ETV Bharat / state

কেন রাজীব কুমারকে ভিলেন বানানো হচ্ছে? প্রশ্ন আইনজীবীর - গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দৈনন্দিন ভিত্তিতে বাড়ানো হবে

রাজীব কুমারের গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ আরও একদিন বাড়ল ৷ শেষ নির্দেশ অনুযায়ী, 28 অগাস্ট পর্যন্ত রাজীব কুমারের সুরক্ষা কবচ বহাল রাখা হয়েছিল ৷ বিচারপতি জানিয়েছেন, এবার থেকে গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দৈনন্দিন ভিত্তিতে বাড়ানো হবে ৷ যাতে দ্রুত শেষ হয় এই মামলার শুনানি ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 28, 2019, 7:44 PM IST

কলকাতা, 28 অগাস্ট : রাজীব কুমারের গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ আরও একদিন বাড়ল ৷ আজ এই নির্দেশ দেন বিচারপতি মধুমতী মিত্র ৷ এবার থেকে গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দৈনন্দিন ভিত্তিতে বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি ৷ যাতে দ্রুত শেষ হয় এই মামলার শুনানি । শেষ নির্দেশ অনুযায়ী, 28 অগাস্ট পর্যন্ত রাজীব কুমারের সুরক্ষা কবচ বহাল রাখা হয়েছিল ৷ তার সময়সীমা আজকেই শেষ হল ।

আজ রাজীব কুমার মামলার শুনানিতে মিলন মুখার্জি প্রশ্ন তোলেন, সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানীকে যখন গ্রেপ্তার করা হয়, তাদের কাছ থেকে মোট 5টি ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয় । 2014 সালের 21 ফেব্রুয়ারি দেবযানীকে তার দুটি ফোন এবং একটি ল্যাপটপ ফেরত দেওয়া হয়েছিল ৷ বাকি 3টি ফোন মালখানায় পড়ে রয়েছে । দেবযানীকে যখন তার ফোন ফেরত দেওয়া হয়েছিল, CBI-র তরফে কোনও আপত্তি জানানো হয়নি । তাহলে হঠাৎ 2017 সালে এসে ফোন ও ল্যাপটপের নথি বিকৃত করা হয়েছে বলে কেন তৎপর হল CBI ? শুনানি চলাকালীন আইনজীবী আরও বলেন, "4 জুন 2014 সালে সারদা মামলার তদন্ত শুরু করেছে CBI । সুদীপ্ত সেন একাধিক লোকের নাম জানিয়েছেন যার মধ্যে তাবড় তাবড় রাজনৈতিক নেতার নাম উঠে এসেছে । ল্যাপটপ ও মোবাইল ফোনের তথ্য যদি এতই প্রয়োজনীয় হয় তাহলে CBI এতদিন কী করছিল? রাজীব কুমারকে নিয়ে এত ভাবিত কেন? CBI-র হাতে ক্ষমতা আছে তাই তারা রাজীব কুমারকে গ্রেপ্তার করতে ব্যস্ত । কিন্তু আজ পর্যন্ত কোনও প্রমাণপত্র কি CBI দেখাতে পেরেছে? কেন রাজীবকে ভিলেন বানানো হচ্ছে? "

বিচারপতি মধুমতী মিত্র রাজীব কুমারের আইনজীবী মিলন মুখার্জিকে তাঁর বক্তব্য দ্রুত শেষ করার জন্য বলেন । কিন্তু মিলন মুখার্জি জানান, আগামীকালের মধ্যে তিনি তাঁর বক্তব্য শেষ করার চেষ্টা করবেন । তবে, পরশুদিনের আগে বক্তব্য শেষ হবে বলে মনে হয় না ৷ এরপর CBI-র তরফে আইনজীবী শুরু করবেন তাঁর বক্তব্য । তাই আরও একদিন বাড়ল স্থগিতাদেশ ৷

এর আগে বিচারপতি মধুমতী মিত্র 20 অগাস্ট পর্যন্ত সুরক্ষা কবচের মেয়াদ বাড়িয়েছিলেন । পাশাপাশি তিনি নির্দেশ দেন, CBI যদি কোনও নোটিশ ইশু করে দেখা করতে বলে, তাহলে তদন্তে সহযোগিতার জন্য রাজীব কুমারকে কলকাতার বাইরে CBI টিমের সঙ্গে দেখা করতে যেতে হতে পারে । এর আগে বিচারপতি জানিয়েছিলেন 19 অগাস্ট পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত থাকবে । পরে তা বাড়িয়ে 28 অগাস্ট পর্যন্ত করা হয় ৷

কলকাতা, 28 অগাস্ট : রাজীব কুমারের গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ আরও একদিন বাড়ল ৷ আজ এই নির্দেশ দেন বিচারপতি মধুমতী মিত্র ৷ এবার থেকে গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দৈনন্দিন ভিত্তিতে বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি ৷ যাতে দ্রুত শেষ হয় এই মামলার শুনানি । শেষ নির্দেশ অনুযায়ী, 28 অগাস্ট পর্যন্ত রাজীব কুমারের সুরক্ষা কবচ বহাল রাখা হয়েছিল ৷ তার সময়সীমা আজকেই শেষ হল ।

আজ রাজীব কুমার মামলার শুনানিতে মিলন মুখার্জি প্রশ্ন তোলেন, সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানীকে যখন গ্রেপ্তার করা হয়, তাদের কাছ থেকে মোট 5টি ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয় । 2014 সালের 21 ফেব্রুয়ারি দেবযানীকে তার দুটি ফোন এবং একটি ল্যাপটপ ফেরত দেওয়া হয়েছিল ৷ বাকি 3টি ফোন মালখানায় পড়ে রয়েছে । দেবযানীকে যখন তার ফোন ফেরত দেওয়া হয়েছিল, CBI-র তরফে কোনও আপত্তি জানানো হয়নি । তাহলে হঠাৎ 2017 সালে এসে ফোন ও ল্যাপটপের নথি বিকৃত করা হয়েছে বলে কেন তৎপর হল CBI ? শুনানি চলাকালীন আইনজীবী আরও বলেন, "4 জুন 2014 সালে সারদা মামলার তদন্ত শুরু করেছে CBI । সুদীপ্ত সেন একাধিক লোকের নাম জানিয়েছেন যার মধ্যে তাবড় তাবড় রাজনৈতিক নেতার নাম উঠে এসেছে । ল্যাপটপ ও মোবাইল ফোনের তথ্য যদি এতই প্রয়োজনীয় হয় তাহলে CBI এতদিন কী করছিল? রাজীব কুমারকে নিয়ে এত ভাবিত কেন? CBI-র হাতে ক্ষমতা আছে তাই তারা রাজীব কুমারকে গ্রেপ্তার করতে ব্যস্ত । কিন্তু আজ পর্যন্ত কোনও প্রমাণপত্র কি CBI দেখাতে পেরেছে? কেন রাজীবকে ভিলেন বানানো হচ্ছে? "

বিচারপতি মধুমতী মিত্র রাজীব কুমারের আইনজীবী মিলন মুখার্জিকে তাঁর বক্তব্য দ্রুত শেষ করার জন্য বলেন । কিন্তু মিলন মুখার্জি জানান, আগামীকালের মধ্যে তিনি তাঁর বক্তব্য শেষ করার চেষ্টা করবেন । তবে, পরশুদিনের আগে বক্তব্য শেষ হবে বলে মনে হয় না ৷ এরপর CBI-র তরফে আইনজীবী শুরু করবেন তাঁর বক্তব্য । তাই আরও একদিন বাড়ল স্থগিতাদেশ ৷

এর আগে বিচারপতি মধুমতী মিত্র 20 অগাস্ট পর্যন্ত সুরক্ষা কবচের মেয়াদ বাড়িয়েছিলেন । পাশাপাশি তিনি নির্দেশ দেন, CBI যদি কোনও নোটিশ ইশু করে দেখা করতে বলে, তাহলে তদন্তে সহযোগিতার জন্য রাজীব কুমারকে কলকাতার বাইরে CBI টিমের সঙ্গে দেখা করতে যেতে হতে পারে । এর আগে বিচারপতি জানিয়েছিলেন 19 অগাস্ট পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত থাকবে । পরে তা বাড়িয়ে 28 অগাস্ট পর্যন্ত করা হয় ৷

Intro:রাজীব কুমারের গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ আরো একদিনের জন্য বাড়ালো হাইকোর্ট Body:মানস নস্কর---


রাজীব কুমারের গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দৈনন্দিন ভিত্তিতে বাড়ানো হবে , দ্রুত শেষ করতে হবে শুনানি বললেন বিচারপতি


কলকাতা ২৮ অগাস্ট ঃ
সারদা চিটফান্ডের মালিক সুদীপ্ত সেন ও দেবযানীকে যখন গ্রেফতার করা হয়, তাদের থেকে মোট ৫টা ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার হয়। দেবযানীকে তার দুটি ফোন এবং একটি ল্যাপটপ ফেরত দেওয়া হয়েছিল ২১ ফেব্রুয়ারি ২০১৪ তে। বাকি ৩ টি ফোন মালখানায় পড়ে রয়েছে। দেবযানীকে যখন তার ফোন ফেরত দেওয়া হয়েছিল, cbi র তরফে কোনো আপত্তি জানানো হয় নি।২০১৭ সালে এসে সিবিআই হটাৎ তৎপর হয়ে পড়লো ফোন ও ল্যাপটপের নথি বিকৃত করা হয়েছে বলে?রাজীব কুমার মামলার শুনানিতে প্রশ্ন মিলন মুখার্জির।

রাজীব কুমারের গ্রেপ্তারের উপর যে স্থগিতাদেশ ছিল সেটা আরো একদিন বাড়ালেন বিচারপতি।
হাইকোর্ট রাজীব কুমারের গ্রেফতারের উপর যে স্থগিতাদেশ দিয়েছিল তার সময়সীমা আজকেই শেষ হলো। এবার থেকে গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দৈনন্দিন ভিত্তিতে বাড়ানো হবে বলে জানালেন বিচারপতি। যাতে দ্রুত শেষ হয় এই মামলার শুনানি।

আজ মামলার শুনানিতে রাজীব কুমারের তরফে আইনজীবী মিলন মুখার্জি আরো বলেন, "৪ জুন ২০১৪ সালে সিবিআই তদন্ত শুরু করেছে সারদা মামলার। সুদীপ্ত সেন একাধিক লোকের নাম জানিয়েছেন যার মধ্যে তাবড় তাবড় রাজনৈতিক নেতার নাম উঠে এসেছে। সিবিআই কি করেছে?ল্যাপটপ ও মোবাইল ফোনের তথ্য যদি এতই প্রয়োজনীয় হয় তাহলে সিবিআই এতোদিন কি করছিল?সিবিআই রাজীব কুমারকে নিয়ে এতো ভাবিত কেন?সিবিআইয়ের হাতে ক্ষমতা আছে তাই তারা রাজীব কুমারকে গ্রেপ্তার করতে ব্যস্ত।কিন্ত কোনো বাস্তব সন্মত প্রমানপত্র কি সিবিআই আজ পর্যন্ত দেখাতে পেরেছে? কেন রাজীবকে ভিলেন বানানো হচ্ছে? "

আজ আবার বিচারপতি মধুমতী মিত্র রাজীব কুমারের আইনজীবী মিলন মুখার্জিকে তার বক্তব্য দ্রুত শেষ করার জন্য বলেন।কিন্ত মিলন মুখার্জি জানালেন আগামীকালের মধ্যে তিনি তার বক্তব্য শেষ করার চেষ্টা করবেন।তবে আগামী পরশুদিনের আগে তিনি শেষ করতে পারবেন বলে মনে হয় না।এরপর সিবিআইয়ের তরফে আইনজীবী শুরু করবেন তার বক্তব্য। Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.