কলকাতা, 17 মে : টেলি অভিনেত্রী পল্লবী দে খুনের ঘটনায় অভিযুক্ত সাগ্নিককে সঙ্গে নিয়ে গড়ফার গাঙ্গুলিবাগানে পল্লবীর ফ্ল্যাটে তল্লাশি চালায় তদন্তকারী আধিকারিকরা । লালবাজার সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রীর ঘর থেকে হুক্কা এবং গাঁজা উদ্ধার মিলেছে । এই গাঁজা ও হুক্কা কোথা থেকে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে (Actress Pallavi Dey Death Case) ৷
রবিবার সকালে গড়ফা থানার গাঙ্গুলিবাগানের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টেলি অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ । স্বভাবতই রহস্য দানা বাঁধে ৷ মোটা অঙ্কের ব্যাঙ্ক ব্যালেন্স থেকে শুরু করে অভিজাত অডি গাড়ি ছিল পল্লবীর । ইতিমধ্যে সোমবার বিকেলে পল্লবীর পরিবারের পক্ষ থেকে তাঁর লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী এবং তাঁর এক বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয় । সাগ্নিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি টেলি অভিনেত্রীর থেকে আর্থিক সাহায্য নিয়ে বিলাসবহুল জীবন কাটানোর জন্যই কি এই সম্পর্কের ফাঁদ পেতেছিলেন ?
এর পরেই সাগ্নিককে সঙ্গে নিয়ে পল্লবীর গলফার গাঙ্গুলীবাগানের ওই ফ্ল্যাটে তল্লাশি চালায় গড়ফা থানার পুলিশ । সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের পুলিশ কর্মীরাও । লালবাজার সূত্রে জানা গিয়েছে, গোটা তল্লাশি অভিযানের ভিডিয়োগ্রাফি করা হয়েছে । প্রশ্ন উঠেছে পল্লবী কি ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন ? সেখান থেকেই আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হলেন এই টেলি অভিনেত্রী ? নাকি মাদকাসক্ত করে তাঁর অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কেউ বা কারা ?