ETV Bharat / state

কড়া নিরাপত্তায় শহরের দুর্গা কার্নিভাল - kolkata

উৎসব শেষ । আজ কার্নিভালের মাধ্যমে এবছরের মতো শেষ হবে দুর্গাপুজোর উৎসব । মোট 80 টি দুর্গাপ্রতিমা স্থান পেয়েছে এবারের কার্নিভালে । রেডরোডের এই কার্নিভাল শুরু হবে বিকেল চারটে নাগাদ । চলবে সাড়ে চার ঘণ্টা । এই কার্নিভালের জন্য কড়া নিরাপত্তার আয়োজন করেছে কলকাতা পুলিশ । পাশাপাশি রেড রোড এবং সংলগ্ন বেশকিছু রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে দুপুর থেকেই ।

কলকাতা কার্নিভাল
author img

By

Published : Oct 11, 2019, 2:08 PM IST

Updated : Oct 11, 2019, 7:55 PM IST

কলকাতা , 11 অক্টোবর : উৎসব শেষ । আজ কার্নিভালের মাধ্যমে এবছরের মতো শেষ হতে চলেছে দুর্গাপুজোর উৎসব । মোট 80 টি দুর্গাপ্রতিমা স্থান পেয়েছে এবারের কার্নিভালে । রেডরোডের এই কার্নিভাল শুরু হয় বিকেল চারটে নাগাদ । কার্নিভাল ঘিরে কড়া নিরাপত্তা রয়েছে রেড রোড চত্বরে । পাশাপাশি রেড রোড এবং সংলগ্ন বেশকিছু রাস্তা বন্ধ হয়ে রয়েছে ।

লালবাজার সূত্রের খবর, আজ কার্নিভাল উপলক্ষ্যে মোট 3 হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে । সঙ্গে থাকবেন বেশ কয়েকজন OC, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার, অ্যাডিশনাল কমিশনার । কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা উপস্থিত থাকবেন আজকের কার্নিভালে । এই অনুষ্ঠানের জন্য তৈরি গ্যালারিতে থাকবেন দেশ-বিদেশের নানা অতিথি । তাঁদের সামনে তুলে ধরা হবে বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য । অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোট দশটি ওয়াচ টাওয়ার তৈরি করেছে পুলিশ । সেখান থেকে চলবে নজরদারি । এছাড়াও গোটা চত্বর মুখে ফেলা হয়েছে CCTV ক্যামেরায় ।

কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ সূত্রে খবর, কার্নিভালের জন্য বেশকিছু রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হবে দুপুর থেকেই । ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে রেড রোডের যান চলাচল । দুপুর দুটো নাগাদ একে একে পৌঁছে যাবে আশিটি দুর্গাপ্রতিমা । তারপর থেকেই শুরু হয়ে যাবে যান চলাচলে নিষেধাজ্ঞা । রেড রোড ছাড়াও যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে কুইনসওয়ে, লাভারস‌্ রোড, পলাশী গেট রোড এবং এসপ্ল্যানেড র‌্যাম্প । এছাড়াও বেশ কিছু রাস্তায় পার্কিং নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ । সেই রাস্তাগুলি হল ক্যাথিড্রাল রোড, চৌরঙ্গি রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, স্ট্র্যান্ড রোড, বেন্টিঙ্ক স্ট্রিট, আর এন মুখার্জি রোড, হেয়ার স্ট্রিট, ওল্ড কোর্ট হাউজ় স্ট্রিট । যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে নিউ রোড, ডাফরিন রোড এবং AJC বোস রোডে ।

photo
কড়া নিরাপত্তায় দুর্গা কার্নিভাল

কলকাতা , 11 অক্টোবর : উৎসব শেষ । আজ কার্নিভালের মাধ্যমে এবছরের মতো শেষ হতে চলেছে দুর্গাপুজোর উৎসব । মোট 80 টি দুর্গাপ্রতিমা স্থান পেয়েছে এবারের কার্নিভালে । রেডরোডের এই কার্নিভাল শুরু হয় বিকেল চারটে নাগাদ । কার্নিভাল ঘিরে কড়া নিরাপত্তা রয়েছে রেড রোড চত্বরে । পাশাপাশি রেড রোড এবং সংলগ্ন বেশকিছু রাস্তা বন্ধ হয়ে রয়েছে ।

লালবাজার সূত্রের খবর, আজ কার্নিভাল উপলক্ষ্যে মোট 3 হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে । সঙ্গে থাকবেন বেশ কয়েকজন OC, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার, অ্যাডিশনাল কমিশনার । কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা উপস্থিত থাকবেন আজকের কার্নিভালে । এই অনুষ্ঠানের জন্য তৈরি গ্যালারিতে থাকবেন দেশ-বিদেশের নানা অতিথি । তাঁদের সামনে তুলে ধরা হবে বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য । অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোট দশটি ওয়াচ টাওয়ার তৈরি করেছে পুলিশ । সেখান থেকে চলবে নজরদারি । এছাড়াও গোটা চত্বর মুখে ফেলা হয়েছে CCTV ক্যামেরায় ।

কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ সূত্রে খবর, কার্নিভালের জন্য বেশকিছু রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হবে দুপুর থেকেই । ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে রেড রোডের যান চলাচল । দুপুর দুটো নাগাদ একে একে পৌঁছে যাবে আশিটি দুর্গাপ্রতিমা । তারপর থেকেই শুরু হয়ে যাবে যান চলাচলে নিষেধাজ্ঞা । রেড রোড ছাড়াও যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে কুইনসওয়ে, লাভারস‌্ রোড, পলাশী গেট রোড এবং এসপ্ল্যানেড র‌্যাম্প । এছাড়াও বেশ কিছু রাস্তায় পার্কিং নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ । সেই রাস্তাগুলি হল ক্যাথিড্রাল রোড, চৌরঙ্গি রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, স্ট্র্যান্ড রোড, বেন্টিঙ্ক স্ট্রিট, আর এন মুখার্জি রোড, হেয়ার স্ট্রিট, ওল্ড কোর্ট হাউজ় স্ট্রিট । যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে নিউ রোড, ডাফরিন রোড এবং AJC বোস রোডে ।

photo
কড়া নিরাপত্তায় দুর্গা কার্নিভাল
Intro:কলকাতা, ১১ অক্টোবর: উৎসব শেষ। আজ কার্নিভালের মাধ্যমে এবছরের মত শেষ হবে দুর্গাপুজোর উৎসব। মোট ৮০ দুর্গা প্রতিমা স্থান পেয়েছে এবারের কার্নিভালে। হৃদরোগের এই কার্নিভাল শুরু হবে বিকেল চারটে নাগাদ। চলবে সাড়ে চার ঘন্টা। এই কার্নিভালের জন্য কড়া নিরাপত্তায় আয়োজন করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি রেড রোড এবং সংলগ্ন বেশকিছু রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে দুপুর থেকেই।Body:লালবাজার সূত্রের খবর, আজ কার্নিভাল উপলক্ষে মোট 3 হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। সঙ্গে থাকবেন বেশ কয়েকজন ওসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার, অ্যাডিশনাল কমিশনার। কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা উপস্থিত থাকবেন আজকাল কার্নিভালে। এই অনুষ্ঠানের জন্য তৈরি গ্যালারিতে থাকবেন দেশ-বিদেশের নানা অতিথি। তাদের সামনে তুলে ধরা হবে বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য। অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোট দশটি ওয়াচ টাওয়ার তৈরি করেছে পুলিশ। সেখান থেকে চলবে নজরদারি। এছাড়াও গোটা চত্বর মুখে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। Conclusion:কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে খবর, পানি ফেলে জন্য বেশকিছু রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হবে দুপুর থেকেই। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে রেড রোডের যান চলাচল। দুপুর দুটো নাগাদ একে একে পৌঁছে যাবে আশিটি দুর্গা প্রতিমা। তারপর থেকেই শুরু হয়ে যাবে যান চলাচলে নিষেধাজ্ঞা। রেড রোড ছাড়াও যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে কুইনসওয়ে, লাভারস‌্ রোড, পলাশী গেট রোড এবং এসপ্লানেড র‌্যাম্প। এছাড়াও বেশ কিছু রাস্তায় পার্কিং নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ। সেই রাস্তা গুলি হল ক্যাথিড্রাল রোড,চৌরঙ্গি রোড,মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড,স্ট্র্যান্ড রোড, বেন্টিঙ্ক স্ট্রিট, আর এন মুখার্জী রোড, হেয়ার স্ট্রিট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট। যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে নিউ রোড, ডাফরিন রোড এবং AJC বোস রোডে।
Last Updated : Oct 11, 2019, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.