কলকাতা, 10 জানুয়ারি: সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার সর্বভারতীয় উপদেষ্টা কমিটির সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সভাপতি মন্ডলীর সদস্য রবীন দেব ভিয়েতনাম (Vietnam) যাচ্ছেন । প্যারিস শান্তি চুক্তির (Paris Peace Conference) 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি। অনুষ্ঠান হবে ভিয়েতনামের হ্যানয়ে ৷ সঙ্গে রয়েছে নানাবিধ কর্মসূচী ।
12 জানুয়ারি 50 বছর পূর্তি উদযাপন কর্মসূচীর উদ্বোধন হবে (50th anniversary celebration of Paris Peace Conference) । অংশ নেবেন ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা । ভিয়েতনাম ইউনিয়ন অফ ফ্রেন্ডশিপ আর্গানাইজেশনের আমন্ত্রণেই রবীন দেব হ্যানয় যাচ্ছেন । 18 তারিখ তিনি হ্যানয় থেকে রওনা দেবেন দেশের উদ্দেশে । প্রসঙ্গত, 10 বছর আগে প্যারিস চুক্তির 40 বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সম্মেলনেও ভারত থেকে রবীন দেব অংশ নিয়েছিলেন ।
1973 সালের 27 জানুয়ারি প্যারিসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর ভিয়েতনামের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় । এই চুক্তিতে বলা হয়, মার্কিন যুদ্ধবন্দিদের মুক্তি দেওয়া হবে । যুদ্ধ বিরতি কার্যকর করা হবে। ভিয়েতনাম থেকে সেনা প্রত্যাহার করবে আমেরিকা । চুক্তিতে স্বাক্ষর করলেও মার্কিন সামরিক অভিযান একেবারে বন্ধ হতে আরও সময় লাগে । প্যারিস শান্তি চুক্তি ভিয়েতনাম মুক্তি যুদ্ধের জয় লাভকেই সূচিত করে ।
আরও পড়ুন: 'শাসক শিবিরের অনেকে আমায় ভালোবাসেন', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
1975 সালের 30 এপ্রিল সায়গন (এখন নাম হোচিমিন শহর) মুক্ত হয় । মুক্ত হয় দক্ষিণ ভিয়েতনামও । আমেরিকার পুতুল প্রশাসনের হাত থেকে ভিয়েতনামের জনগণ চূড়ান্ত বিজয় লাভ করে । 1976 সালের 2 জুলাই উত্তর ও দক্ষিণের পুনর্মিলনের সূত্রে আত্মপ্রকাশ করে ভিয়েতনাম। বিশ্বের সবচেয়ে শক্তিধর সাম্রাজ্যবাদী দেশ সেদিন মাথা নত করেছিল হোচিমিনের উত্তরসূরীদের কাছে ।
আরও পড়ুন: বিচারপতির বাড়িতে পোস্টার দিয়ে নতুন তৃণমূলের ঘোষণা, কটাক্ষ সেলিমের