ETV Bharat / state

Tribute to Lata Mangeshkar: রামকৃপালের আঁকা ছবিতে লতার জীবন উদযাপন, শহরে এমন প্রদর্শনী এই প্রথম

author img

By

Published : Feb 20, 2023, 6:54 PM IST

চিত্রকর রামকৃপাল নামদেওয়ের আঁকা ছবিতে লতা মঙ্গেশকরের (Tribute to Lata Mangeshkar) জীবন উদযাপন ৷ কলকাতায় এই প্রথম বার হতে চলেছে এমন প্রদর্শনী ৷

Lata Mangeshkar paintings ETV Bharat
রামকৃপাল নামদেওয়ের আঁকা ছবি

কলকাতা, 20 ফেব্রুয়ারি: সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Tribute to Lata Mangeshkar) পছন্দের শহর ছিল কলকাতা । আর এ বার এই কলকাতার বুকেই তাঁর জীবনের কিছু সেরা মুহূর্তকে রঙ তুলিতে বন্দি করে কলকাতার বুকে হতে চলেছে চিত্র প্রদর্শনী । তাঁর জীবনের সেই সব সেরা মুহূর্তকে এঁকেছেন 'লিমকা বুক অফ রেকর্ডস' খ্যাত বিখ্যাত চিত্রকর রামকৃপাল নামদেও (Ramkripal Namdeol Paintings)।

আগামী 22 ফেব্রুয়ারি-26 ফেব্রুয়ারি, 2023 যামিনী রায় আর্ট গ্যালারিতে (ICCR) চলবে এই প্রদর্শনী । 'চিত্রলতিকা' শীর্ষক এই একক চিত্র প্রদর্শনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ হলেন লতা মঙ্গেশকর (Ramkripal Namdeol Celebrates Lata Mangeshkar)। হ্যাঁ, লতা মঙ্গেশকরের সঙ্গীতের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের অনেক ছবি এঁকেছেন রামকৃপাল ।

Lata Mangeshkar paintings ETV Bharat
রামকৃপাল নামদেওয়ের আঁকা ছবি

রামকৃপাল লতাজির এমন একটি ছবি তৈরি করেছেন যাতে শিল্পী, রাজনীতিবিদ-সহ আরও নানা মহলের বিশিষ্টদের মধ্যে থেকে 1436টি জনপ্রিয় মুখ রয়েছে । এই ছবিটি 'এশিয়া বুক অফ রেকর্ডস' এবং 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস 2019'-এ অন্তর্ভুক্ত হয়েছে । 2013 সাল থেকে রামকৃপাল লতাজির উপর ভিত্তি করে বিভিন্ন চিত্রকর্ম করছেন এবং এখনও পর্যন্ত প্রায় পঞ্চাশটি ছবি এঁকেছেন এবং এই অনুশীলন এখনও অব্যাহত ।

Lata Mangeshkar paintings ETV Bharat
কলকাতায় রামকৃপাল নামদেওয়ের প্রদর্শনী

লতাজির অন্যতম প্রিয় শহর কলকাতায় প্রথমবারের মতো এরকমই প্রায় চল্লিশটি চিত্রকর্ম প্রদর্শিত হবে এ বার । রামকৃপাল নামদেওয়ের কথায়, "গত বছর 6 ফেব্রুয়ারি সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর চলে গেলেন । আমিও সেই সময় মুম্বইতে ছিলাম । তাই আমি তাঁর শেষ যাত্রায় যোগ দিতে পারি । দিদি হয়তো আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তাঁর মিষ্টি, হৃদয় ছুঁয়ে যাওয়া কণ্ঠস্বর সবসময় মনে থেকে যাবে ৷ আমার আন্তরিক ইচ্ছা আমি সারাজীবন লতাদিদির ছবি আঁকব নানা সময়ে ।"

Lata Mangeshkar paintings ETV Bharat
লতা মঙ্গেশকরের ছবিতে প্রদর্শনী

আরও পড়ুন: লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা, প্রথম মৃত্যু বার্ষিকীতে স্যান্ড আর্ট সুদর্শন পট্টনায়কের

জানা গিয়েছে, 'চিত্রলতিকা' মূলত ভারতরত্ন লতা মঙ্গেশকরের উপর ভিত্তি করে তৈরি ৷ 14তম 'চিত্রলতিকা' প্রদর্শনীটি এ বছর উদ্বোধন করবেন প্রখ্যাত লতা বিষয়ক সঙ্গীত গবেষক, 'লতা গীতকোষ'-এর সংকলক স্নেহাশিস চট্টোপাধ্যায়, পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়, ভারত থেকে গ্র্যামির জুরি সদস্যদের অন্যতম, জিমা পুরষ্কৃত বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সুরকার তথা প্রখ্যাত সংগীত শিল্পী সৌম্য দাশগুপ্ত এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব ।

Lata Mangeshkar paintings ETV Bharat
লতার জীবন উদযাপন

প্রসঙ্গত, শিল্পের ক্ষেত্রে রামকৃপালের যাত্রা শৈশবেই শুরু হয়েছিল ৷ তাঁর ঠাকুমা তাঁর বাড়ির আঙিনায় গোবর এবং সাদা মাটি (চুই) দিয়ে খুব সুন্দর ছবি আঁকতেন ৷ কখনও কখনও তিনি দেওয়ালে সুন্দর মাটির শিল্পকর্ম করতেন । বাড়ির দরজার চৌকাঠের ওপাশে দাঁড়িয়ে রামকৃপাল তাঁর সেই শিল্পকর্ম দেখতেন । এলাকার সমবয়সী ছেলেমেয়েদের সঙ্গে মাটি নিয়ে খেলাও করতেন । তাঁর হাতের জাদুতে লতাজিকে দেখবে এ বার শহরবাসী । অপেক্ষা আর মাত্র দু'দিনের ।

কলকাতা, 20 ফেব্রুয়ারি: সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Tribute to Lata Mangeshkar) পছন্দের শহর ছিল কলকাতা । আর এ বার এই কলকাতার বুকেই তাঁর জীবনের কিছু সেরা মুহূর্তকে রঙ তুলিতে বন্দি করে কলকাতার বুকে হতে চলেছে চিত্র প্রদর্শনী । তাঁর জীবনের সেই সব সেরা মুহূর্তকে এঁকেছেন 'লিমকা বুক অফ রেকর্ডস' খ্যাত বিখ্যাত চিত্রকর রামকৃপাল নামদেও (Ramkripal Namdeol Paintings)।

আগামী 22 ফেব্রুয়ারি-26 ফেব্রুয়ারি, 2023 যামিনী রায় আর্ট গ্যালারিতে (ICCR) চলবে এই প্রদর্শনী । 'চিত্রলতিকা' শীর্ষক এই একক চিত্র প্রদর্শনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ হলেন লতা মঙ্গেশকর (Ramkripal Namdeol Celebrates Lata Mangeshkar)। হ্যাঁ, লতা মঙ্গেশকরের সঙ্গীতের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের অনেক ছবি এঁকেছেন রামকৃপাল ।

Lata Mangeshkar paintings ETV Bharat
রামকৃপাল নামদেওয়ের আঁকা ছবি

রামকৃপাল লতাজির এমন একটি ছবি তৈরি করেছেন যাতে শিল্পী, রাজনীতিবিদ-সহ আরও নানা মহলের বিশিষ্টদের মধ্যে থেকে 1436টি জনপ্রিয় মুখ রয়েছে । এই ছবিটি 'এশিয়া বুক অফ রেকর্ডস' এবং 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস 2019'-এ অন্তর্ভুক্ত হয়েছে । 2013 সাল থেকে রামকৃপাল লতাজির উপর ভিত্তি করে বিভিন্ন চিত্রকর্ম করছেন এবং এখনও পর্যন্ত প্রায় পঞ্চাশটি ছবি এঁকেছেন এবং এই অনুশীলন এখনও অব্যাহত ।

Lata Mangeshkar paintings ETV Bharat
কলকাতায় রামকৃপাল নামদেওয়ের প্রদর্শনী

লতাজির অন্যতম প্রিয় শহর কলকাতায় প্রথমবারের মতো এরকমই প্রায় চল্লিশটি চিত্রকর্ম প্রদর্শিত হবে এ বার । রামকৃপাল নামদেওয়ের কথায়, "গত বছর 6 ফেব্রুয়ারি সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর চলে গেলেন । আমিও সেই সময় মুম্বইতে ছিলাম । তাই আমি তাঁর শেষ যাত্রায় যোগ দিতে পারি । দিদি হয়তো আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তাঁর মিষ্টি, হৃদয় ছুঁয়ে যাওয়া কণ্ঠস্বর সবসময় মনে থেকে যাবে ৷ আমার আন্তরিক ইচ্ছা আমি সারাজীবন লতাদিদির ছবি আঁকব নানা সময়ে ।"

Lata Mangeshkar paintings ETV Bharat
লতা মঙ্গেশকরের ছবিতে প্রদর্শনী

আরও পড়ুন: লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা, প্রথম মৃত্যু বার্ষিকীতে স্যান্ড আর্ট সুদর্শন পট্টনায়কের

জানা গিয়েছে, 'চিত্রলতিকা' মূলত ভারতরত্ন লতা মঙ্গেশকরের উপর ভিত্তি করে তৈরি ৷ 14তম 'চিত্রলতিকা' প্রদর্শনীটি এ বছর উদ্বোধন করবেন প্রখ্যাত লতা বিষয়ক সঙ্গীত গবেষক, 'লতা গীতকোষ'-এর সংকলক স্নেহাশিস চট্টোপাধ্যায়, পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়, ভারত থেকে গ্র্যামির জুরি সদস্যদের অন্যতম, জিমা পুরষ্কৃত বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সুরকার তথা প্রখ্যাত সংগীত শিল্পী সৌম্য দাশগুপ্ত এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব ।

Lata Mangeshkar paintings ETV Bharat
লতার জীবন উদযাপন

প্রসঙ্গত, শিল্পের ক্ষেত্রে রামকৃপালের যাত্রা শৈশবেই শুরু হয়েছিল ৷ তাঁর ঠাকুমা তাঁর বাড়ির আঙিনায় গোবর এবং সাদা মাটি (চুই) দিয়ে খুব সুন্দর ছবি আঁকতেন ৷ কখনও কখনও তিনি দেওয়ালে সুন্দর মাটির শিল্পকর্ম করতেন । বাড়ির দরজার চৌকাঠের ওপাশে দাঁড়িয়ে রামকৃপাল তাঁর সেই শিল্পকর্ম দেখতেন । এলাকার সমবয়সী ছেলেমেয়েদের সঙ্গে মাটি নিয়ে খেলাও করতেন । তাঁর হাতের জাদুতে লতাজিকে দেখবে এ বার শহরবাসী । অপেক্ষা আর মাত্র দু'দিনের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.