কলকাতা, 17 অগাস্ট : আপাতত থামবে না বৃষ্টি ৷ আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে আগামীকাল পশ্চিমের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ৷
গতকাল মুষলধারে বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা ৷ কলকাতাসহ হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই 24 পরগনায় চলছে বজ্র-বিদ্যুসহ মাঝারি বৃষ্টিপাত ৷ এপর্যন্ত বজ্রাঘাতে রাজ্যে প্রায় 10 জনের মৃত্যু হয়েছে ৷ তবে এখনও বৃষ্টির বিরাম নেই ৷
এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "এই মুহূর্তে দক্ষিণবঙ্গে তিনটি সিস্টেম রয়েছে যার ফলে এই ধারাবাহিক বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে । দক্ষিণবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত । আগামী 24 ঘন্টায় তা নিম্নচাপে রূপান্তরিত হবে । সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখা কৃষ্ণনগরে রয়েছে যা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । এর ফলে কলকাতায় আজ ও আগামীকাল ভারী বৃষ্টি হবে । পরশু থেকে উন্নতি হতে পারে পরিস্থিতির ৷"
উপকূলের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷ আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷