ETV Bharat / state

আগামী 48 ঘণ্টায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে - possibilities of heavy rainfall

দক্ষিণবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত । আগামী 24 ঘন্টায় তা নিম্নচাপে রূপান্তরিত হবে । সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখা কৃষ্ণনগরে রয়েছে যা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । এর ফলে আজ ও আগামীকাল ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 17, 2019, 4:24 PM IST

Updated : Aug 17, 2019, 5:49 PM IST

কলকাতা, 17 অগাস্ট : আপাতত থামবে না বৃষ্টি ৷ আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে আগামীকাল পশ্চিমের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ৷

গতকাল মুষলধারে বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা ৷ কলকাতাসহ হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই 24 পরগনায় চলছে বজ্র-বিদ্যুসহ মাঝারি বৃষ্টিপাত ৷ এপর্যন্ত বজ্রাঘাতে রাজ্যে প্রায় 10 জনের মৃত্যু হয়েছে ৷ তবে এখনও বৃষ্টির বিরাম নেই ৷

image
জলমগ্ন কলকাতা

এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "এই মুহূর্তে দক্ষিণবঙ্গে তিনটি সিস্টেম রয়েছে যার ফলে এই ধারাবাহিক বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে । দক্ষিণবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত । আগামী 24 ঘন্টায় তা নিম্নচাপে রূপান্তরিত হবে । সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখা কৃষ্ণনগরে রয়েছে যা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । এর ফলে কলকাতায় আজ ও আগামীকাল ভারী বৃষ্টি হবে । পরশু থেকে উন্নতি হতে পারে পরিস্থিতির ৷"

ভিডিয়োয় শুনুন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

উপকূলের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷ আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷

কলকাতা, 17 অগাস্ট : আপাতত থামবে না বৃষ্টি ৷ আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে আগামীকাল পশ্চিমের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ৷

গতকাল মুষলধারে বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা ৷ কলকাতাসহ হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই 24 পরগনায় চলছে বজ্র-বিদ্যুসহ মাঝারি বৃষ্টিপাত ৷ এপর্যন্ত বজ্রাঘাতে রাজ্যে প্রায় 10 জনের মৃত্যু হয়েছে ৷ তবে এখনও বৃষ্টির বিরাম নেই ৷

image
জলমগ্ন কলকাতা

এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "এই মুহূর্তে দক্ষিণবঙ্গে তিনটি সিস্টেম রয়েছে যার ফলে এই ধারাবাহিক বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে । দক্ষিণবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত । আগামী 24 ঘন্টায় তা নিম্নচাপে রূপান্তরিত হবে । সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখা কৃষ্ণনগরে রয়েছে যা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । এর ফলে কলকাতায় আজ ও আগামীকাল ভারী বৃষ্টি হবে । পরশু থেকে উন্নতি হতে পারে পরিস্থিতির ৷"

ভিডিয়োয় শুনুন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

উপকূলের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷ আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷

Intro:আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।সেই সঙ্গে আগামীকাল পশ্চিমের জেলা গুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গে তিনটি সিস্টেম রয়েছে যার ফলে এই ধারাবাহিক বৃষ্টি চলছে দক্ষিণ বঙ্গে।দক্ষিণ বঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপ এ রূপান্তরিত হবে।সেই সঙে মৌসুমী অক্ষরেখা কৃষণনাগর রয়েছে যা উত্তর পুর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলও কলকাতায 17 ও 18 তারিখ ভারী বৃষ্টি হবে।Body: উপকূলের জেলা গুলাতে 17 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 18 তারিখ পশ্চিমের জেলা গুলাতে বাড়বে। আগামীকাল অর্থাৎ 18 তারিখ পশ্চিমের জেলা গুলিতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা আছে। আজ 17 তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দফতর। জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।Conclusion:
Last Updated : Aug 17, 2019, 5:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.