ETV Bharat / state

PSC-তে সহকারি ইঞ্জিনিয়র নিয়োগ

PSC-তে সহকারি ইঞ্জিনিয়র ( সিভিল ) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ৷ নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে ৷

Recruitment of Assistant Engineer in PSC
PSC - তে সহকারি ইঞ্জিনিয়র নিয়োগ
author img

By

Published : Jul 19, 2020, 7:01 AM IST

PSC-তে সহকারি ইঞ্জিনিয়র ( সিভিল ) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ৷ চারটি বিভাগে নিয়োগ হবে সহকারি ইঞ্জিনিয়র ৷ নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে ৷ পরীক্ষা হবে চলতি বছরের নভেম্বর মাসে কলকাতার PSC অফিসে ৷ তবে, এই পদের জন্য মোট কতজনকে নিয়োগ করা হবে তা এখনও ঘোষণা করা হয়নি । পরীক্ষা হবে দুটি ভাগে ৷ প্রথমে কলকাতা কমিশন অফিসে হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৷ নারী-পুরুষ নির্বিশেষে পরীক্ষার জন্য আবেদন করা যাবে । লিখিত ও পরীক্ষার মেরিট লিস্ট বের করা হবে ৷

শিক্ষাগত যোগ্যতা :

  • কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা সমমানের ডিগ্রি ৷
  • বাংলা ভাষায় দক্ষতা ৷ বাংলায় লেখা বলা ও পড়ার ক্ষমতা ৷
  • ভারতের নাগরিক হতে হবে ৷
  • এক বছরের স্নাতকোত্তর প্র্যাকটিকাল ট্রেনিং বা স্টাডি বা গবেষণা কিংবা প্র্যাকটিকাল ইঞ্জিনিয়ারিংয়ে কাজের অভিজ্ঞতা ৷

বয়সের ঊর্ধ্বসীমা : আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা থাকতে হবে 1 জানুয়ারি 2020 এর মধ্যে 36 বছর ৷

বেতন : 56 হাজার 100 টাকা থেকে 1 লাখ 44 হাজার 300 টাকা ৷

আবেদনের জন্য ফি : এই পদে আবেদন করতে ফি লাগবে মোট 210 টাকা ৷

আবেদনের প্রক্রিয়া : আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনেই ৷

গুরুত্বপূর্ণ তারিখ : গত 14 জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে । আবেদনপত্র জমা দেওয়ার শেষদিন 6 অগাস্ট 2020 ৷ অনলাইনে আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ 6 অগাস্ট , 2020 ৷ অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ 7 অগাস্ট 2020 ৷

বিস্তারিত জানতে অনুসরণ করুন - হেল্পডেস্ক - pscwbit01@gmail.com ৷

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

PSC-তে সহকারি ইঞ্জিনিয়র ( সিভিল ) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ৷ চারটি বিভাগে নিয়োগ হবে সহকারি ইঞ্জিনিয়র ৷ নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে ৷ পরীক্ষা হবে চলতি বছরের নভেম্বর মাসে কলকাতার PSC অফিসে ৷ তবে, এই পদের জন্য মোট কতজনকে নিয়োগ করা হবে তা এখনও ঘোষণা করা হয়নি । পরীক্ষা হবে দুটি ভাগে ৷ প্রথমে কলকাতা কমিশন অফিসে হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৷ নারী-পুরুষ নির্বিশেষে পরীক্ষার জন্য আবেদন করা যাবে । লিখিত ও পরীক্ষার মেরিট লিস্ট বের করা হবে ৷

শিক্ষাগত যোগ্যতা :

  • কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা সমমানের ডিগ্রি ৷
  • বাংলা ভাষায় দক্ষতা ৷ বাংলায় লেখা বলা ও পড়ার ক্ষমতা ৷
  • ভারতের নাগরিক হতে হবে ৷
  • এক বছরের স্নাতকোত্তর প্র্যাকটিকাল ট্রেনিং বা স্টাডি বা গবেষণা কিংবা প্র্যাকটিকাল ইঞ্জিনিয়ারিংয়ে কাজের অভিজ্ঞতা ৷

বয়সের ঊর্ধ্বসীমা : আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা থাকতে হবে 1 জানুয়ারি 2020 এর মধ্যে 36 বছর ৷

বেতন : 56 হাজার 100 টাকা থেকে 1 লাখ 44 হাজার 300 টাকা ৷

আবেদনের জন্য ফি : এই পদে আবেদন করতে ফি লাগবে মোট 210 টাকা ৷

আবেদনের প্রক্রিয়া : আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনেই ৷

গুরুত্বপূর্ণ তারিখ : গত 14 জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে । আবেদনপত্র জমা দেওয়ার শেষদিন 6 অগাস্ট 2020 ৷ অনলাইনে আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ 6 অগাস্ট , 2020 ৷ অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ 7 অগাস্ট 2020 ৷

বিস্তারিত জানতে অনুসরণ করুন - হেল্পডেস্ক - pscwbit01@gmail.com ৷

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.