ETV Bharat / state

বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি সমস্যার সমাধান নয় : অধীর - TMC VS BJP clash

"পশ্চিমবঙ্গে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে । এই সন্ত্রাস বন্ধ করতে গেলে মুখ্যমন্ত্রীর উচিত সর্বদল বৈঠক ডাকা ।" এই মন্তব্য করলেন সাংসদ অধীর চৌধুরি ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 12, 2019, 9:58 AM IST

Updated : Jun 12, 2019, 3:05 PM IST

কলকাতা, 12 জুন : "লোকসভা নির্বাচনের পর থেকেই পশ্চিমবঙ্গে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে । এই পরিস্থিতিতে বাংলা থেকে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা উঠছে এবং উঠবে । কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করলেই সমস্যার সমাধান হবে না ।" এই মন্তব্য করলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরি । তিনি বলেন, "পশ্চিমবঙ্গে এখনই রাষ্ট্রপতি শাসন জারি হবে না । কারণ বাংলায় তাপ, উত্তাপ ও গর্জন আছে । কিন্তু বর্ষণ নেই । বাংলার সর্বস্তরের মানুষকে সজাগ হতে হবে । উভয় সরকারকেই সন্ত্রাস বন্ধে ব্যবস্থা নিতে হবে । আর সন্ত্রাস বন্ধ করতে গেলে মুখ্যমন্ত্রীর উচিত সর্বদল বৈঠক ডাকা ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

অধীরের দাবি, লোকসভা নির্বাচনের আগে ও পরে পশ্চিমবঙ্গের মতো ভয়াবহ পরিস্থিতি সারাদেশে আর কোথাও তৈরি হয়নি । একে অপরকে খুন করছে । সাধারণ কর্মী, রাজনৈতিক কর্মী খুন হয়ে যাচ্ছে । যততত্র বোমা পড়ছে । এইরকম সন্ত্রাসের রাজনীতি আর কোথাও দেখা যায়নি । তিনি বলেন, "আমরা ক্রমশ নৈরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছি । বাংলার মানুষ ভেবেছিল মমতা বন্দ্য়োপাধ্যায়ের মা মাটি মানুষের সরকার বদলা নয়, বদলের রাজনীতি নিয়ে আসবে এই রাজ্যে । এখন মানুষের মনে হতাশা তৈরি হয়েছে । বাংলাজুড়ে নৈরাজ্য আর নৈরাজ্য । বাংলায় নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফল খারাপ হয়েছে । অন্যদিকে BJP ভালো ফল করেছে । এক পক্ষ হতাশ । অন্যপক্ষ জয়ের উচ্ছ্বাস করছে । আর এই হতাশা ও জয়ের সংমিশ্রণেই শুরু হয়েছে হিংসা এবং পালটা হিংসা ।" এই পরিস্থিতিতে সাংসদ অধীরের বক্তব্য, "হিংসা ও প্রতিহিংসার প্রতিযোগিতা বন্ধ করে এই রাজ্যে উন্নয়ন, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষির প্রতিযোগিতা হোক ।" বাংলার যেসমস্ত জায়গায় গন্ডগোল হচ্ছে সেই সমস্ত জায়গায় ভবিষ্যতে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা হবে । ভবিষ্যতে বাংলার দিকে তাকিয়ে রাজ্যবাসীকে সতর্ক থাকার আবেদনও জানিয়েছেন তিনি ।

পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলের ব্যর্থতার কথা স্বীকার করে অধীরবাবু বলেন, "বিরোধীরা যথাযথভাবে প্রতিবাদ করতে পারছে না । ব্যর্থতার দায় প্রত্যেকটি বিরোধী দলের রয়েছে । এরজন্য আত্মসমীক্ষা করতে হবে ।"

কলকাতা, 12 জুন : "লোকসভা নির্বাচনের পর থেকেই পশ্চিমবঙ্গে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে । এই পরিস্থিতিতে বাংলা থেকে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা উঠছে এবং উঠবে । কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করলেই সমস্যার সমাধান হবে না ।" এই মন্তব্য করলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরি । তিনি বলেন, "পশ্চিমবঙ্গে এখনই রাষ্ট্রপতি শাসন জারি হবে না । কারণ বাংলায় তাপ, উত্তাপ ও গর্জন আছে । কিন্তু বর্ষণ নেই । বাংলার সর্বস্তরের মানুষকে সজাগ হতে হবে । উভয় সরকারকেই সন্ত্রাস বন্ধে ব্যবস্থা নিতে হবে । আর সন্ত্রাস বন্ধ করতে গেলে মুখ্যমন্ত্রীর উচিত সর্বদল বৈঠক ডাকা ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

অধীরের দাবি, লোকসভা নির্বাচনের আগে ও পরে পশ্চিমবঙ্গের মতো ভয়াবহ পরিস্থিতি সারাদেশে আর কোথাও তৈরি হয়নি । একে অপরকে খুন করছে । সাধারণ কর্মী, রাজনৈতিক কর্মী খুন হয়ে যাচ্ছে । যততত্র বোমা পড়ছে । এইরকম সন্ত্রাসের রাজনীতি আর কোথাও দেখা যায়নি । তিনি বলেন, "আমরা ক্রমশ নৈরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছি । বাংলার মানুষ ভেবেছিল মমতা বন্দ্য়োপাধ্যায়ের মা মাটি মানুষের সরকার বদলা নয়, বদলের রাজনীতি নিয়ে আসবে এই রাজ্যে । এখন মানুষের মনে হতাশা তৈরি হয়েছে । বাংলাজুড়ে নৈরাজ্য আর নৈরাজ্য । বাংলায় নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফল খারাপ হয়েছে । অন্যদিকে BJP ভালো ফল করেছে । এক পক্ষ হতাশ । অন্যপক্ষ জয়ের উচ্ছ্বাস করছে । আর এই হতাশা ও জয়ের সংমিশ্রণেই শুরু হয়েছে হিংসা এবং পালটা হিংসা ।" এই পরিস্থিতিতে সাংসদ অধীরের বক্তব্য, "হিংসা ও প্রতিহিংসার প্রতিযোগিতা বন্ধ করে এই রাজ্যে উন্নয়ন, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষির প্রতিযোগিতা হোক ।" বাংলার যেসমস্ত জায়গায় গন্ডগোল হচ্ছে সেই সমস্ত জায়গায় ভবিষ্যতে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা হবে । ভবিষ্যতে বাংলার দিকে তাকিয়ে রাজ্যবাসীকে সতর্ক থাকার আবেদনও জানিয়েছেন তিনি ।

পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলের ব্যর্থতার কথা স্বীকার করে অধীরবাবু বলেন, "বিরোধীরা যথাযথভাবে প্রতিবাদ করতে পারছে না । ব্যর্থতার দায় প্রত্যেকটি বিরোধী দলের রয়েছে । এরজন্য আত্মসমীক্ষা করতে হবে ।"

সব ধরনের ছোট গাড়ি রেড রোডে চলে। যাত্রীবাহী বাস চলাচল নিষিদ্ধ এই রাস্তায়। যদিও ব্যতিক্রম ঘটে মধ্য রাতের শহরে। ওল্ড কোর্ট স্ট্রিটের সেন্ট অ্যান্ড্রুজ চার্চ থেকে সোজা দেখা যেত খিদিরপুরের রাস্তা। এখন দু'পাশের বহুতল সুউচ্চ হাওয়ায় অদৃশ্য হয়ে গিয়েছে খিদিরপুরের রাস্তা। এঁকেবেঁকে চলে গেছে রেড রোড থেকে খিদিরপুরের রাস্তা।
Last Updated : Jun 12, 2019, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.