ETV Bharat / state

Eid-ul-Adha Greetings: ঈদ-আল-আদহা ! দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি মুর্মু, মোদি-মমতার

দেশবাসীকে ঈদ-আল-আদহার শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী ৷ তাঁরা সকলের শুভ কামনা করে টুইট করেছেন ৷

Eid Greetings
ঈদের শুভেচ্ছা
author img

By

Published : Jun 29, 2023, 11:56 AM IST

হায়দরাবাদ, 29 জুন: দেশ জুড়ে বৃহস্পতিবার পালিত হচ্ছে বকরি ঈদ ৷ রেড রোড-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ঈদের নমাজে অংশ নিয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষজন ৷ নতুন জামাকাপড় পরে রাস্তায় দেখা গিয়েছে পরিবারের খুদে সদস্যদের ৷ দেশবাসীকে ঈদ-আল-আদহার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীরা ৷

এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট বার্তায় বলেন, "ঈদ-আল-আদহা উপলক্ষে সকল দেশবাসীকে, বিশেষ করে মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা । ভালোবাসা ও ত্যাগের পবিত্র উৎসব ঈদ-আল-আদহা । এই উৎসব আমাদেরকে ত্যাগের পথে চলতে এবং নিঃস্বার্থভাবে মানবতার সেবা করতে অনুপ্রাণিত করে । আসুন, এই উপলক্ষ্যে আমরা সবাই মিলে সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধির অঙ্গীকার করি ।"

  • ईद-उज-जुहा के अवसर पर मैं सभी देशवासियों, विशेष रूप से मुस्लिम भाइयों और बहनों को हार्दिक बधाई और शुभकामनाएं देती हूं।

    ईद-उज-जुहा प्रेम, त्याग और बलिदान का पवित्र त्योहार है। यह त्योहार हमें त्याग के मार्ग पर चलने और नि:स्वार्थ भाव से मानवता की सेवा करने के लिए प्रेरित करता है।…

    — President of India (@rashtrapatibhvn) June 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লেখেন," ঈদ-আল-আদহার শুভেচ্ছা । এই দিনটি সবার জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি । এটি আমাদের সমাজে ঐক্য ও সম্প্রীতির চেতনাকেও জাগ্রত রাখুক । ঈদ মোবারক ৷"

  • Greetings on Eid-ul-Adha. May this day bring happiness and prosperity to everyone. May it also uphold the spirit of togetherness and harmony in our society. Eid Mubarak!

    — Narendra Modi (@narendramodi) June 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় সকলকে ঈদ-আল-আদহার শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, "ঈদ-আল-আদহা উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই ৷"

Eid Greetings
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

আরও পড়ুন: কাবাব টু বিরিয়ানি, ঈদ জমে উঠুক ঘরোয়া খাবারে

এছাড়াও অন্যান্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার টুইট করেন, "ঈদ-আল-আদহা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন । এটা অগাধ বিশ্বাসের উৎসব । আল্লাহর নির্দেশে সবচেয়ে বড় ত্যাগের জন্য প্রস্তুত থাকাই এই উৎসবের আদর্শ । পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির সঙ্গে এই উৎসব উদযাপন করুন ।" অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লেখেন, "সকল দেশবাসীকে ঈদ-আল-আদহার শুভেচ্ছা । এই উৎসব আপনার জীবনে অনেক অগ্রগতি বয়ে আনুক ৷ আপনারা সর্বদা সুখী, সুস্থ এবং সমৃদ্ধ থাকুন ।"

  • सभी देशवासियों को ईद-उल-अज़हा की दिली मुबारक़बाद। ये त्योहार आप सभी के जीवन में ख़ूब तरक़्क़ी लेकर आए, आप हमेशा ख़ुश रहें, स्वस्थ और समृद्ध रहें।

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) June 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লোকসভার স্পিকার ওম বিড়লাও সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি টুইট করেন, "ঈদ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । এই উৎসটি ত্যাগ এবং ভক্তির গুণাবলীর উপর আলোকপাত করে ৷ যারা কম ভাগ্যবান তাদের সঙ্গে আমাদের সৌভাগ্য ভাগ করে নেওয়ার জন্য সকলকে অনুপ্রাণিত করে । সকলের জন্য আনন্দে ভরপুর একটি স্মরণীয় ঈদের কামনা করছি ।"

হায়দরাবাদ, 29 জুন: দেশ জুড়ে বৃহস্পতিবার পালিত হচ্ছে বকরি ঈদ ৷ রেড রোড-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ঈদের নমাজে অংশ নিয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষজন ৷ নতুন জামাকাপড় পরে রাস্তায় দেখা গিয়েছে পরিবারের খুদে সদস্যদের ৷ দেশবাসীকে ঈদ-আল-আদহার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীরা ৷

এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট বার্তায় বলেন, "ঈদ-আল-আদহা উপলক্ষে সকল দেশবাসীকে, বিশেষ করে মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা । ভালোবাসা ও ত্যাগের পবিত্র উৎসব ঈদ-আল-আদহা । এই উৎসব আমাদেরকে ত্যাগের পথে চলতে এবং নিঃস্বার্থভাবে মানবতার সেবা করতে অনুপ্রাণিত করে । আসুন, এই উপলক্ষ্যে আমরা সবাই মিলে সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধির অঙ্গীকার করি ।"

  • ईद-उज-जुहा के अवसर पर मैं सभी देशवासियों, विशेष रूप से मुस्लिम भाइयों और बहनों को हार्दिक बधाई और शुभकामनाएं देती हूं।

    ईद-उज-जुहा प्रेम, त्याग और बलिदान का पवित्र त्योहार है। यह त्योहार हमें त्याग के मार्ग पर चलने और नि:स्वार्थ भाव से मानवता की सेवा करने के लिए प्रेरित करता है।…

    — President of India (@rashtrapatibhvn) June 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লেখেন," ঈদ-আল-আদহার শুভেচ্ছা । এই দিনটি সবার জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি । এটি আমাদের সমাজে ঐক্য ও সম্প্রীতির চেতনাকেও জাগ্রত রাখুক । ঈদ মোবারক ৷"

  • Greetings on Eid-ul-Adha. May this day bring happiness and prosperity to everyone. May it also uphold the spirit of togetherness and harmony in our society. Eid Mubarak!

    — Narendra Modi (@narendramodi) June 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় সকলকে ঈদ-আল-আদহার শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, "ঈদ-আল-আদহা উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই ৷"

Eid Greetings
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

আরও পড়ুন: কাবাব টু বিরিয়ানি, ঈদ জমে উঠুক ঘরোয়া খাবারে

এছাড়াও অন্যান্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার টুইট করেন, "ঈদ-আল-আদহা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন । এটা অগাধ বিশ্বাসের উৎসব । আল্লাহর নির্দেশে সবচেয়ে বড় ত্যাগের জন্য প্রস্তুত থাকাই এই উৎসবের আদর্শ । পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির সঙ্গে এই উৎসব উদযাপন করুন ।" অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লেখেন, "সকল দেশবাসীকে ঈদ-আল-আদহার শুভেচ্ছা । এই উৎসব আপনার জীবনে অনেক অগ্রগতি বয়ে আনুক ৷ আপনারা সর্বদা সুখী, সুস্থ এবং সমৃদ্ধ থাকুন ।"

  • सभी देशवासियों को ईद-उल-अज़हा की दिली मुबारक़बाद। ये त्योहार आप सभी के जीवन में ख़ूब तरक़्क़ी लेकर आए, आप हमेशा ख़ुश रहें, स्वस्थ और समृद्ध रहें।

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) June 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লোকসভার স্পিকার ওম বিড়লাও সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি টুইট করেন, "ঈদ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । এই উৎসটি ত্যাগ এবং ভক্তির গুণাবলীর উপর আলোকপাত করে ৷ যারা কম ভাগ্যবান তাদের সঙ্গে আমাদের সৌভাগ্য ভাগ করে নেওয়ার জন্য সকলকে অনুপ্রাণিত করে । সকলের জন্য আনন্দে ভরপুর একটি স্মরণীয় ঈদের কামনা করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.