কলকাতা, 2 এপ্রিল : কোরোনার ক্ষেত্রেও মৃতদেহ লোপাট ও সংখ্যা কমানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী । মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা । তিনি বলেন, "ডেঙ্গির ক্ষেত্রে যেভাবে মৃতদেহ চুরি ও রোগ লুকানোর চেষ্টা এই রাজ্য সরকার করেছিল, ঠিক সেভাবেই কোরোনার ক্ষেত্রেও মৃতদেহ লোপাট করছেন মুখ্যমন্ত্রী ।"
তিনি আরও বলেন, "যখন কোরোনায় সাতজনের টেস্ট পজ়িটিভ ধরা পড়েছে । সেই সংখ্যাটা তিনটে করার কাজ শুরু হয়েছে । এই সরকারের কি বিশ্বাসযোগ্যতা আছে, যে সরকার মৃতদেহকে প্রর্যন্ত লোপাট করে । এই সরকারের থেকে মানুষ কি প্রত্যাশা করে? কী বিশ্বাস যোগ্যতা আছে এই সরকারের?"
রাহুল সিনহা বলেন, "সারদা-নারদায় চুরি করতে করতে দুনিয়ায় চুরি করে । ডেঙ্গির চোর এখন কোরোনায় মৃতদেহ চুরি করতে ব্যস্ত । আমরা সরকারের এই জাতীয় নীতিকে ধিক্কার জানাই । যারা আক্রন্ত হয়েছে, তাদের সঠিক সংখ্যাটা সরকার প্রকাশ করুক । এখনও পর্যন্ত কোরোনায় যতজনের মৃত্যু হয়েছে সরকার সেটা প্রকাশ করুক । এটাই বাংলার মানুষ চায় ৷"