ETV Bharat / state

TMC Candidates for Rajya Sabha: রাজ্যসভায় সুস্মিতা দেবের জায়গায় কি এবার রিপুন বোরা ?

রাজ্যসভার নির্বাচনে তৃণমূলের প্রার্থী কারা হবেন ? এ নিয়ে জল্পনা তুঙ্গে ৷ রাজ্যের 7 আসনের মধ্যে 6টিতে তৃণমূলের জয় কার্যত নিশ্চিত সেখানেই বিদায়ী সাংসদ সুস্মিতা দেবকে এবার লোকসভা নির্বাচনে দাঁড় করানোর পরিকল্পনা করছে তৃণমূল ৷

TMC Candidates for Rajya Sabha ETV BHARAT
TMC Candidates for Rajya Sabha
author img

By

Published : Jul 4, 2023, 6:25 PM IST

কলকাতা, 4 জুলাই: রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের হয়ে দ্বিতীয়বার মনোনয়ন পাচ্ছেন না সুস্মিতা দেব ৷ তা আগেই ইটিভি ভারতে প্রকাশিত হয়েছিল ৷ বরং তাঁকে তৃণমূল আগামী বছর লোকসভা নির্বাচনে প্রার্থী করতে পারে ৷ এই অবস্থায় রাজ্যসভায় তাঁর ছেড়ে আসা আসনে কাকে প্রার্থী করবে তৃণমূল, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা ৷ ইতিমধ্যে রাজনৈতিক মহলে তৃণমূলের রাজ্যসভার প্রার্থীদের তালিকা নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছে ৷ সেই জল্পনায় নবতম সংযোজন অসম তৃণমূলের সভাপতি রিপুন বোরা ৷

কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছিলেন প্রাক্তন এই সাংসদ ৷ সুস্মিতা দেবের মতোই রিপুন বোরাকে অসমে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, এবার তাঁকে আরও একটি দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন তৃণমূল সুপ্রিমো ৷ সুস্মিতা দেবের জায়গায় রাজ্যসভায় যেতে পারেন অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বোরা ৷ ইতিমধ্যেই অসমের এই প্রবীণ রাজনীতিকের নাম নিয়ে তৃণমূলের শীর্ষস্তরে আলোচনা শুরু হয়েছে ৷ তবে, শেষ পর্যন্ত তাঁকে প্রার্থী করা হবে কিনা, তা নির্ভর করছে মমতার সিদ্ধান্তের উপর ৷ তাই রিপুন বোরার নামে শেষ পর্যন্ত সিলমোহর পরে কিনা, তা জানার জন্য অপেক্ষা করতেই হবে ৷

অন্যদিকে, উত্তর-পূর্বের রাজ্যগুলি যেমন, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়ে ঘাসফুলের সংগঠন বিস্তারের দায়িত্বে রয়েছেন সুস্মিতা দেব ৷ তাঁর নেতৃত্বে মেঘালয় তৃণমূল কিছুটা লড়াই করলেও, ত্রিপুরাতে মুখ থুবড়ে পড়েছিল ৷ তবে, দলীয় সূত্রে যতটুকু জানা যাচ্ছে এখনই তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে না তৃণমূল ৷ বরং, তৃণমূল চায় 2024 লোকসভা নির্বাচনে সুস্মিতা তাঁর আগের শিলচর কেন্দ্র থেকে প্রার্থী হোক ৷ মূলত, সেই কারণেই হয়তো দ্বিতীয়বারের জন্য তাঁকে রাজ্যসভার মনোনয়ন দিতে চাইছে না তৃণমূল ৷

আরও পড়ুন: 24 জুলাই রাজ্যসভার ভোট, কারা হবেন তৃণমূলের প্রার্থী ? জল্পনা তুঙ্গে

এ দিকে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের বাকি প্রার্থী কারা হতে পারেন, তা নিয়ে দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে ৷ তৃণমূলের তরফে একটি প্রাথমিক তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছে শীর্ষ নেতারা ৷ সেখান থেকেই মমতা এবং অভিষেকের সম্মতিতে চূড়ান্ত তালিকা তৈরি হতে পারে ৷ যেহেতু আগামী 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে ৷ তাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন ৷ সেক্ষেত্রে এই বিষয়টি নিয়ে 6 জুলাই প্রচার শেষের পর মমতার সঙ্গে আলোচনা করতে পারেন অভিষেক ৷ তার পরেই রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত প্রার্থী তালিকার ঘোষণা হতে পারে ৷

কলকাতা, 4 জুলাই: রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের হয়ে দ্বিতীয়বার মনোনয়ন পাচ্ছেন না সুস্মিতা দেব ৷ তা আগেই ইটিভি ভারতে প্রকাশিত হয়েছিল ৷ বরং তাঁকে তৃণমূল আগামী বছর লোকসভা নির্বাচনে প্রার্থী করতে পারে ৷ এই অবস্থায় রাজ্যসভায় তাঁর ছেড়ে আসা আসনে কাকে প্রার্থী করবে তৃণমূল, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা ৷ ইতিমধ্যে রাজনৈতিক মহলে তৃণমূলের রাজ্যসভার প্রার্থীদের তালিকা নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছে ৷ সেই জল্পনায় নবতম সংযোজন অসম তৃণমূলের সভাপতি রিপুন বোরা ৷

কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছিলেন প্রাক্তন এই সাংসদ ৷ সুস্মিতা দেবের মতোই রিপুন বোরাকে অসমে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, এবার তাঁকে আরও একটি দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন তৃণমূল সুপ্রিমো ৷ সুস্মিতা দেবের জায়গায় রাজ্যসভায় যেতে পারেন অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বোরা ৷ ইতিমধ্যেই অসমের এই প্রবীণ রাজনীতিকের নাম নিয়ে তৃণমূলের শীর্ষস্তরে আলোচনা শুরু হয়েছে ৷ তবে, শেষ পর্যন্ত তাঁকে প্রার্থী করা হবে কিনা, তা নির্ভর করছে মমতার সিদ্ধান্তের উপর ৷ তাই রিপুন বোরার নামে শেষ পর্যন্ত সিলমোহর পরে কিনা, তা জানার জন্য অপেক্ষা করতেই হবে ৷

অন্যদিকে, উত্তর-পূর্বের রাজ্যগুলি যেমন, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়ে ঘাসফুলের সংগঠন বিস্তারের দায়িত্বে রয়েছেন সুস্মিতা দেব ৷ তাঁর নেতৃত্বে মেঘালয় তৃণমূল কিছুটা লড়াই করলেও, ত্রিপুরাতে মুখ থুবড়ে পড়েছিল ৷ তবে, দলীয় সূত্রে যতটুকু জানা যাচ্ছে এখনই তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে না তৃণমূল ৷ বরং, তৃণমূল চায় 2024 লোকসভা নির্বাচনে সুস্মিতা তাঁর আগের শিলচর কেন্দ্র থেকে প্রার্থী হোক ৷ মূলত, সেই কারণেই হয়তো দ্বিতীয়বারের জন্য তাঁকে রাজ্যসভার মনোনয়ন দিতে চাইছে না তৃণমূল ৷

আরও পড়ুন: 24 জুলাই রাজ্যসভার ভোট, কারা হবেন তৃণমূলের প্রার্থী ? জল্পনা তুঙ্গে

এ দিকে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের বাকি প্রার্থী কারা হতে পারেন, তা নিয়ে দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে ৷ তৃণমূলের তরফে একটি প্রাথমিক তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছে শীর্ষ নেতারা ৷ সেখান থেকেই মমতা এবং অভিষেকের সম্মতিতে চূড়ান্ত তালিকা তৈরি হতে পারে ৷ যেহেতু আগামী 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে ৷ তাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন ৷ সেক্ষেত্রে এই বিষয়টি নিয়ে 6 জুলাই প্রচার শেষের পর মমতার সঙ্গে আলোচনা করতে পারেন অভিষেক ৷ তার পরেই রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত প্রার্থী তালিকার ঘোষণা হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.