কলকাতা, 9 জুন : আজ সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ গতকাল রাত থেকেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি শুরু হয়েছে শহরে ৷ আজ থেকে উত্তর 24 পরগনা , দক্ষিণ 24 পরগনা , দুই মেদিনীপুর , ঝাড়গ্রাম , সুন্দরবনে বৃষ্টি শুরু হতে পারে ৷ পাশাপাশি আজ দিনভর শহরজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ৷
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস স্থলভাগে প্রবেশ করছে। যার জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে ৷ অন্যদিকে উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছে ৷ আগামী 24 ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুর, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সেই সঙ্গে দুই দিনাজপুর ও মালদায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে , পূর্ব-উত্তর প্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। পাশাপাশি আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে সিকিম থেকে ছত্রিশগড় পর্যন্ত। এই দুই নিম্নচাপ অক্ষরেখার জেরেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। অন্যদিকে 11 জুন বঙ্গোপসাগরের উপরও তৈরি হতে চলেছে আরও একটি নিম্নচাপ। সেই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে মৌসুমী বায়ু । তখন রাজ্যের পাশাপাশি উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি হতে পারে ৷
আরও পড়ুন :সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, রইল লাখের নিচেই
গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 90 শতাংশ। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ।