ETV Bharat / state

West Bengal Weather Update : দাবদাহ থেকে মিলবে মুক্তি, পয়লা বৈশাখের আগেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

রাজ্যের দুই জায়গায় উপনির্বাচন ৷ ভোটের উত্তাপের পাশাপাশি বাড়বে গরম ৷ কারণ আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই ৷ শুষ্ক আবহাওয়ার নাভিশ্বাসেই চলবে ভোটগ্রহণ ৷ উত্তরবঙ্গে জারি থাকবে বৃষ্টিপাত (West Bengal Weather Update) ৷

west bengals weather
বাংলার আবহাওয়া
author img

By

Published : Apr 12, 2022, 7:35 AM IST

কলকাতা, 12 এপ্রিল : বাংলা নববর্ষের শুরুতেই অপেক্ষার অবসান । বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে (Weather Update of West Bengal) । অন্তত তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস ৷ আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, "আজ ও আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে (Rain Forecast in west bengal) । শুধুমাত্র পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ওড়িশা সংলগ্ন এলাকাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 13 এপ্রিল মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে । 14 এবং 15 এপ্রিল গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ এর মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।"

আপাতত তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস । শুধুমাত্র দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপমাত্রা একটু বেশি থাকবে । প্রায় 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছবে পারদ ৷ উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে । হাওয়া অফিসের বলছে, আগামী 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ কমলেও 13 এপ্রিল থেকে ফের বৃষ্টি বাড়বে । সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 12th April : ভাল ভাবে দিন শুরু না হলেও, দ্বিতীয় ভাগে নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের জন্য দিনটি ভাল যাবে

উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রভাব একটু বেশি থাকবে ৷ 14 ও 15 এপ্রিল এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সোমবার সারাটা দিন প্রখর রোদে পুড়েছে দক্ষিণবঙ্গ । এদিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 27.3 ডিগ্রি সেলসিয়াসে ছিল । আজ, মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : KMC Fire Audit : ফায়ার অডিটকে ঢাল করেই কি নথি নষ্টের পরিকল্পনা কলকাতা পৌরনিগমের

কলকাতা, 12 এপ্রিল : বাংলা নববর্ষের শুরুতেই অপেক্ষার অবসান । বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে (Weather Update of West Bengal) । অন্তত তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস ৷ আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, "আজ ও আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে (Rain Forecast in west bengal) । শুধুমাত্র পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ওড়িশা সংলগ্ন এলাকাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 13 এপ্রিল মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে । 14 এবং 15 এপ্রিল গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ এর মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।"

আপাতত তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস । শুধুমাত্র দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপমাত্রা একটু বেশি থাকবে । প্রায় 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছবে পারদ ৷ উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে । হাওয়া অফিসের বলছে, আগামী 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ কমলেও 13 এপ্রিল থেকে ফের বৃষ্টি বাড়বে । সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 12th April : ভাল ভাবে দিন শুরু না হলেও, দ্বিতীয় ভাগে নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের জন্য দিনটি ভাল যাবে

উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রভাব একটু বেশি থাকবে ৷ 14 ও 15 এপ্রিল এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সোমবার সারাটা দিন প্রখর রোদে পুড়েছে দক্ষিণবঙ্গ । এদিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 27.3 ডিগ্রি সেলসিয়াসে ছিল । আজ, মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : KMC Fire Audit : ফায়ার অডিটকে ঢাল করেই কি নথি নষ্টের পরিকল্পনা কলকাতা পৌরনিগমের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.