ETV Bharat / state

Ration: আগামিকাল থেকে শুরু হচ্ছে রেশনে 'পুজোর প্যাকেজ', চলবে টানা একমাস - AAY

মহালয়ার আগে রেশনে (Ration) 'পুজোর প্যাকেজ' ৷ আগামিকাল থেকে এই পরিষেবা শুরু হচ্ছে ৷ গ্রাহকরা টানা একমাস এই পরিষেবার সুযোগ পাবেন (Ration Package For Puja) ৷ কী কী থাকবে এই উৎসব প্যাকেজে ? জেনে নিন...

Ration
আগামিকাল থেকে শুরু হচ্ছে রেশনে 'পুজোর প্যাকেজ'
author img

By

Published : Sep 22, 2022, 4:01 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর: ইউনেসকোর (UNESCO) স্বীকৃতি পাওয়ার পরই প্রায় একমাস আগে রাজ্যে দুর্গোৎসব ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) । খরচ বৃদ্ধির কারণে পুজোর অনুদানও বাড়িয়েছেন তিনি। এবার মহলয়ার আগে থেকেই রেশনে পুজো প্যাকেজ (Ration Package For Puja) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামিকাল অর্থাৎ, 23 সেপ্টেম্বর থেকে প্রত্যেক গ্রাহক তাঁর নিকটবর্তী রেশন ডিলারের থেকে এই পুজো প্যাকেজ পাবেন।

  • কী কী থাকবে এই উৎসব প্যাকেজে ?

রাজ্য খাদ্য সরবরাহ দফতরের এক আধিকারিক জানান এই প্যাকেজে ময়দা, চিনি এবং তেল বরাদ্দ করা হয়েছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, "শারদোৎসব, কালীপুজো, দীপাবলি এবং ছটপুজো উপলক্ষে খাদ্য ও সরবরাহ দফতরের উদ্যোগ অন্ত্যোদয় অন্নযোজনার (AAY) আওতায় থাকা পরিবাররা এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবাররা (SPHH) ময়দা, চিনি এবং তেল পাবেন।" এই প্যাকেজে যা যা পাওয়া যাবে, দেখে নিন...

  • 1 কিলো ভরতুকিযুক্ত ময়দা 29 টাকা কিলো দরে।
  • 1 কিলো ভরতুকিযুক্ত চিনি 32 টাকা কিলো দরে এবং
  • 1 লিটার কাচ্চিঘানি সরষের তেল 166 টাকা এবং 500 মিলিলিটার 89 টাকা
  • 1 লিটার পাম অয়েল 138 টাকা এবং 500 মিলিলিটার 70 টাকা

আগামিকাল অর্থাৎ 23 সেপ্টেম্বর 2022 থেকে 30 অক্টোবর 2022 পর্যন্ত বরাদ্দ করা হয়েছে এই পুজো প্যাকেজে ৷ দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমেই এই সামগ্রী বিভিন্ন গ্রামের পাড়ায় থেকে গ্রাহকরা সংগ্রহ করতে পারবেন। রাজ্য খাদ্য দফতরের এক আধিকারিক জানান, রাজ্য সরকার সর্বদা গ্রাহক সুবিধার চেষ্টা করছে। অযথা হয়রানি এড়াতে রেশন ডিলারদের মধ্যে সমতা আনার প্রক্রিয়া শুরু হয়েছে। একজন রেশন ডিলারের কাছে 5-6 হাজারের বেশি গ্রাহক রাখা হবে না।

আরও পড়ুন: ডিলারদের মধ্যে গ্রাহক সংখ্যায় সমতা আনতে উদ্যোগী রাজ্য খাদ্য দফতর

তিনি আরও জানান, তাই যেখানে, যেখানে গ্রাহক সংখ্যার তুলনায় ডিলার সংখ্যা অনেক কম সেখানে নতুন ডিলার নিয়োগ হবে। লাইসেন্স দেওয়া হবে সরকারি নির্দেশ, আইন মেনে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানান রাজ্য খাদ্য দফতরের ডিডিপিএস অজয় ভট্টাচার্য। তিনি বলেন, "রেশন ডিলার সংখ্যা বাড়ানোর পাশাপাশি ডিস্ট্রিবিউটর বাড়ানো হবে। ইতিমধ্যে আমরা বহুবার নতুন ডিলার ও ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া শুরু করেছি।"

কলকাতা, 22 সেপ্টেম্বর: ইউনেসকোর (UNESCO) স্বীকৃতি পাওয়ার পরই প্রায় একমাস আগে রাজ্যে দুর্গোৎসব ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) । খরচ বৃদ্ধির কারণে পুজোর অনুদানও বাড়িয়েছেন তিনি। এবার মহলয়ার আগে থেকেই রেশনে পুজো প্যাকেজ (Ration Package For Puja) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামিকাল অর্থাৎ, 23 সেপ্টেম্বর থেকে প্রত্যেক গ্রাহক তাঁর নিকটবর্তী রেশন ডিলারের থেকে এই পুজো প্যাকেজ পাবেন।

  • কী কী থাকবে এই উৎসব প্যাকেজে ?

রাজ্য খাদ্য সরবরাহ দফতরের এক আধিকারিক জানান এই প্যাকেজে ময়দা, চিনি এবং তেল বরাদ্দ করা হয়েছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, "শারদোৎসব, কালীপুজো, দীপাবলি এবং ছটপুজো উপলক্ষে খাদ্য ও সরবরাহ দফতরের উদ্যোগ অন্ত্যোদয় অন্নযোজনার (AAY) আওতায় থাকা পরিবাররা এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবাররা (SPHH) ময়দা, চিনি এবং তেল পাবেন।" এই প্যাকেজে যা যা পাওয়া যাবে, দেখে নিন...

  • 1 কিলো ভরতুকিযুক্ত ময়দা 29 টাকা কিলো দরে।
  • 1 কিলো ভরতুকিযুক্ত চিনি 32 টাকা কিলো দরে এবং
  • 1 লিটার কাচ্চিঘানি সরষের তেল 166 টাকা এবং 500 মিলিলিটার 89 টাকা
  • 1 লিটার পাম অয়েল 138 টাকা এবং 500 মিলিলিটার 70 টাকা

আগামিকাল অর্থাৎ 23 সেপ্টেম্বর 2022 থেকে 30 অক্টোবর 2022 পর্যন্ত বরাদ্দ করা হয়েছে এই পুজো প্যাকেজে ৷ দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমেই এই সামগ্রী বিভিন্ন গ্রামের পাড়ায় থেকে গ্রাহকরা সংগ্রহ করতে পারবেন। রাজ্য খাদ্য দফতরের এক আধিকারিক জানান, রাজ্য সরকার সর্বদা গ্রাহক সুবিধার চেষ্টা করছে। অযথা হয়রানি এড়াতে রেশন ডিলারদের মধ্যে সমতা আনার প্রক্রিয়া শুরু হয়েছে। একজন রেশন ডিলারের কাছে 5-6 হাজারের বেশি গ্রাহক রাখা হবে না।

আরও পড়ুন: ডিলারদের মধ্যে গ্রাহক সংখ্যায় সমতা আনতে উদ্যোগী রাজ্য খাদ্য দফতর

তিনি আরও জানান, তাই যেখানে, যেখানে গ্রাহক সংখ্যার তুলনায় ডিলার সংখ্যা অনেক কম সেখানে নতুন ডিলার নিয়োগ হবে। লাইসেন্স দেওয়া হবে সরকারি নির্দেশ, আইন মেনে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানান রাজ্য খাদ্য দফতরের ডিডিপিএস অজয় ভট্টাচার্য। তিনি বলেন, "রেশন ডিলার সংখ্যা বাড়ানোর পাশাপাশি ডিস্ট্রিবিউটর বাড়ানো হবে। ইতিমধ্যে আমরা বহুবার নতুন ডিলার ও ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া শুরু করেছি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.