কলকাতা, 26 জুন: প্রেমে 'না' থেকে শুরু করে ছাত্র-রাজনীতি, এমন বহু ক্ষেত্রে 'না' যুক্ত করা হয়েছিল দেশের অন্যতম প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আদর্শ আচরণ বিধিতে। তাই নিয়ে কম জলঘোলা হয়নি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অন্দর থেকে বাইরে ৷ প্রতিবাদের জেরে অবশেষে বাতিল করা হল নয়া নিয়মগুলি ৷ সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ছাত্রসংগঠনকে লিখিতভাবে জানানো হয়েছে এমনটাই ৷
বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক স্লোগান দেওয়া যাবে না ৷ বিশ্ববিদ্যালয়ের অন্দরে করা যাবে না প্রেম-ও ৷ এমনই নানা ফরমান সম্প্রতি পেশ করা হয়েছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ থেকে ৷ যা নিয়ে প্রেসিডেন্সির বর্তমান থেকে প্রাক্তন পড়ুয়ারা প্রতিবাদে সামিল হয়েছিলেন ৷ এমনকী সমাজের নানা স্তরের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়াও দেখা গিয়েছিল।
নয়া বেশ কিছু বিধি বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন শুরু করেছিল এসএফআই। জমা দেওয়া হয়েছিল স্মারকলিপিও ৷ দাবি না-মানলে দেওয়া হয়েছিল আন্দোলনের হুঁশিয়ারি ৷ অবশেষে আন্দোলনের জেরে মিলল ন্যায় ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফে ছাত্রসংগঠনকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে, নয়া বিধি কার্যকর হবে না ৷ তা বাতিল করা হয়েছে ৷ এমনই দাবি করেছে ভারতের ছাত্র ফেডারেশনের প্রেসিডেন্সি ইউনিট।
ন্যাক (NAAC)-এর জন্য 'আদর্শ আচরণ বিধি'তে সম্প্রতি বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছিল। তাতে ক্যাম্পাসের ভিতর ছাত্র রাজনীতি না করা বা স্লোগান না দেওয়া, যখন যেখানে পরিচয় পত্র দেখতে চাইবে বাধ্যতামূলক ভাবে দেখানো, এই ধরণের নিয়ম প্রেসিডেন্সির পরম্পরার পরিপন্থী। এদিন সকাল বেলায় স্মারকলিপি জমা দেয় ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি ইউনিট। সেই স্মারকলিপি রিভিউ কমিটির কাছে পাঠানোর কথা জানিয়েছিলেন ডিন। তবে লাগাতার আন্দোলনের চাপে অবশেষে পিছু হটলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে কালো পতাকা ও গো-ব্যাক স্লোগান টিএমসিপি'র
এদিন ভারতের ছাত্র ফেডারেশনের তরফে দাবি করা হয়েছে, তাঁদের লিখিতভাবে কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন কোনও বিধি নিয়ে 'কোড অফ কন্ডাক্ট' ইমপ্লিমেন্ট হচ্ছে না। পুরনো নিয়মগুলো এক জায়গায় করে 'কোড অফ কন্ডাক্ট/স্টুডেন্ট ম্যানুয়াল' বানানো হবে ন্যাক (NAAC)-এর জন্য। নতুন করে কোনও সামাজিক বিধি-নিয়ম কোনওকিছু চাপিয়ে দেওয়া হবে না। ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি ইউনিটের এক সদস্য বলেন, "আমরা আজ সকালে ওনাকে আমাদের গুগল সার্ভের রিপোর্ট দিয়েছিলাম। ডেপুটেশন দিয়েছিলাম, তার ভিত্তিতে লিখিতভাবে অথরিটির বিরুদ্ধে আমরা আমাদের দাবি ছিনিয়ে আনতে পেরেছি।"