কলকাতা, 12 জুন : "লোকসভা নির্বাচনের পর থেকেই পশ্চিমবঙ্গে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে । এই পরিস্থিতিতে বাংলা থেকে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা উঠছে এবং উঠবে । কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করলেই সমস্যার সমাধান হবে না ।" এই মন্তব্য করলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরি । তিনি বলেন, "পশ্চিমবঙ্গে এখনই রাষ্ট্রপতি শাসন জারি হবে না । কারণ বাংলায় তাপ, উত্তাপ ও গর্জন আছে । কিন্তু বর্ষণ নেই । বাংলার সর্বস্তরের মানুষকে সজাগ হতে হবে । উভয় সরকারকেই সন্ত্রাস বন্ধে ব্যবস্থা নিতে হবে । আর সন্ত্রাস বন্ধ করতে গেলে মুখ্যমন্ত্রীর উচিত সর্বদল বৈঠক ডাকা ।"
অধীরের দাবি, লোকসভা নির্বাচনের আগে ও পরে পশ্চিমবঙ্গের মতো ভয়াবহ পরিস্থিতি সারাদেশে আর কোথাও তৈরি হয়নি । একে অপরকে খুন করছে । সাধারণ কর্মী, রাজনৈতিক কর্মী খুন হয়ে যাচ্ছে । যততত্র বোমা পড়ছে । এইরকম সন্ত্রাসের রাজনীতি আর কোথাও দেখা যায়নি । তিনি বলেন, "আমরা ক্রমশ নৈরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছি । বাংলার মানুষ ভেবেছিল মমতা বন্দ্য়োপাধ্যায়ের মা মাটি মানুষের সরকার বদলা নয়, বদলের রাজনীতি নিয়ে আসবে এই রাজ্যে । এখন মানুষের মনে হতাশা তৈরি হয়েছে । বাংলাজুড়ে নৈরাজ্য আর নৈরাজ্য । বাংলায় নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফল খারাপ হয়েছে । অন্যদিকে BJP ভালো ফল করেছে । এক পক্ষ হতাশ । অন্যপক্ষ জয়ের উচ্ছ্বাস করছে । আর এই হতাশা ও জয়ের সংমিশ্রণেই শুরু হয়েছে হিংসা এবং পালটা হিংসা ।" এই পরিস্থিতিতে সাংসদ অধীরের বক্তব্য, "হিংসা ও প্রতিহিংসার প্রতিযোগিতা বন্ধ করে এই রাজ্যে উন্নয়ন, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষির প্রতিযোগিতা হোক ।" বাংলার যেসমস্ত জায়গায় গন্ডগোল হচ্ছে সেই সমস্ত জায়গায় ভবিষ্যতে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা হবে । ভবিষ্যতে বাংলার দিকে তাকিয়ে রাজ্যবাসীকে সতর্ক থাকার আবেদনও জানিয়েছেন তিনি ।
পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলের ব্যর্থতার কথা স্বীকার করে অধীরবাবু বলেন, "বিরোধীরা যথাযথভাবে প্রতিবাদ করতে পারছে না । ব্যর্থতার দায় প্রত্যেকটি বিরোধী দলের রয়েছে । এরজন্য আত্মসমীক্ষা করতে হবে ।"