ETV Bharat / state

Jadavpur University: 'সৌরভের ক্ষতি হলে প্রাণ যাবে', স্নেহমঞ্জু ও সঞ্জয় গোপালকে প্রাণনাশের হুমকি অধ্যাপকের! - যাদবপুর বিশ্ববিদ্যালয়

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি চিঠি ৷ চিঠি দিয়েছেন এক অধ্যাপক ৷ তাঁর নাম রানা রায় ৷ প্রাণনাশের হুমকি চিঠি পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং জয়েন্ট রেজিস্ট্রার সঞ্জয় গোপাল সরকার ৷

Jadavpur University
স্নেহমঞ্জু ও সঞ্জয় গোপালকে প্রাণনাশের হুমকি অধ্যাপকের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 3:28 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্ট্রারকে প্রাণনাশের হুমকি। ছাত্র মৃত্যুতে ধৃত 'সৌরভ চৌধুরীর তদন্তের কারণে কোনওররম যেন ক্ষতি না-হয়' এই বলে খুনের হুমকি দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই উচ্চ নেতৃত্বকে। নিরাপত্তা চেয়ে ইতিমধ্যেই তারা দারস্থ হয়েছেন যাদবপুর থানায়। লিখিত অভিযোগ দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্ট্রার। ইতিমধ্যেই 506 ধারায় মামলার রুজু করেছে পুলিশ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে প্রথমে পুলিশের হাতে গ্রেফতার হয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া সৌরভ চৌধুরী। বহিরাগত হওয়া সত্ত্বেও ঘটনার দিন রাতে সে উপস্থিত ছিল হস্টেলে। এমনকী সরাসরি তার উপরেই ওই ছাত্রকে ব়্যাগিং করার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, শুক্রবার রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং জয়েন্ট রেজিস্ট্রার সঞ্জয় গোপাল সরকারের কাছে পোস্ট অফিস মারফত একটি চিঠি আসে। যাতে লেখা রয়েছে, "পুলিশ মিথ্যে মামলায় সৌরভকে ফাঁসাচ্ছে। সৌরভ চৌধুরীর গায়ে একটা আঁচড় পড়লে তোমাদের জীবন শেষ করে দেব।" তাতে আরও লেখা রয়েছে "তোমার (সৌরভ) জন্য রিভলবারের একটাও দানা খরচ করতে অসুবিধা নেই ৷" এমনকী এর পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করা রয়েছে ওই দু'জনকে।

এমনকী চিঠিটা যিনি পাঠিয়েছেন তার নাম উল্লেখ করা রয়েছে। তাঁর নাম অধ্যাপক রানা রায় ৷ তিনি বেলগাছিয়া রোডের বাসিন্দা ৷ পুলিশ ওই দুই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে জিজ্ঞাসা করেছে ওই নামে কোনও অধ্যাপক রয়েছেন কি না ৷ তাতে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে ওই নামে কোনও অধ্যাপক নেই ৷ এর আগে, প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান মিলিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বহু পড়ুয়া। তাদের মধ্যে অন্যতম এই সৌরভ চৌধুরী। অংক বিভাগের প্রাক্তন ছাত্র সে। তবে হস্টেলে তার আধিপত্য বেশ ছিল বলেই পুলিশ জানতে পেরেছে।

এমনকী 'হস্টেল বাপ' নামেও পরিচিত ছিল এই সৌরভ। প্রথম থেকেই মৃত প্রথম বর্ষের ছাত্রের বাবা অভিযোগ তুলেছিলেন সৌরভের বিরুদ্ধে। সেই তাঁর ছেলেকে হস্টেলে গেস্ট হিসাবে থাকার পরামর্শ দিয়েছিল বলে অভিযোগ। তবে সৌরভের গ্রেফতার হওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে তার বিষয়ে একাধিক মন্তব্য শোনা যাচ্ছে। কিন্তু এসবের মাঝেই হুমকির চিঠি রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারের কাছে।

আরও পড়ুন: কোথায় কোথায় বসবে সিসিটিভি লিখিতভাবে জানাক কর্তৃপক্ষ, দাবি যাদবপুরের পড়ুয়াদের

কলকাতা, 2 সেপ্টেম্বর: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্ট্রারকে প্রাণনাশের হুমকি। ছাত্র মৃত্যুতে ধৃত 'সৌরভ চৌধুরীর তদন্তের কারণে কোনওররম যেন ক্ষতি না-হয়' এই বলে খুনের হুমকি দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই উচ্চ নেতৃত্বকে। নিরাপত্তা চেয়ে ইতিমধ্যেই তারা দারস্থ হয়েছেন যাদবপুর থানায়। লিখিত অভিযোগ দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্ট্রার। ইতিমধ্যেই 506 ধারায় মামলার রুজু করেছে পুলিশ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে প্রথমে পুলিশের হাতে গ্রেফতার হয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া সৌরভ চৌধুরী। বহিরাগত হওয়া সত্ত্বেও ঘটনার দিন রাতে সে উপস্থিত ছিল হস্টেলে। এমনকী সরাসরি তার উপরেই ওই ছাত্রকে ব়্যাগিং করার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, শুক্রবার রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং জয়েন্ট রেজিস্ট্রার সঞ্জয় গোপাল সরকারের কাছে পোস্ট অফিস মারফত একটি চিঠি আসে। যাতে লেখা রয়েছে, "পুলিশ মিথ্যে মামলায় সৌরভকে ফাঁসাচ্ছে। সৌরভ চৌধুরীর গায়ে একটা আঁচড় পড়লে তোমাদের জীবন শেষ করে দেব।" তাতে আরও লেখা রয়েছে "তোমার (সৌরভ) জন্য রিভলবারের একটাও দানা খরচ করতে অসুবিধা নেই ৷" এমনকী এর পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করা রয়েছে ওই দু'জনকে।

এমনকী চিঠিটা যিনি পাঠিয়েছেন তার নাম উল্লেখ করা রয়েছে। তাঁর নাম অধ্যাপক রানা রায় ৷ তিনি বেলগাছিয়া রোডের বাসিন্দা ৷ পুলিশ ওই দুই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে জিজ্ঞাসা করেছে ওই নামে কোনও অধ্যাপক রয়েছেন কি না ৷ তাতে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে ওই নামে কোনও অধ্যাপক নেই ৷ এর আগে, প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান মিলিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বহু পড়ুয়া। তাদের মধ্যে অন্যতম এই সৌরভ চৌধুরী। অংক বিভাগের প্রাক্তন ছাত্র সে। তবে হস্টেলে তার আধিপত্য বেশ ছিল বলেই পুলিশ জানতে পেরেছে।

এমনকী 'হস্টেল বাপ' নামেও পরিচিত ছিল এই সৌরভ। প্রথম থেকেই মৃত প্রথম বর্ষের ছাত্রের বাবা অভিযোগ তুলেছিলেন সৌরভের বিরুদ্ধে। সেই তাঁর ছেলেকে হস্টেলে গেস্ট হিসাবে থাকার পরামর্শ দিয়েছিল বলে অভিযোগ। তবে সৌরভের গ্রেফতার হওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে তার বিষয়ে একাধিক মন্তব্য শোনা যাচ্ছে। কিন্তু এসবের মাঝেই হুমকির চিঠি রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারের কাছে।

আরও পড়ুন: কোথায় কোথায় বসবে সিসিটিভি লিখিতভাবে জানাক কর্তৃপক্ষ, দাবি যাদবপুরের পড়ুয়াদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.