ETV Bharat / state

Rajanya Haldar On Rudranil Ghosh: রুদ্রনীলের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, থানায় তৃণমূলের রাজন্যা - রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে অভিযোগ

বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদার ৷ একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে রাজন্যার নাম করে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে শনিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ৷

Etv Bharat
রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে থানায় তৃণমূলের রাজন্যা
author img

By

Published : Aug 5, 2023, 10:43 PM IST

রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের

সোনারপুর, 5 অগস্ট: বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে শনিবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের যুব নেত্রী রাজন্যা হালদার। সম্প্রতি তৃণমূলের 21 জুলাইয়ের সভায় বক্তব্য রাখেন তৃণমূলের ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার যুব সহ সভাপতি রাজন্যা। তার বক্তব্য ভাইরাল হয় সমাজ মাধ্যমে। চর্চা শুরু হয় যুব নেত্রীকে নিয়ে। এরপরেই একটি সংবাদমাধ্যমে রাজন্যাকে নিয়ে মন্তব্য করেন বিজেপি নেতা রুদ্রনীল।

এই মন্তব্য সামনে আসার পরেই প্রতিবাদে সরব হন তৃণমূলের যুবনেত্রী রাজন্যা ৷ এদিন থানায় অভিযোগ জানিয়ে রাজন্যা বলেন, "বিজেপি মা-বোনদের সম্মান করতে পারে না। মণিপুরে ওরা মহিলাদের উপর অত্যাচার করছে। সেই সংস্কৃতি এখানে নিয়ে আসতে চাইছে। কিন্তু বাংলায় এই জিনিস চলবে না।" রুদ্রনীল ঘোষ একজন শিল্পী হয়ে কী ভাবে এই কথা বলেন, সেই প্রশ্ন তোলেন তিনি। দলের নির্দেশেই থানায় অভিযোগ জানাতে এসেছেন বলেও জানান রাজন্যা। পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির 500, 506, 509 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

অনুষ্ঠানে রুদ্রনীল বলেন, "রাজন্যা বোনের বাড়িতেও অর্পিতার মতো 50 কোটি টাকা ঢুকিয়ে দেবে বলে তৃণমূল নেতারা নিজেরা মারামারি করছে।" তিনি আরও বলেন, "এমনি এমনি ওই মঞ্চে ওঠা যায় না। অনেক কষ্ট করে ওঠা যায়। রাজন্যা বোনকে বলব, আপনার মধ্যে সম্ভাবনা খুঁজে পাওয়া গিয়েছে। খুব সতর্ক এবং সাবধান থাকবেন। আপনার ঘরের ভেতরে কতটা জায়গা আছে সেটা না জানলে ওরা টাকা ঢোকাতে পারবে না।"

আরও পড়ুন: ঘনিষ্ঠ অবস্থায় বান্ধবীর সঙ্গে ধরা পড়লেন তৃণমূল নেতা ! ভাইরাল ভিডিয়ো ঘিরে হইচই মালদায়

তিনি আরও বলেন, "নিজের ঘরের দরজাটা ভাল করে এঁটে বন্ধ করে রেখো। তোমার ঘর কত বড়, সেখানে 1, 2 কোটি, 50 কোটি ঢোকানো যাবে কি না, তা দেখে নিচ্ছে। সেসব টাকা তোমার ঘরে ঢোকানো হবে। তবেই দলে তোমার জায়গা পাকা হবে। এই মুহূর্তে তোমার কী কী আছে আর কী কী নেই, সেসব দেখা হচ্ছে। তোমার আশেপাশে দেবাংশুকে দেখে বুঝে নাও।"

রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের

সোনারপুর, 5 অগস্ট: বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে শনিবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের যুব নেত্রী রাজন্যা হালদার। সম্প্রতি তৃণমূলের 21 জুলাইয়ের সভায় বক্তব্য রাখেন তৃণমূলের ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার যুব সহ সভাপতি রাজন্যা। তার বক্তব্য ভাইরাল হয় সমাজ মাধ্যমে। চর্চা শুরু হয় যুব নেত্রীকে নিয়ে। এরপরেই একটি সংবাদমাধ্যমে রাজন্যাকে নিয়ে মন্তব্য করেন বিজেপি নেতা রুদ্রনীল।

এই মন্তব্য সামনে আসার পরেই প্রতিবাদে সরব হন তৃণমূলের যুবনেত্রী রাজন্যা ৷ এদিন থানায় অভিযোগ জানিয়ে রাজন্যা বলেন, "বিজেপি মা-বোনদের সম্মান করতে পারে না। মণিপুরে ওরা মহিলাদের উপর অত্যাচার করছে। সেই সংস্কৃতি এখানে নিয়ে আসতে চাইছে। কিন্তু বাংলায় এই জিনিস চলবে না।" রুদ্রনীল ঘোষ একজন শিল্পী হয়ে কী ভাবে এই কথা বলেন, সেই প্রশ্ন তোলেন তিনি। দলের নির্দেশেই থানায় অভিযোগ জানাতে এসেছেন বলেও জানান রাজন্যা। পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির 500, 506, 509 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

অনুষ্ঠানে রুদ্রনীল বলেন, "রাজন্যা বোনের বাড়িতেও অর্পিতার মতো 50 কোটি টাকা ঢুকিয়ে দেবে বলে তৃণমূল নেতারা নিজেরা মারামারি করছে।" তিনি আরও বলেন, "এমনি এমনি ওই মঞ্চে ওঠা যায় না। অনেক কষ্ট করে ওঠা যায়। রাজন্যা বোনকে বলব, আপনার মধ্যে সম্ভাবনা খুঁজে পাওয়া গিয়েছে। খুব সতর্ক এবং সাবধান থাকবেন। আপনার ঘরের ভেতরে কতটা জায়গা আছে সেটা না জানলে ওরা টাকা ঢোকাতে পারবে না।"

আরও পড়ুন: ঘনিষ্ঠ অবস্থায় বান্ধবীর সঙ্গে ধরা পড়লেন তৃণমূল নেতা ! ভাইরাল ভিডিয়ো ঘিরে হইচই মালদায়

তিনি আরও বলেন, "নিজের ঘরের দরজাটা ভাল করে এঁটে বন্ধ করে রেখো। তোমার ঘর কত বড়, সেখানে 1, 2 কোটি, 50 কোটি ঢোকানো যাবে কি না, তা দেখে নিচ্ছে। সেসব টাকা তোমার ঘরে ঢোকানো হবে। তবেই দলে তোমার জায়গা পাকা হবে। এই মুহূর্তে তোমার কী কী আছে আর কী কী নেই, সেসব দেখা হচ্ছে। তোমার আশেপাশে দেবাংশুকে দেখে বুঝে নাও।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.