ETV Bharat / state

"সহযোগিতা করেছি, ভবিষ্যতেও করব", ED দপ্তর থেকে বেরিয়ে বললেন প্রসেনজিৎ

আজ ED দপ্তরে হাজিরা দেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । গতকাল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করেছিল ED ।

ED দপ্তরে হাজিরা প্রসেনজিতের
author img

By

Published : Jul 19, 2019, 11:54 AM IST

Updated : Jul 19, 2019, 11:11 PM IST

সল্টলেক, 19 জুলাই : রোজ়ভ্যালিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দপ্তরে হাজিরা দিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । আজ সকালে তিনি CGO কমপ্লেক্সে আসেন । ED দপ্তর থেকে বেরিয়ে তিনি বলেন, "সবরকম সহযোগিতা করেছি, ভবিষ্যতেও করব ৷"

সূত্রের খবর, একটি প্রোজেক্টে কাজের জন্য প্রসেনজিতের সঙ্গে 7 কোটি টাকার লেনদেন হয়েছিল রোজ়ভ্যালির । সেই লেনদেনের বিষয়ে জানতে প্রসেনজিৎকে তলব করে ED ।

ED দপ্তরে প্রসেনজিৎ

এই সংক্রান্ত আরও খবর : ED দপ্তরে ঋতুপর্ণা

গতকাল ED দপ্তরে হাজিরা দিয়েছিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । প্রসেনজিতের পাশাপাশি সাত কোটি টাকা আর্থিক লেনদেনে ঋতুপর্ণার নামও উঠে এসেছিল । প্রায় সাত ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । সূত্রের খবর, সে বিষয়ে তাঁর থেকে জানতে চাওয়া হয় । পরে ED দপ্তর থেকে বেরিয়ে ঋতুপর্ণা বলেন, "আমাদের সংস্থাকে একটা চিঠি পাঠানো হয়েছিল । আমার সংস্থার সঙ্গে ওই সংস্থার কিছু কাজ হয়েছিল । ওঁদের এই কাজ সংক্রান্ত কিছু জিজ্ঞাসা ছিল । সেগুলো বুঝিয়ে দিয়ে এসেছি । ওঁরাও বুঝে গেছেন । সবকিছু সমাধান হয়ে গেছে । আর কোনও সমস্যা নেই । "

এই সংক্রান্ত আরও খবর : "সব সমাধান হয়ে গেছে, কোনও সমস্যা নেই", ED দপ্তর থেকে বেরিয়ে বললেন ঋতুপর্ণা

সল্টলেক, 19 জুলাই : রোজ়ভ্যালিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দপ্তরে হাজিরা দিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । আজ সকালে তিনি CGO কমপ্লেক্সে আসেন । ED দপ্তর থেকে বেরিয়ে তিনি বলেন, "সবরকম সহযোগিতা করেছি, ভবিষ্যতেও করব ৷"

সূত্রের খবর, একটি প্রোজেক্টে কাজের জন্য প্রসেনজিতের সঙ্গে 7 কোটি টাকার লেনদেন হয়েছিল রোজ়ভ্যালির । সেই লেনদেনের বিষয়ে জানতে প্রসেনজিৎকে তলব করে ED ।

ED দপ্তরে প্রসেনজিৎ

এই সংক্রান্ত আরও খবর : ED দপ্তরে ঋতুপর্ণা

গতকাল ED দপ্তরে হাজিরা দিয়েছিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । প্রসেনজিতের পাশাপাশি সাত কোটি টাকা আর্থিক লেনদেনে ঋতুপর্ণার নামও উঠে এসেছিল । প্রায় সাত ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । সূত্রের খবর, সে বিষয়ে তাঁর থেকে জানতে চাওয়া হয় । পরে ED দপ্তর থেকে বেরিয়ে ঋতুপর্ণা বলেন, "আমাদের সংস্থাকে একটা চিঠি পাঠানো হয়েছিল । আমার সংস্থার সঙ্গে ওই সংস্থার কিছু কাজ হয়েছিল । ওঁদের এই কাজ সংক্রান্ত কিছু জিজ্ঞাসা ছিল । সেগুলো বুঝিয়ে দিয়ে এসেছি । ওঁরাও বুঝে গেছেন । সবকিছু সমাধান হয়ে গেছে । আর কোনও সমস্যা নেই । "

এই সংক্রান্ত আরও খবর : "সব সমাধান হয়ে গেছে, কোনও সমস্যা নেই", ED দপ্তর থেকে বেরিয়ে বললেন ঋতুপর্ণা

sample description
Last Updated : Jul 19, 2019, 11:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.