ETV Bharat / state

West Bengal Weather Update : উত্তরে অব্যাহত বৃষ্টি, দক্ষিণে আর্দ্রতাজনিত অস্বস্তি

author img

By

Published : Jun 9, 2022, 7:10 AM IST

ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করে গিয়েছে বর্ষা ৷ ফলস্বরূপ সেখানকার জেলাগুলোয় প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে ৷ অন্যদিকে, কপাল পুড়ছে দক্ষিণবঙ্গের ৷ প্যাচপ্যাচে গরমে বর্ষার দিকে চেয়ে দক্ষিণবঙ্গবাসী (West Bengal Weather Update) ৷

west bengals weather
বঙ্গের আবহাওয়া

কলকাতা, 9 জুন : বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে স্বস্তির আবহ উত্তরবঙ্গ জুড়ে । নিয়মিত ব্যবধানে পালা করে ঝড় বৃষ্টি হয়ে চলেছে উত্তরের পাঁচটি জেলা-সহ মালদা ও দুই দিনাজপুরে । ফলে গরমের সর্বোচ্চ তাপমাত্রার পারদ যেখানেই থাকুক না কেন উত্তরবঙ্গে ভরা জ্যৈষ্ঠেও ঠান্ডা ঠান্ডা কুলকুল । বঙ্গে বর্ষা প্রবেশ করলেও তা উত্তরবঙ্গেই আটকে রয়েছে এখনও । যার জন্য উত্তর ভিজলেও গরমে নাভিশ্বাস উঠছে দক্ষিণবঙ্গবাসীর (Rain will Continue in North and Humidity Discomfort Weather Forecast for South Bengal) ৷

আলিপুর আবহাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহের শেষ দিন অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে । ততদিন চাঁদিফাটা রোদ না হলেও প্যাচপ্যাচে গরমে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই থাকতে হবে দক্ষিণবঙ্গকে ৷

বুধবার সন্ধ্যায় তাপমাত্রা সামান্য কমলেও বাতাসে আর্দ্রতা ছিল । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 85 শতাংশ । বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে থাকবে । তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস ৷

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 9th June : আপনার দিন কেমন যাবে ? জানুন রাশিফলে

কলকাতা, 9 জুন : বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে স্বস্তির আবহ উত্তরবঙ্গ জুড়ে । নিয়মিত ব্যবধানে পালা করে ঝড় বৃষ্টি হয়ে চলেছে উত্তরের পাঁচটি জেলা-সহ মালদা ও দুই দিনাজপুরে । ফলে গরমের সর্বোচ্চ তাপমাত্রার পারদ যেখানেই থাকুক না কেন উত্তরবঙ্গে ভরা জ্যৈষ্ঠেও ঠান্ডা ঠান্ডা কুলকুল । বঙ্গে বর্ষা প্রবেশ করলেও তা উত্তরবঙ্গেই আটকে রয়েছে এখনও । যার জন্য উত্তর ভিজলেও গরমে নাভিশ্বাস উঠছে দক্ষিণবঙ্গবাসীর (Rain will Continue in North and Humidity Discomfort Weather Forecast for South Bengal) ৷

আলিপুর আবহাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহের শেষ দিন অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে । ততদিন চাঁদিফাটা রোদ না হলেও প্যাচপ্যাচে গরমে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই থাকতে হবে দক্ষিণবঙ্গকে ৷

বুধবার সন্ধ্যায় তাপমাত্রা সামান্য কমলেও বাতাসে আর্দ্রতা ছিল । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 85 শতাংশ । বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে থাকবে । তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস ৷

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 9th June : আপনার দিন কেমন যাবে ? জানুন রাশিফলে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.