ETV Bharat / state

অবরোধের জেরে আটকে পড়া প্রার্থীদের পরীক্ষায় বসার সুযোগ দেবে পিএসসি

author img

By

Published : Dec 6, 2020, 1:25 PM IST

Updated : Dec 6, 2020, 1:56 PM IST

আজ ক্লার্কশিপ পার্ট-2, 2019-এর পরীক্ষা ছিল । প্রায় 66 হাজার পরীক্ষার্থীর পরীক্ষায় বসার কথা ছিল । কিন্তু রেল ও রাস্তা অবরোধের কারণে শিলিগুড়ির পরীক্ষাকেন্দ্রে হাজির হতে পারেননি অনেকেই । তাঁদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ।

psc-will-give-2nd-chance-to-those-candidate-who-missed-exam-due-to-rail-blockade
psc-will-give-2nd-chance-to-those-candidate-who-missed-exam-due-to-rail-blockade

কলকাতা, 6 ডিসেম্বর : আদিবাসীদের রেল ও সড়ক অবরোধের জেরে আটকে পড়া প্রার্থীদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন । আজ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ক্লার্কশিপ পার্ট-2, 2019-এর পরীক্ষা ছিল । কিন্তু ডালখোলায় আদিবাসীরা রেল ও জাতীয় সড়ক অবরোধ করায় শিলিগুড়িতে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে আটকে পড়েন অনেকে । অনেকে নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি । সেই সব প্রার্থীদের আশঙ্কা দূর করল ডব্লিউবিপিএসসি । কমিশনের তরফে জানানো হয়েছে, যাঁরা পরীক্ষা দিতে পারেননি তাঁদের দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে ।

আজ সকাল 11টা থেকে 12টা পর্যন্ত রাজ্যজুড়ে ক্লার্কশিপ পার্ট-2, 2019-এর পরীক্ষা ছিল । প্রায় 66 হাজার পরীক্ষার্থীর পরীক্ষায় বসার কথা ছিল । কিন্তু রেল ও রাস্তা অবরোধের কারণে শিলিগুড়ির পরীক্ষাকেন্দ্রে হাজির হতে পারেননি অনেকেই । বিষয়টি বুঝে পরীক্ষার্থীদের আরও একবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন । কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস বলেন, "ডালখোলায় রেল ও রাস্তা অবরোধের কারণে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার পরীক্ষার্থীরা শিলিগুড়ির কেন্দ্রে পৌঁছাতে পারেনি । অনেকেই আজকের ক্লার্কশিপ পার্ট-2 পরীক্ষায় সময়ে হাজির হতে পারেননি । প্রমাণ সহ আবেদন করলে তাঁরা ফের একবার পরীক্ষায় বসতে পারবেন । প্রার্থীদের সুবিধার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ।"

পিএসসির বিজ্ঞপ্তি
পিএসসির বিজ্ঞপ্তি

আরও পড়ুন : সারনা ধর্ম কোড লাগুর দাবিতে রেল ও জাতীয় সড়ক অবরোধ আদিবাসীদের

রাজ্য সরকারের তরফেও ডব্লিউবিপিএসসি-র কাছে এই নিয়ে আবেদন করা হয় । এ প্রসঙ্গে স্বরাষ্ট্র দপ্তরের তরফে একটি টুইট করা হয় । সেখানে বলা হয়েছে, "আজ শিলিগুড়িতে রেল অবরোধের কারণে অনেক পরীক্ষার্থী ক্লার্কশিপ পার্ট-2 পরীক্ষা 2019-এ বসতে পারেননি । পশ্চিমবঙ্গ সরকারের তরফে তাঁদের দ্রুত দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ দিতে পিএসসি-কে অনুরোধ করা হয়েছে । সেই সব পরীক্ষার্থীদের জন্য দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করতে রাজি হয়েছে পিএসসি ।

স্বরাষ্ট্র দপ্তরের টুইট
স্বরাষ্ট্র দপ্তরের টুইট

কলকাতা, 6 ডিসেম্বর : আদিবাসীদের রেল ও সড়ক অবরোধের জেরে আটকে পড়া প্রার্থীদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন । আজ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ক্লার্কশিপ পার্ট-2, 2019-এর পরীক্ষা ছিল । কিন্তু ডালখোলায় আদিবাসীরা রেল ও জাতীয় সড়ক অবরোধ করায় শিলিগুড়িতে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে আটকে পড়েন অনেকে । অনেকে নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি । সেই সব প্রার্থীদের আশঙ্কা দূর করল ডব্লিউবিপিএসসি । কমিশনের তরফে জানানো হয়েছে, যাঁরা পরীক্ষা দিতে পারেননি তাঁদের দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে ।

আজ সকাল 11টা থেকে 12টা পর্যন্ত রাজ্যজুড়ে ক্লার্কশিপ পার্ট-2, 2019-এর পরীক্ষা ছিল । প্রায় 66 হাজার পরীক্ষার্থীর পরীক্ষায় বসার কথা ছিল । কিন্তু রেল ও রাস্তা অবরোধের কারণে শিলিগুড়ির পরীক্ষাকেন্দ্রে হাজির হতে পারেননি অনেকেই । বিষয়টি বুঝে পরীক্ষার্থীদের আরও একবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন । কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস বলেন, "ডালখোলায় রেল ও রাস্তা অবরোধের কারণে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার পরীক্ষার্থীরা শিলিগুড়ির কেন্দ্রে পৌঁছাতে পারেনি । অনেকেই আজকের ক্লার্কশিপ পার্ট-2 পরীক্ষায় সময়ে হাজির হতে পারেননি । প্রমাণ সহ আবেদন করলে তাঁরা ফের একবার পরীক্ষায় বসতে পারবেন । প্রার্থীদের সুবিধার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ।"

পিএসসির বিজ্ঞপ্তি
পিএসসির বিজ্ঞপ্তি

আরও পড়ুন : সারনা ধর্ম কোড লাগুর দাবিতে রেল ও জাতীয় সড়ক অবরোধ আদিবাসীদের

রাজ্য সরকারের তরফেও ডব্লিউবিপিএসসি-র কাছে এই নিয়ে আবেদন করা হয় । এ প্রসঙ্গে স্বরাষ্ট্র দপ্তরের তরফে একটি টুইট করা হয় । সেখানে বলা হয়েছে, "আজ শিলিগুড়িতে রেল অবরোধের কারণে অনেক পরীক্ষার্থী ক্লার্কশিপ পার্ট-2 পরীক্ষা 2019-এ বসতে পারেননি । পশ্চিমবঙ্গ সরকারের তরফে তাঁদের দ্রুত দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ দিতে পিএসসি-কে অনুরোধ করা হয়েছে । সেই সব পরীক্ষার্থীদের জন্য দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করতে রাজি হয়েছে পিএসসি ।

স্বরাষ্ট্র দপ্তরের টুইট
স্বরাষ্ট্র দপ্তরের টুইট
Last Updated : Dec 6, 2020, 1:56 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.