ETV Bharat / state

সুপ্রিম নির্দেশ, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায় - নিয়োগ দুর্নীতি মামলা

Justice Abhijit Gangopadhyay: আর নিয়োগ দুর্নীতি মামলা শুনবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সুপ্রিম কোর্টের নির্দেশের পর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা রিলিজ করলেন তিনি ৷

Justice Abhijit Gangopadhyay
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 3:07 PM IST

Updated : Nov 20, 2023, 4:25 PM IST

কলকাতা, 20 নভেম্বর: সুপ্রিম কোর্টের নির্দেশের পর নিয়োগ দুর্নীতি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে চলে গেল বিশেষ ডিভিশন বেঞ্চে । নিয়োগ সংক্রান্ত একাধিক মামলায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন । তবে সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি বিশেষ বেঞ্চে এখন থেকে এই সমস্ত মামলার শুনানি হবে ৷ সোমবার এজলাসে বসে সুপ্রিম কোর্টের নির্দেশ শোনার পর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা তাঁর বেঞ্চ থেকে রিলিজ করে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

সুপ্রিম কোর্টের নির্দেশ মত নিয়োগ দুর্নীতি মামলার(এসএসসি,গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম )দ্রুত শুনানি শেষ করতে হবে ৷ তাই গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নির্দেশে তৈরি হয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রাশিদীর বিশেষ ডিভিশন বেঞ্চ । ওই বিশেষ বেঞ্চে এবার দ্রুত নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি হবে ৷ এর কারণে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর এজলাসে থাকা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা ছেড়ে দিলেন । আজ এই মামলাগুলির শুনানিতে এই সিদ্ধান্তের কথা জানান বিচারপতি ।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে নবম, দশম, একাদশ ও দ্বাদশ, গ্রুপ-ডি, গ্রুপ-সি-সহ রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট হাইকোর্টকে নতুন ডিভিশন বেঞ্চ গঠন করতে নির্দেশ দেয় ৷ পাশাপাশি সমস্ত মামলার 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে, এমন নির্দেশও দেওয়া হয়েছে । একই সঙ্গে সিবিআইকে দু'মাস সময় দেওয়া হয়েছে যাতে তারা দ্রুত তদন্ত শেষ করে । সুপ্রিম কোর্ট সিবিআইকে দ্রুত মামলার নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়ার পাশাপাশি পর্যবেক্ষণে জানায়, সিবিআই এখনও পর্যন্ত তদন্তে ওএমআর শিটের যে মিরর ইমেজ আদালতে পেশ করেছে তা যথেষ্ট নয় । তথ্য প্রমাণ হিসাবে আরও কিছু আদালতে হাজির করতে হবে সিবিআইকে ।

একইসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাতে আগামী দু'মাসের মধ্যে সমস্ত মামলার তদন্ত শেষ করে, সেই ডেডলাইন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট তরফে । তবে ডিভিশন বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থাকার ব্যাপারে যে ইঙ্গিত সুপ্রিমকোর্ট দিয়েছিল সেই সম্ভাবনা আর নেই, তা বলাইবাহুল্য । কারণ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বাদ দিয়েই সম্পূর্ণ নতুন ডিভিশন বেঞ্চ গঠন করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ।

আরও পড়ুন:

  1. কাউন্সিলরের কান্না এজলাসে! বাড়ি ভাঙায় আপাতত স্থগিতাদেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
  2. বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে, পুনর্বহাল যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষ
  3. সিবিআই-ইডি আধিকারিকদের হেনস্তা করা যাবে না, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের; তলব আইনমন্ত্রীকে

কলকাতা, 20 নভেম্বর: সুপ্রিম কোর্টের নির্দেশের পর নিয়োগ দুর্নীতি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে চলে গেল বিশেষ ডিভিশন বেঞ্চে । নিয়োগ সংক্রান্ত একাধিক মামলায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন । তবে সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি বিশেষ বেঞ্চে এখন থেকে এই সমস্ত মামলার শুনানি হবে ৷ সোমবার এজলাসে বসে সুপ্রিম কোর্টের নির্দেশ শোনার পর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা তাঁর বেঞ্চ থেকে রিলিজ করে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

সুপ্রিম কোর্টের নির্দেশ মত নিয়োগ দুর্নীতি মামলার(এসএসসি,গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম )দ্রুত শুনানি শেষ করতে হবে ৷ তাই গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নির্দেশে তৈরি হয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রাশিদীর বিশেষ ডিভিশন বেঞ্চ । ওই বিশেষ বেঞ্চে এবার দ্রুত নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি হবে ৷ এর কারণে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর এজলাসে থাকা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা ছেড়ে দিলেন । আজ এই মামলাগুলির শুনানিতে এই সিদ্ধান্তের কথা জানান বিচারপতি ।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে নবম, দশম, একাদশ ও দ্বাদশ, গ্রুপ-ডি, গ্রুপ-সি-সহ রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট হাইকোর্টকে নতুন ডিভিশন বেঞ্চ গঠন করতে নির্দেশ দেয় ৷ পাশাপাশি সমস্ত মামলার 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে, এমন নির্দেশও দেওয়া হয়েছে । একই সঙ্গে সিবিআইকে দু'মাস সময় দেওয়া হয়েছে যাতে তারা দ্রুত তদন্ত শেষ করে । সুপ্রিম কোর্ট সিবিআইকে দ্রুত মামলার নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়ার পাশাপাশি পর্যবেক্ষণে জানায়, সিবিআই এখনও পর্যন্ত তদন্তে ওএমআর শিটের যে মিরর ইমেজ আদালতে পেশ করেছে তা যথেষ্ট নয় । তথ্য প্রমাণ হিসাবে আরও কিছু আদালতে হাজির করতে হবে সিবিআইকে ।

একইসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাতে আগামী দু'মাসের মধ্যে সমস্ত মামলার তদন্ত শেষ করে, সেই ডেডলাইন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট তরফে । তবে ডিভিশন বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থাকার ব্যাপারে যে ইঙ্গিত সুপ্রিমকোর্ট দিয়েছিল সেই সম্ভাবনা আর নেই, তা বলাইবাহুল্য । কারণ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বাদ দিয়েই সম্পূর্ণ নতুন ডিভিশন বেঞ্চ গঠন করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ।

আরও পড়ুন:

  1. কাউন্সিলরের কান্না এজলাসে! বাড়ি ভাঙায় আপাতত স্থগিতাদেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
  2. বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে, পুনর্বহাল যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষ
  3. সিবিআই-ইডি আধিকারিকদের হেনস্তা করা যাবে না, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের; তলব আইনমন্ত্রীকে
Last Updated : Nov 20, 2023, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.