কলকাতা, 6 মে : আজ এবং আগামী দু-এক দিন রাজ্যজুড়ে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি ৷ পাশাপাশি আজ কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার ৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গ থেকে পঞ্জাব পর্যন্ত একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে ৷ পাশাপাশি আরও একটি নিম্নচাপ অক্ষরেখা বরাবর তৈরি হয়েছে ৷ এই দুইয়ের প্রভাবেই আগামী দু'দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী 24 ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, মালদা, দুই দিনাজপুর, আলিপুরদুয়ারে আজ থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে আগামী কাল থেকে ৷ আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ঝড়-বৃষ্টি চলবে। 8 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে এলেও ফের 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ টানা বৃষ্টির ফলে রাজ্যের তাপমাত্রা অনেকটাই কমবে বলে খবর হাওয়া অফিসের ৷
আরও পড়ুন : ফের রেকর্ড, একদিনে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু দেশে
এই ক'দিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ ঝড়-বৃষ্টি চলতে থাকায় শহরের তাপমাত্রার পারদ অনেকটাই নীচে থাকবে ৷ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 এর নিচে ৷ গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি ৷ যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷