ETV Bharat / state

তৃণমূল জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক প্রশান্ত কিশোরের

author img

By

Published : Jul 13, 2019, 1:40 AM IST

তৃণমূল জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করলেন প্রশান্ত কিশোর । গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের কার্যালয়ে এই বৈঠক হয় ।

প্রশান্ত কিশোর

কলকাতা, 13 জুলাই : লোকসভা ভোটে তৃণমূলের খারাপ ফলের পরই ডাক পড়েছিল তাঁর । নবান্নে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । বৃহস্পতিবার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকের আগেও তাঁর সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরেছেন তৃণমূল নেত্রী । আর গতকাল কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে দলের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করলেন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর ।

গতকাল বৈঠকের প্রথমে জেলা সভাপতিদের সঙ্গে প্রশান্ত কিশোরের পরিচয় করান অভিষেক বন্দ্যোপাধ্যায় । এরপর তাঁদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন প্রশান্ত । সব শুনে একটি রিপোর্টও তৈরি করেছেন বলে সূত্রের খবর। সেই রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী রণকৌশল তৈরি করবেন বলে জানা যাচ্ছে । তবে জেলা সভাপতিদের বিশেষ কোনও পরামর্শ নাকি তিনি দেননি । শুধু তাঁদের সমস্যার কথা শুনেছেন ।

লোকসভা ভোটে তৃণমূলের আসন 34 থেকে কমে হয়েছে 22 । অন্যদিকে রাজ্যে 2 থেকে বেড়ে 18-তে পৌঁছেছে BJP । তার উপর 2021-এই রাজ্যে বিধানসভা ভোট । এই পরিস্থিতিতেই ডাক পড়ে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের ।

কলকাতা, 13 জুলাই : লোকসভা ভোটে তৃণমূলের খারাপ ফলের পরই ডাক পড়েছিল তাঁর । নবান্নে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । বৃহস্পতিবার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকের আগেও তাঁর সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরেছেন তৃণমূল নেত্রী । আর গতকাল কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে দলের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করলেন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর ।

গতকাল বৈঠকের প্রথমে জেলা সভাপতিদের সঙ্গে প্রশান্ত কিশোরের পরিচয় করান অভিষেক বন্দ্যোপাধ্যায় । এরপর তাঁদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন প্রশান্ত । সব শুনে একটি রিপোর্টও তৈরি করেছেন বলে সূত্রের খবর। সেই রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী রণকৌশল তৈরি করবেন বলে জানা যাচ্ছে । তবে জেলা সভাপতিদের বিশেষ কোনও পরামর্শ নাকি তিনি দেননি । শুধু তাঁদের সমস্যার কথা শুনেছেন ।

লোকসভা ভোটে তৃণমূলের আসন 34 থেকে কমে হয়েছে 22 । অন্যদিকে রাজ্যে 2 থেকে বেড়ে 18-তে পৌঁছেছে BJP । তার উপর 2021-এই রাজ্যে বিধানসভা ভোট । এই পরিস্থিতিতেই ডাক পড়ে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের ।

Intro:

সরাসরি ব্যাটিং শুরু প্রশান্তর : তৃণমূল জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করলেন ভোট গুরু


কলকাতা, ১২ জুলাই : এবারে সরাসরি তৃণমূলের হয়ে ব্যাটিং শুরু করলেন ভোট গুরু প্রশান্ত কিশোর। আজ জেলা সভাপতিদের সঙ্গে দীর্ঘ সময় যাবত বৈঠক করলেন তিনি। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রশান্ত কিশোর জেলা সভাপতিদের বিশেষ কোনও নিদান দেননি বলেই সূত্রের খবর। শুধুমাত্র শুনছেন তাঁদের বিভিন্ন সমস্যার কথা। Body:

তৃণমূল কংগ্রেসকে ২০২১ এর বৈতরণী পাড় করাতে কলকাতায় মাটি কামড়ে পড়ে রয়েছেন ভোটগুরু প্রশান্ত কিশোর। দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। গতকাল তৃণমূল ভবনে বিধায়কদের বৈঠকের আগে তৃণমূল নেত্রীর সঙ্গে এক প্রস্থ বৈঠক সেরে নিয়েছেন ভোট গুরু। রাজনৈতিক মহলের মতে, প্রশান্ত কিশোরের দেওয়া পরামর্শ গুলো একে একে বিধায়কদের দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এর আগে তৃণমূল ভবনের বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন প্রশান্ত কিশোর। আজ সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করলেন ভোট গুরু। তবে জানা গেছে, তাদের সঙ্গে পৃথক পৃথক ভাবে বৈঠক করেছেন তিনি। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় একে একে জেলা সভাপতিদের সঙ্গে প্রশান্ত কিশোরের পরিচয় করান। এরপর তাদের সঙ্গে পৃথক পৃথক ভাবে বৈঠক করেন প্রশান্ত। বিশেষ এই বৈঠক থেকে জেলা সভাপতিদের তিনি কোনও নিদান দেননি বলেই জানা গেছে। ধৈর্য্য ধরে জেলা সভাপতিদের বিভিন্ন সমস্যার কথা মন দিয়ে শুনেছেন প্রশান্ত। সমস্ত বিষয়টি শুনে একটি রিপোর্ট তৈরি করেছেন। এর ওপর ভিত্তি করে পরবর্তী রণকৌশল তৈরি করবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.