কলকাতা, ৪ মার্চ : রাজ্যে পথ দুর্ঘটনার পরিমাণ কমেছে ১৪ শতাংশ। আজ টুইট করে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সকালে মুখ্যমন্ত্রী টুইট করেন, "আজ থেকে শুরু হচ্ছে ৪৮ তম জাতীয় পথ সুরক্ষা সপ্তাহ। আমাদের সেফ ড্রাইভ সেভ লাইভ ক্যাম্পেন পশ্চিমবঙ্গে সফল। এই ক্যাম্পেনের মাধ্যমে কলকাতায় পথ দুর্ঘটনার পরিমাণ ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে ১২ শতাংশ কমেছে। আর রাজ্যের অন্যান্য এলাকায় পথ দুর্ঘটনার পরিমাণ কমেছে ১৪ শতাংশ।"
48th National Safety Week begins today. In #Bangla, our #SafeDriveSaveLife campaign has been effective and successful in reducing the number of road accidents in #Kolkata by 12% in 2018, and by 14% in other areas of the State, compared to 2017
— Mamata Banerjee (@MamataOfficial) March 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">48th National Safety Week begins today. In #Bangla, our #SafeDriveSaveLife campaign has been effective and successful in reducing the number of road accidents in #Kolkata by 12% in 2018, and by 14% in other areas of the State, compared to 2017
— Mamata Banerjee (@MamataOfficial) March 4, 201948th National Safety Week begins today. In #Bangla, our #SafeDriveSaveLife campaign has been effective and successful in reducing the number of road accidents in #Kolkata by 12% in 2018, and by 14% in other areas of the State, compared to 2017
— Mamata Banerjee (@MamataOfficial) March 4, 2019
মানুষের মধ্যে পথ সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেনটি ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৬ সালে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল ১৩ হাজার ৫৮০টি। মৃত্যুর সংখ্যা ছিল ৬ হাজার ৫৪৪।
মানুষের মধ্যে পথ সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে জাতীয় নিরপত্তা পরিষদ প্রতিবছর জাতীয় সুরক্ষা দিবস বা সপ্তাহের আয়োজন করে।