কলকাতা, 17 জুলাই: অসুস্থ নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র ৷ তিনি সোমবার সকাল থেকে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন ৷ সেই কারণে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভরতি করা হয়েছে ৷
ইডি সূত্রে খবর, এ দিন সকালে আচমকাই বুকে ব্যথা অনুভব করে অনুভব করেন সুজয়কৃষ্ণ ভদ্র ৷ তিনি তখন প্রেসিডেন্সি সংশোধনাগারে ৷ প্রাথমিক পরীক্ষার পর জানা যায় যে তাঁর ব্লাড সুগার কমে গিয়েছে ৷ সেই কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন ৷ তাই তাঁকে তখনই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বিষয়টি সংশোধনাগারের সুপারের তরফে জানানো হয় ইডিকে ৷
হাসপাতালে নিয়ে যাওয়ার পর আবার পরীক্ষা করা হয় কালীঘাটের কাকুর । তাঁর বুকে যন্ত্রণা হওয়ায় তাঁকে ট্রমা কেয়ার ইউনিটের ভর্তি করা হয় । শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে রয়েছেন এসএসকেএম হাসপাতালে ইডির আধিকারিকরা ৷ সুজয়কৃষ্ণ ভদ্রের পরিবারের সদস্যরাও রয়েছেন ৷ এছাড়াও ঘটনাস্থলে হাজির হয়েছেন সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী । তাঁর সঙ্গে ইডির আধিকারিকরা কথা বলছেন ৷ এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন গোয়েন্দারা । কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের সঠিক শারীরিক অবস্থা ঠিক কেমন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ।
আরও পড়ুন: কালীঘাটের কাকুর প্রিয় বন্ধু ধূসর টিয়া আজ বন্ধুহারা
সম্প্রতি কালীঘাটের কাকুর স্ত্রী মারা যায় ৷ আদালত প্যারোলে মুক্ত করে তাঁকে ৷ দিন কয়েক আগে প্যারোলের মেয়াদ শেষে আবার সংশোধনাগারে ফিরেছেন সুজয়কৃষ্ণ ভদ্র ৷ তার পরই তিনি অসুস্থ হয়ে পড়েছেন ৷ ফলে তিনি হঠাৎ করে কেন অসুস্থ হয়ে পড়লেন, সেটাই খতিয়ে দেখছে ইডি ৷ আপাতত হাসপাতাল সূত্র থেকে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা সম্পর্কে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি ৷