কলকাতা, 10 মে : মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বেসরকারি বাসকর্মীদের করোনা টিকাকরন । সম্প্রতি বেসরকারি বাস কর্মীদের করোনা যোদ্ধা বলে স্বীকৃতি দেওয়া হয়েছে । তাই এবার তাঁদের বিনামূল্যে কোরোনা টিকা দেওয়ার ব্যবস্থা করল রাজ্য সরকার।
সবক'টি সংগঠনের তরফে আগামীকাল থেকে বাস চালক, হেল্পার ও কন্ডাক্টরদের প্রতিদিন কিছু সংখ্যক কর্মীদের পাঠানো হবে ।
ওয়েস্টবেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, " আমাদের শ্রমিকদের কোভিড যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেই প্রোগ্রাম কাল থেকে নিচ্ছে পরিবহন দফতর । এই জন্য আমরা পরিবহন মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ।"
সল্টলেক ডিপো, মেয়ো রোডে পুরসভার টেন্ট, বেহালা তারাতলা ডিপো ও হাওড়া সিএসটিসি ডিপো এই তিনটি সেন্টারে আগামীকাল সকাল 11 টা থেকে টিকা কর্মসূচি শুরু হবে । বেসরকারি বাস কর্মীরা যখন যাবে তখন তাঁদের আধার কার্ড, কমার্শিয়াল লাইসেন্স, কন্ডাক্টর লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে ৷
সূত্রের খবর, প্রথম দফায় প্রতিটি ডিপোতে 300 জনকে টিকা দেওয়া হবে । এক্ষেত্রে যিনি প্রথমে আসবেন তিনি প্রথন পরিষেবা পাবেন ৷