ETV Bharat / state

বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আরও ১ - police arrest

কলকাতায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আরও একজন গ্রেপ্তার। রবিউল ইসলামকে আজ পূর্ব মেদিনীপুর থেকে গ্রেপ্তার করে STF।

রবিউল ইসলাম
author img

By

Published : Mar 10, 2019, 12:43 PM IST

কলকাতা, ১০ মার্চ : কলকাতায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আরও একজন গ্রেপ্তার। রবিউল ইসলামকে আজ পূর্ব মেদিনীপুর থেকে গ্রেপ্তার করে STF। পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় বেআইনি মশলা দিয়ে তৈরি হয় বাজি। সেই সূত্র ধরেই ওড়িশার থেকে পটাশিয়াম নাইট্রেট নৈহাটিতে পাঠাচ্ছিল বালাসোরের একটি সংস্থা। নৈহাটি থেকে তা জেলার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ত।

বিস্ফোরণ কাণ্ডে ধৃত ইন্দ্রজিৎ ভুঁই ও পদ্মলোচন দে-কে জেরা করে রবিউলের খোঁজ পায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আজ পূর্ব মেদিনীপুর থেকে জেলা পুলিশের সহায্যে তাকে গ্রেপ্তার করে STF। ওড়িশা থেকে আনা বিস্ফোরক রবিউলের হাতেই তুলে দিতে চেয়েছিল ইন্দ্রজিৎ ও পদ্মলোচন।


অন্যদিকে, বালাসোরের যে কারখানা থেকে ওই বিস্ফোরক আনা হচ্ছিল, সেই কারখানার মালিকের খোঁজ চালাচ্ছে STF। পুলিশের আশঙ্কা, যেভাবে বেআইনি বিস্ফোরক পাচার হচ্ছিল তাতে ঘটতে পারত বড় কোনও ঘটনা। ওই বিস্ফোরক জঙ্গিদের হাতে গেলে তা আরও ভয়ানক হতে পারত। সত্যিই কি বাজি তৈরিতে ব্যবহার হত বিস্ফোরক নাকি অন্য কিছু? সেই প্রশ্নের উত্তর খুঁজছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

কলকাতা, ১০ মার্চ : কলকাতায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আরও একজন গ্রেপ্তার। রবিউল ইসলামকে আজ পূর্ব মেদিনীপুর থেকে গ্রেপ্তার করে STF। পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় বেআইনি মশলা দিয়ে তৈরি হয় বাজি। সেই সূত্র ধরেই ওড়িশার থেকে পটাশিয়াম নাইট্রেট নৈহাটিতে পাঠাচ্ছিল বালাসোরের একটি সংস্থা। নৈহাটি থেকে তা জেলার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ত।

বিস্ফোরণ কাণ্ডে ধৃত ইন্দ্রজিৎ ভুঁই ও পদ্মলোচন দে-কে জেরা করে রবিউলের খোঁজ পায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আজ পূর্ব মেদিনীপুর থেকে জেলা পুলিশের সহায্যে তাকে গ্রেপ্তার করে STF। ওড়িশা থেকে আনা বিস্ফোরক রবিউলের হাতেই তুলে দিতে চেয়েছিল ইন্দ্রজিৎ ও পদ্মলোচন।


অন্যদিকে, বালাসোরের যে কারখানা থেকে ওই বিস্ফোরক আনা হচ্ছিল, সেই কারখানার মালিকের খোঁজ চালাচ্ছে STF। পুলিশের আশঙ্কা, যেভাবে বেআইনি বিস্ফোরক পাচার হচ্ছিল তাতে ঘটতে পারত বড় কোনও ঘটনা। ওই বিস্ফোরক জঙ্গিদের হাতে গেলে তা আরও ভয়ানক হতে পারত। সত্যিই কি বাজি তৈরিতে ব্যবহার হত বিস্ফোরক নাকি অন্য কিছু? সেই প্রশ্নের উত্তর খুঁজছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

Intro:কলকাতা, ১৩ ফেব্রুয়ারি: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগেই তোলা হয়েছে ছবি। তারপর তা রীতিমতো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় । অন্তত ছবি তোলার সময় সে কথাই বলছে। আর সেই সূত্রেই ফের উঠল মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের অভিযোগ। ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরা। তাঁদের বক্তব্য, “ বজ্র আঁটুনি ফসকা গেরো। বারবার কেন এমন ঘটনা ঘটছে শিক্ষামন্ত্রী দেখা উচিত।”


Body:অভিযোগ নতুন নয় মোটেই। নেট দুনিয়ার রমরমার আগেও ফাঁস হয়েছে প্রশ্ন। ১৯৯৭ সালে ঘটেছিল তেমনই ঘটনা। ফাঁস হয়ে যায় অংকের প্রশ্ন পত্র। তার জেরে পরীক্ষা শুরুর আগেই বাতিল করে দেওয়া হয় অংক পরীক্ষা। পরীক্ষা হয় অন্য দিন। তথ্য বলছে, ইন্টারনেটের রমরমার বাজারে প্রায় প্রতিবছরই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। যেমনটা উঠেছিল গত বছরও। এবছর মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনেই বাংলা প্রশ্নপত্র পরীক্ষা শুরুর আগেই ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।

রাজ‍্যের মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে ঘোষণা করা হয়েছিল, পরীক্ষা কেন্দ্রে কোনও ভাবেই ব্যবহার করা যাবে না মোবাইল। শিক্ষকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অভিযোগ, তারপরেও ফাঁস হয়ে গেল প্রশ্নপত্র।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রশ্নপত্র কি আদৌ আসল প্রশ্নপত্র?

বিষয়টি খতিয়ে দেখতে ইটিভি ভারতের প্রতিনিধিরা যান দক্ষিণ কলকাতার একটি স্কুলে। পরীক্ষা শেষ হতেই দেখা যায় ভাইরাল হওয়া প্রশ্নপত্র এবং যে প্রশ্নপত্রে আজ মাধ্যমিকের বাংলা পরীক্ষা হল তা হুবহু এক।


Conclusion:ঘটনা নিয়ে বেজায় চটেছেন অভিভাবকরা। তাদের বক্তব্য, “ এমন ঘটনা বারবার ঘটছে। কেন এমন ঘটনা ঘটছে তা শিক্ষামন্ত্রীর খতিয়ে দেখা উচিত। শিক্ষা দপ্তর এক্ষেত্রে কি করছে। এ যেন বজ্র আঁটুনি ফস্কা গেরো। মাধ্যমিক শিক্ষা পর্ষদ যদি আবারো বলে, বাংলা পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে আমদের ছেলেরা কেন দেবে? ওরা তো কোন দোষ করেনি। " পাশাপাশি অভিভাবকরা রয়েছেন দুশ্চিন্তায়। বলেন, “ যেভাবে এই ধরনের ঘটনা ঘটছে, তাতে আগামীকাল ইংরেজি পরীক্ষার আগে ছাত্রদের মানসিক অবস্থাটা ভেবে দেখেছেন।"

ঘটনা নিয়ে এখনো পর্যন্ত মাধ্যমিক শিক্ষা পর্ষদ কিংবা শিক্ষা দপ্তর কোনও মন্তব্য করতে চায়নি। নির্দিষ্টভাবে জানা যায়নি ঠিক কোথায় এই “প্রশ্নপত্র ফাঁসে”র ঘটনা ঘটেছে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.