কলকাতা, 19 নভেম্বর: শীত আসেনি । হ্যাঁ সময় যে একেবারে পেরিয়ে গিয়েছে তা অবশ্যই বলা যাবে না । কিন্তু কয়েকদিন আগে যেভাবে তাপমাত্রা নামতে শুরু করেছিল তার পর শীত আসতে এতটা সময় কেন লাগছে তা নিয়ে চর্চার প্রয়োজন আছে । আবহাওয়া দফতর বলছে, ঠান্ডা-গরমের লুকোচুরিতে শীত আটকে থাকছে বলা যাচ্ছে না। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস নেই বলে আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জন্য একই পূর্বাভাস। তবে উত্তর-পশ্চিমের বায়ুতে থাকা জলীয় বাষ্পের প্রভাবে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পংয়ের কয়েকটি অংশে বৃষ্টি হয়েছে দিন দুয়েক আগে। আগামী পাঁচদিনও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই (No rain in forecast for West Bengal)।
আর তাই রুক্ষ হাওয়ার হাত ধরে ঠান্ডা জাকিয়ে পড়ার পূর্বাভাস দিয়ে চলেছে। ইতিমধ্যে কুয়াশার কারণে ভোরে যান চলাচল সমস্যা হচ্ছে । ভারতীয় রেল ইতিমধ্যে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। দূর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের জেলায় তাপমাত্রার পারদ নামছে। ফলে শীতের কামড় বেশ জোরালোভাবে সেখানে বসতে চলেছে। সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রীর নিচে অবস্থান করছে। আপাতত জেলায় আবহাওয়ার বিশেষ পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। জেলায় শীত থাবা বসালেও কলকাতায় তার প্রভাব সেভাবে পড়েনি। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা তিরিশ ডিগ্রী এবং 20 ডিগ্রির নিচে ঘোরাফেরা করছে। তবে শীতের সেই কামড়টা এখন ঠিক পাওয়া যাচ্ছে না। ফলে গরম ঠান্ডার লুকোচুরি চলছেই কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে। শুক্রবার দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা 18.1 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রী কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 98 শতাংশ। শনিবারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন: ঐন্দ্রিলার চিকিৎসার খরচ নিয়ে লেখালিখি বন্ধ করার অনুরোধ সব্যসাচীর