কলকাতা, 9 জুন : "এখানকার BJP নেতারা বলছে, আমরা কিছু পারছি না, আপনি বলুন । তাই বাধ্য হয়ে অমিত শাহ বলছেন ।" রাজ্যে BJP নেতা কর্মীদের সঙ্গে অমিত শাহর অনলাইন জনসম্পর্ক সভাকে ঠিক এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সাধন পান্ডে । তিনি বলেন,"আসলে রাজ্য BJP-র একটা দিল্লির ডোজ দরকার । দিল্লির ডোজ পেলে ওরা নড়েচড়ে বসবে ।"
পশ্চিমবঙ্গের BJP কর্মী, সমর্থক ও কার্যকর্তাদের সঙ্গে প্রথম অনলাইন জনসম্পর্ক সভাতে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন অমিত শাহ । তিনি বলেন, "কোরোনা এক্সপ্রেস হবে আপনার প্রস্থানের পথ।"
দলনেত্রীকে হুশিয়ারি দেওয়া নিয়ে ছেড়ে কথা বলেননি সাধন পাণ্ডে । তিনি রাজ্য BJP এবং অমিত শাহর উদ্দেশ্যে রীতিমতো কটাক্ষের সুরে বলেন, "অনেক কথা বলছেন । বলতে বাধ্য হচ্ছেন । এখানকার BJP নেতারা বলছেন আমরা পারছি না । আপনি কিছু বলুন । আপনার বলার ওপরে আন্দোলন কিছুদিন করতে পারব । আসলে ওদের একটা দিল্লির ডোজ দরকার প্রতিদিন । দিল্লির একটা ডোজ পেলে নড়েচড়ে বসবে । অমিত শাহ বললেন ভিডিয়ো কলে বলে দিলাম এখন দুমাস সন্তুষ্ট থাকো এটা নিয়ে ।"
BJP সহ বিরোধী দলের নেতাদের উদ্দেশ্যে সাধন পান্ডের আহ্বান, "আমি রাজনীতিক নেতা হিসেবে BJP, CPIM ও কংগ্রেসকে অনুরোধ করছি এখন এসব করবেন না । এখন মানুষের দুর্দশা । বাংলা মায়ের কান্না । সরকারকে সাহায্য করুন ।"