ETV Bharat / state

West Bengal Weather Update: নিম্নচাপের জেরে আজ থেকে বাড়বে বৃষ্টি, গরম থেকে রেহাই মেলার আশা

গরম থেকে কিছুটা রেহাই পেতে পারে দক্ষিণবঙ্গবাসী ৷ বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ ৷ তার জেরেই ভিজবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ৷

ETV Bharat
বৃষ্টির পূর্বাভাস
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 9:39 AM IST

Updated : Sep 3, 2023, 9:49 AM IST

কেমন থাকবে আবহাওয়া জানাচ্ছেন আবহাওয়া অফিসের আধিকারিক

কলকাতা, 3 সেপ্টেম্বর: মেঘলা আকাশ আর তার সঙ্গে আচমকা প্রবল বৃষ্টি। এককথায় শনিবারের এরকমই ছিল কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি। তার জেরে গত কয়েক দিন ধরে চলতে থাকা আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম খানিকটা হলেও কমেছে। শুধু কলকাতা এবং তার আশেপাশেই নয়, এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হয়েছে। আজ রবিবার সেই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের আধিকারিক গণেশচন্দ্র দাস ৷

তাঁর কথায়, "উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ৷ এছাড়া মৌসুমী অক্ষরেখাও উত্তরবঙ্গের উপরে রয়েছে। 3 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ৷ 5 সেপ্টেম্বর মঙ্গলবার তা নিম্নচাপে পরিণত হতে পারে ৷ দক্ষিণ 24 পরগনার তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি উপরে ছিল এবং উত্তরবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে । তার কারণ সেভাবে বৃষ্টি হয়নি । আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।"

জানা গিয়েছে, আজ থেকে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর ও নদিয়ার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। তার ফলে উত্তরবঙ্গে তাপমাত্রা কমতে পারে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে আর তার সঙ্গে হালকা থাকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বেশি সময় ধরে হলেও তার পরিমাণ খুব একটা বেশি হবে না।

শনিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 92 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 22.2 মিলিমিটার। আজ রবিবার দিনের আকাশ মেঘলা থাকবে। পাশপাশি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুন : ওড়িশায় একদিনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কমপক্ষে 10 জনের, আহত 3

কেমন থাকবে আবহাওয়া জানাচ্ছেন আবহাওয়া অফিসের আধিকারিক

কলকাতা, 3 সেপ্টেম্বর: মেঘলা আকাশ আর তার সঙ্গে আচমকা প্রবল বৃষ্টি। এককথায় শনিবারের এরকমই ছিল কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি। তার জেরে গত কয়েক দিন ধরে চলতে থাকা আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম খানিকটা হলেও কমেছে। শুধু কলকাতা এবং তার আশেপাশেই নয়, এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হয়েছে। আজ রবিবার সেই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের আধিকারিক গণেশচন্দ্র দাস ৷

তাঁর কথায়, "উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ৷ এছাড়া মৌসুমী অক্ষরেখাও উত্তরবঙ্গের উপরে রয়েছে। 3 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ৷ 5 সেপ্টেম্বর মঙ্গলবার তা নিম্নচাপে পরিণত হতে পারে ৷ দক্ষিণ 24 পরগনার তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি উপরে ছিল এবং উত্তরবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে । তার কারণ সেভাবে বৃষ্টি হয়নি । আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।"

জানা গিয়েছে, আজ থেকে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর ও নদিয়ার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। তার ফলে উত্তরবঙ্গে তাপমাত্রা কমতে পারে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে আর তার সঙ্গে হালকা থাকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বেশি সময় ধরে হলেও তার পরিমাণ খুব একটা বেশি হবে না।

শনিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 92 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 22.2 মিলিমিটার। আজ রবিবার দিনের আকাশ মেঘলা থাকবে। পাশপাশি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুন : ওড়িশায় একদিনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কমপক্ষে 10 জনের, আহত 3

Last Updated : Sep 3, 2023, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.