ETV Bharat / state

Durga Puja 2023: মণ্ডপে বেআইনি বিদ্যুৎ সংযোগ! কয়েক লক্ষ টাকার জরিমানা বিদ্যুৎ পর্ষদের

পুজোয় বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ করায় 1282 পুজো কমিটিকে মোটা অংকের টাকা জরিমানা করল বিদ্যুৎ বন্টন সংস্থা ৷ ছাড় দেওয়া সত্ত্বেও এ ধরনের কাজকে ভালো চেখে দেখছে না বিদ্যুৎ পর্ষদ ৷

Puja committees get fined
বেআইনি বিদ্যুৎ সংযোগ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 7:00 PM IST

Updated : Oct 23, 2023, 7:08 PM IST

কলকাতা, 23 অক্টোবর: পুজোর আগে রাজ্য সরকারের তরফে মিলেছে ছাড় থেকে সবরকম সহযোগিতা ৷ তা সত্ত্বেও মণ্ডপে মণ্ডপে বিদ্যুৎ চুরির ঘটা ৷ রাজ্যের বেশ কিছু পুজো মণ্ডপে বিদ্যুৎ চুরি করে ব্যবহার করেছে । তাই এবার তাদের জরিমানা করল বিদ্যুৎ পর্ষদ ৷ বেআইনি বিদ্যুৎ সংযোগের জন্য এই 1282টি পুজো কমিটিকে 18.67 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে ।

উৎসবের মরশুম চলছে রাজ্যে ৷ আজ মহানবমী । কিন্তু এই উৎসবের মধ্যেও রাজ্য সরকারের কয়েকটি দফতর নীরবে কাজ করে চলেছে । বিশেষ করে পুলিশ তথা স্বরাষ্ট্র দফতর, আলো তথা বিদ্যুৎ দফতর, জঞ্জাল তথা নিকাশি দায়িত্বে থাকা পুরো বিভাগ ৷ তাদের হাজার হাজার কর্মীরা রয়েছে কাজে । সোমবার রাজ্যের বিদ্যুৎ পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, সরকারের সবরকম সহযোগিতা সত্ত্বেও বেশ কিছু পুজো মণ্ডপ বেআইনিভাবে বিদ্যুৎ চুরি করে ব্যবহার করেছে । আর তাই এই কাজ করার জন্য বিদ্যুৎ বন্টন সংস্থা পুজো কমিটিগুলিকে জরিমানা আরোপ করেছে ৷

রাজ্যের বিদ্যুৎ পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এই এক হাজারের বেশি পুজো কমিটিকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই জরিমানা করা হয়েছে । রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা নোটিশ জারি করে এই কমিটিগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে । রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার এক শীর্ষ কর্তার কথায়, এবার পুজোয় অন্যান্য বছরের তুলনায় বিদ্যুৎ চুরির সংখ্যা কমেছে । তবে তা একদমই নির্মূল হয়ে যায়নি । এবার বেআইনিভাবে বিদ্যুৎ নেওয়ার অভিযোগে 1282টি পুজো কমিটিকে জরিমানা করা হয়েছে ।

আরও পড়ুন: নবমীতে বৃষ্টি! রাতে তীব্র যানজটের আশঙ্কা মহানগরে

জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরে বিদ্যুৎ বন্টন পর্ষদের কর্তারা রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট 7391টি পুজো মণ্ডপ পরিদর্শন করেন । এই পরিদর্শনের সময় কিছু ক্ষেত্রে বিদ্যুৎ চুরির বিষয়টি আধিকারিকদের নজরে এসেছে । আর এরপরেই 1282টি পুজো মণ্ডপে বেআইনিভাবে বিদ্যুতের লাইন টানার বিষয়ের রিপোর্ট করেছে । এক্ষেত্রে কোনও পুজোকেই রেয়াত করা হয়নি । বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগের কারণে তাদের বিরুদ্ধে মোটা অংকের অর্থের জরিমানা করা হয়েছে ।

উল্লেখ্য, প্রত্যেক বছর পুজো কমিটিগুলিকে বিদ্যুতের কালেকশনের জন্য নির্দিষ্ট পরিমাণ ছাড় দেওয়া হয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে যে বৈঠক করেন সেখানেই এই ছাড়ের বিষয়টি নির্দিষ্ট করা থাকে । তারপরেও এ ধরনের বিদ্যুৎ চুরির ঘটনা কোনভাবেই হালকা করে দেখছে না বিদ্যুৎ পর্ষদ ৷ আর সে কারণেই এই জরিমানা বলে জানা যাচ্ছে ।

কলকাতা, 23 অক্টোবর: পুজোর আগে রাজ্য সরকারের তরফে মিলেছে ছাড় থেকে সবরকম সহযোগিতা ৷ তা সত্ত্বেও মণ্ডপে মণ্ডপে বিদ্যুৎ চুরির ঘটা ৷ রাজ্যের বেশ কিছু পুজো মণ্ডপে বিদ্যুৎ চুরি করে ব্যবহার করেছে । তাই এবার তাদের জরিমানা করল বিদ্যুৎ পর্ষদ ৷ বেআইনি বিদ্যুৎ সংযোগের জন্য এই 1282টি পুজো কমিটিকে 18.67 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে ।

উৎসবের মরশুম চলছে রাজ্যে ৷ আজ মহানবমী । কিন্তু এই উৎসবের মধ্যেও রাজ্য সরকারের কয়েকটি দফতর নীরবে কাজ করে চলেছে । বিশেষ করে পুলিশ তথা স্বরাষ্ট্র দফতর, আলো তথা বিদ্যুৎ দফতর, জঞ্জাল তথা নিকাশি দায়িত্বে থাকা পুরো বিভাগ ৷ তাদের হাজার হাজার কর্মীরা রয়েছে কাজে । সোমবার রাজ্যের বিদ্যুৎ পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, সরকারের সবরকম সহযোগিতা সত্ত্বেও বেশ কিছু পুজো মণ্ডপ বেআইনিভাবে বিদ্যুৎ চুরি করে ব্যবহার করেছে । আর তাই এই কাজ করার জন্য বিদ্যুৎ বন্টন সংস্থা পুজো কমিটিগুলিকে জরিমানা আরোপ করেছে ৷

রাজ্যের বিদ্যুৎ পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এই এক হাজারের বেশি পুজো কমিটিকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই জরিমানা করা হয়েছে । রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা নোটিশ জারি করে এই কমিটিগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে । রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার এক শীর্ষ কর্তার কথায়, এবার পুজোয় অন্যান্য বছরের তুলনায় বিদ্যুৎ চুরির সংখ্যা কমেছে । তবে তা একদমই নির্মূল হয়ে যায়নি । এবার বেআইনিভাবে বিদ্যুৎ নেওয়ার অভিযোগে 1282টি পুজো কমিটিকে জরিমানা করা হয়েছে ।

আরও পড়ুন: নবমীতে বৃষ্টি! রাতে তীব্র যানজটের আশঙ্কা মহানগরে

জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরে বিদ্যুৎ বন্টন পর্ষদের কর্তারা রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট 7391টি পুজো মণ্ডপ পরিদর্শন করেন । এই পরিদর্শনের সময় কিছু ক্ষেত্রে বিদ্যুৎ চুরির বিষয়টি আধিকারিকদের নজরে এসেছে । আর এরপরেই 1282টি পুজো মণ্ডপে বেআইনিভাবে বিদ্যুতের লাইন টানার বিষয়ের রিপোর্ট করেছে । এক্ষেত্রে কোনও পুজোকেই রেয়াত করা হয়নি । বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগের কারণে তাদের বিরুদ্ধে মোটা অংকের অর্থের জরিমানা করা হয়েছে ।

উল্লেখ্য, প্রত্যেক বছর পুজো কমিটিগুলিকে বিদ্যুতের কালেকশনের জন্য নির্দিষ্ট পরিমাণ ছাড় দেওয়া হয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে যে বৈঠক করেন সেখানেই এই ছাড়ের বিষয়টি নির্দিষ্ট করা থাকে । তারপরেও এ ধরনের বিদ্যুৎ চুরির ঘটনা কোনভাবেই হালকা করে দেখছে না বিদ্যুৎ পর্ষদ ৷ আর সে কারণেই এই জরিমানা বলে জানা যাচ্ছে ।

Last Updated : Oct 23, 2023, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.