2021, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.