ETV Bharat / state

ফের বাড়ল গ্যাসের দাম, নাভিশ্বাস মধ্যবিত্তের - ফের বাড়ল গ্যাসের দাম

আজ থেকে কলকাতায় 14.2 কেজি ওজনের ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল 845 টাকা 50 পয়সা ।

Price of LPG Gas
ছবি
author img

By

Published : Mar 1, 2021, 9:00 AM IST

Updated : Mar 1, 2021, 9:48 AM IST

কলকাতা, 1 মার্চ : মাসের শুরুতেই মাথায় হাত মধ্যবিত্তের । ফের বাড়ল রান্নার গ্যাসের দাম । ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম সিলিন্ডারপিছু 25 টাকা করে বেড়েছে । আজ থেকে কলকাতায় 14.2 কেজি ওজনের ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল 845 টাকা 50 পয়সা ।

হোটেল ও রেস্তঁরায় যে 19 কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার ব্যবহার হয়, তার দাম বেড়েছে 97 টাকা 50 পয়সা । এবার থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার মিলবে 1681 টাকা 50 পয়সা ।

আরও পড়ুন : গ্যাসের দাম বৃদ্ধিতে উনুন জ্বালিয়ে রান্না করে প্রতিবাদ

কয়েক দিন আগেও রান্নার গ্যাসের দাম 25 টাকা বাড়ানো হয়েছিল । রবিবার মধ্যরাত থেকে আবারও 25 টাকা বাড়ানো হয়েছে ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম । যে হারে রান্নার গ্যাসের দাম বাড়তে শুরু করেছে, তাতে নাভিশ্বাস উঠতে শুরু করেছে আমজনতা । বিভিন্ন জায়গায় প্রতিবাদও চলছে । কিন্তু দাম কমার কোনও লক্ষণ এখনও নেই । জ্বালানি তেলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলছে রান্নার গ্যাসের দামও ।

কলকাতা, 1 মার্চ : মাসের শুরুতেই মাথায় হাত মধ্যবিত্তের । ফের বাড়ল রান্নার গ্যাসের দাম । ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম সিলিন্ডারপিছু 25 টাকা করে বেড়েছে । আজ থেকে কলকাতায় 14.2 কেজি ওজনের ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল 845 টাকা 50 পয়সা ।

হোটেল ও রেস্তঁরায় যে 19 কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার ব্যবহার হয়, তার দাম বেড়েছে 97 টাকা 50 পয়সা । এবার থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার মিলবে 1681 টাকা 50 পয়সা ।

আরও পড়ুন : গ্যাসের দাম বৃদ্ধিতে উনুন জ্বালিয়ে রান্না করে প্রতিবাদ

কয়েক দিন আগেও রান্নার গ্যাসের দাম 25 টাকা বাড়ানো হয়েছিল । রবিবার মধ্যরাত থেকে আবারও 25 টাকা বাড়ানো হয়েছে ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম । যে হারে রান্নার গ্যাসের দাম বাড়তে শুরু করেছে, তাতে নাভিশ্বাস উঠতে শুরু করেছে আমজনতা । বিভিন্ন জায়গায় প্রতিবাদও চলছে । কিন্তু দাম কমার কোনও লক্ষণ এখনও নেই । জ্বালানি তেলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলছে রান্নার গ্যাসের দামও ।

Last Updated : Mar 1, 2021, 9:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.