কলকাতা, 3 ডিসেম্বর : কলকাতা মেট্রোর (Kolkata Metro) যাত্রীদের জন্য সুখবর। এবার কুইক রেসপন্স কোড বা কিউআর কোড ব্যবহার করেও ইস্ট-ওয়েস্ট মেট্রোয় (East-West Metro Service) যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এমনটাই ঘোষণা করা হয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে।
শুক্রবার পরীক্ষামূলকভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় চালু হল এই কিউআর কোড ব্যবস্থা ৷ জানা গিয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় এই পরিষেবা সফল হলে যাত্রীদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে কলকাতা মেট্রোর অন্য রুটেও এই পরিষেবা চালু হবে ৷
আরও পড়ুন : Omicron Scare : ওমিক্রন আতঙ্কে রাজ্যে বিমান যাত্রীদের জন্য বাধ্যতামূলক আরটিপিসিআর টেস্ট
এদিন ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুটি স্টেশনে এই কিউআর কোড ব্যবস্থা পরিদর্শন করেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ জোশী। পুরো ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। নিজের স্মার্ট ফোনে কিইউআর কোড স্ক্যান করে সল্টলেক সেক্টর ফাইভ থেকে করুণাময়ী স্টেশন পর্যন্ত যান তিনি ৷ সংক্রমণের জেরে প্রায় 19 মাস বন্ধ থাকার পর সম্প্রতি আবার চালু হয়েছে টোকেন ব্যবস্থা ৷ এর আগে এদিন পর্যন্ত মেট্রোয় সফর করতে হলে স্মার্টকার্ড ব্যবহার সংব্যবহার করতে হত ৷ তবে এই নয়া পরিষেবা চালু হওয়ায় এবার ভিড়ে লাইনে না-দাঁড়িয়ে বা স্মার্ট কার্ড রিচার্জ না-করিয়েও স্মার্ট ফোনেই কিউআর কোড স্ক্যান করে মেট্রো সফর করতে পারবেন যাত্রীরা ৷