ETV Bharat / state

213টি এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করেছে WBSEDCL : স্বরাষ্ট্র দপ্তর - পরিষেবা স্বাভাবিক করেছে WBSEDCL

স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইটে জানানো হয়, WBSEDCL জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে তারা 24 ঘণ্টা কাজ করছে । সমস্ত এলাকায় কাজ চলছে । চেষ্টা করা হচ্ছে দ্রুত পরিষেবা চালু করার ।

ছবি
ছবি
author img

By

Published : May 25, 2020, 11:39 AM IST

কলকাতা, 24 মে : আমফানের জেরে কার্যত লন্ডভন্ড রাজ্যের বেশ কয়েকটি জেলা । পাঁচদিন পেরিয়ে গেলেও বেশিরভাগ জায়গায় স্বাভাবিক হয়নি বিদ্যুৎ পরিষেবা । এনিয়ে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা । মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও কমেনি বিক্ষোভের আঁচ । এই পরিস্থিতিতে গতকালই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছিল, গড়িয়া, বাঁশদ্রোণী, সল্টলেক, পূর্ব মেদিনীপুর, নদিয়ার মতো বেশকিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা চালু হয়েছে । তারপর আজ ফের টুইটারে স্বরাষ্ট্র দপ্তর জানাল, রাজ্যের আরও কিছু জেলায়, কলকাতার কিছু অংশে পরিষেবা স্বাভাবিক করেছে WBSEDCL । যেখানে এখনও পরিষেবা স্বাভাবিক হয়নি সেখানে তা সচল করতে বোর্ড দিনরাত কাজ করছে বলেও জানানো হয় ।

আজ রাজ্য়ের স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইট করে জানানো হয়, WBSEDCL সরকারকে জানিয়েছে, আমফান বিধ্বস্ত 273 টি এলাকার মধ্যে 213টিতে বিদ্যুৎ পরিষেবা চালু করে দিয়েছে । কাজ চলছে হাই ও লো এক্সটেনশন লাইনে । বনগাঁ, নৈহাটি, হালিশহর, ব্যারাকপুর, উত্তর 24 পরগনার বেশ কিছু এলাকা, হুগলি ও চন্দননগরের বেশকিছু এলাকা, সোনারপুর, বারুইপুর, রাজপুর, নরেন্দ্রপুর, কাকদ্বীপ ও নামখানার কিছু অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে ।

স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইটারে জানানো হয়, WBSEDCL জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে তারা 24 ঘণ্টা কাজ করছে । সমস্ত এলাকায় কাজ চলছে । চেষ্টা করা হচ্ছে দ্রুত পরিষেবা চালু করার ।

এদিকে কলকাতায়ও পাঁচদিন পেরিয়ে গেলেও এখনও অনেক এলাকা অন্ধকারে রয়েছে । গতকালই CESC -র তরফে জানানো হয়েছিল, দক্ষিণ ও উত্তর কলকাতার কয়েকটি মেজর এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে । আজ আবার স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, CESC- র রিপোর্ট অনুযায়ী, EM বাইপাসের লস্কর হাট, পাতিপুকুর, বেলগাছিয়া, মানিকতলা মেইন রোড, লর্ডসের মোড়, বক্তিয়ার শাহ রোডের হরিপদ দত্ত লেনে বিদ্যুৎ পরিষেবা চালু করা হয়েছে ।

কলকাতা, 24 মে : আমফানের জেরে কার্যত লন্ডভন্ড রাজ্যের বেশ কয়েকটি জেলা । পাঁচদিন পেরিয়ে গেলেও বেশিরভাগ জায়গায় স্বাভাবিক হয়নি বিদ্যুৎ পরিষেবা । এনিয়ে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা । মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও কমেনি বিক্ষোভের আঁচ । এই পরিস্থিতিতে গতকালই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছিল, গড়িয়া, বাঁশদ্রোণী, সল্টলেক, পূর্ব মেদিনীপুর, নদিয়ার মতো বেশকিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা চালু হয়েছে । তারপর আজ ফের টুইটারে স্বরাষ্ট্র দপ্তর জানাল, রাজ্যের আরও কিছু জেলায়, কলকাতার কিছু অংশে পরিষেবা স্বাভাবিক করেছে WBSEDCL । যেখানে এখনও পরিষেবা স্বাভাবিক হয়নি সেখানে তা সচল করতে বোর্ড দিনরাত কাজ করছে বলেও জানানো হয় ।

আজ রাজ্য়ের স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইট করে জানানো হয়, WBSEDCL সরকারকে জানিয়েছে, আমফান বিধ্বস্ত 273 টি এলাকার মধ্যে 213টিতে বিদ্যুৎ পরিষেবা চালু করে দিয়েছে । কাজ চলছে হাই ও লো এক্সটেনশন লাইনে । বনগাঁ, নৈহাটি, হালিশহর, ব্যারাকপুর, উত্তর 24 পরগনার বেশ কিছু এলাকা, হুগলি ও চন্দননগরের বেশকিছু এলাকা, সোনারপুর, বারুইপুর, রাজপুর, নরেন্দ্রপুর, কাকদ্বীপ ও নামখানার কিছু অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে ।

স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইটারে জানানো হয়, WBSEDCL জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে তারা 24 ঘণ্টা কাজ করছে । সমস্ত এলাকায় কাজ চলছে । চেষ্টা করা হচ্ছে দ্রুত পরিষেবা চালু করার ।

এদিকে কলকাতায়ও পাঁচদিন পেরিয়ে গেলেও এখনও অনেক এলাকা অন্ধকারে রয়েছে । গতকালই CESC -র তরফে জানানো হয়েছিল, দক্ষিণ ও উত্তর কলকাতার কয়েকটি মেজর এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে । আজ আবার স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, CESC- র রিপোর্ট অনুযায়ী, EM বাইপাসের লস্কর হাট, পাতিপুকুর, বেলগাছিয়া, মানিকতলা মেইন রোড, লর্ডসের মোড়, বক্তিয়ার শাহ রোডের হরিপদ দত্ত লেনে বিদ্যুৎ পরিষেবা চালু করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.