কলকাতা, 14 জুলাই: নতুন শিক্ষাবর্ষে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে 1 সেপ্টেম্বর থেকে পড়ুয়া ভর্তির প্রক্রিয়া শুরু হবে ৷ আবেদন থেকে মেধা তালিকা প্রকাশ- পুরোটাই হবে অনলাইনে ৷ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর ৷ নির্দেশিকায় বলা হয়েছে, 2023-24 শিক্ষাবর্ষে স্নাতকোত্তর স্তরের ভর্তির মেধা তালিকা প্রকাশ করতে হবে সেপ্টেম্বর মাসের 20 তারিখের মধ্যে ৷
বিজ্ঞপ্তি অনুসারে, 1 সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ৷ তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্নাতক স্তরের চূড়ান্ত সেমেস্টারের ফলাফল অগস্টের মধ্যেই প্রকাশ করতে হবে ৷ 15 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন জমা নেওয়া হবে ৷ 20 সেপ্টেম্বরের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে ৷ ভর্তি প্রক্রিয়া মিটিয়ে অক্টোবর মাসের শুরুতে 3 তারিখ থেকে স্নাতকোত্তর প্রথম সেমেস্টারের ক্লাস চালু করে দিতে হবে বলে ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে ৷
উচ্চশিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যাদবপুর, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতীর মতো বিশ্ববিদ্যালয়গুলি নিজেদের পড়ুয়াদের জন্য 90 শতাংশ আসন সংরক্ষণ করবে ৷ 10 শতাংশ অন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা পড়ুয়াদের জন্য থাকবে ৷ স্নাতকোত্তর স্তরে ভর্তির ক্ষেত্রে বাকি বিশ্ববিদ্যালয়গুলিকেও নিজেদের ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে ৷
উচ্চশিক্ষা দফতরের তরফে নির্দেশ, এক্ষেত্রে নিজস্ব বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্রছাত্রীদের জন্য 80 শতাংশ আসন সংরক্ষণ করতে হবে ৷ বাকি 20 শতাংশ আসনে অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নিতে হবে ৷ বলা হয়েছে, অনলাইন ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে মেধা অনুসারে ভর্তি নিতে হবে ৷ ভর্তি প্রক্রিয়া চলাকালীন কাউন্সেলিং বা নথি যাচাইয়ের জন্য কোনও ছাত্রছাত্রীকে ডেকে পাঠানো যাবে না ৷ ছাত্রছাত্রীদের থেকে অনলাইনে নথি আপলোড করতে কোনও ধরনের টাকা ধার্য করা যাবে না ৷
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে 95 শতাংশ নম্বর, কুঁড়েঘরে উচ্চশিক্ষার চিন্তায় চোখে জল সুস্মিতার; মিলবে কি সাহায্য ?
মেধা তালিকায় স্থান পাওয়া পড়ুয়াকে সরাসরি চিঠি বা ই-মেল করে বা এসএমএস মাধ্যমে জানতে হবে ৷ ভর্তির টাকা অনলাইন বা নির্দিষ্ট ব্যাঙ্কের শাখর মাধ্যমে জমা দিতে হবে ৷ কর্তৃপক্ষ সরাসরি নিতে পারবে না ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এমন একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ ভর্তির ক্ষেত্রে মাথায় রাখতে বলা হয়েছে ৷