কলকাতা, 19 ডিসেম্বর: আগামী 24 ডিসেম্বর রবিবার লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে উপস্থিত নাও থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার রাতের দিকে সূত্র মারফত এমনটাই খবর পাওয়া গিয়েছে । শোনা যাচ্ছে, টেট পরীক্ষার দিন পরিবর্তন করে 24 ডিসেম্বর রাখা হয়েছে তাই এই বিষয়ে হয়ত কোনওরকম বিতর্কে জড়াতে চায় না প্রধানমন্ত্রীর দফতর ৷ সেই কারণেই না-আসার এই সিদ্ধান্ত ৷
যদিও প্রধানমন্ত্রী দফতর থেকে এই বিষয়ে এখনও সুস্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। এমনকী লক্ষ কণ্ঠে গীতাপাঠের উদ্যোক্তাদের পক্ষ থেকেও স্পষ্টভাবে কিছুই জানানো হচ্ছে না । তবে মঙ্গলবার সন্ধ্যা থেকেই একটি খবর ছড়ায় যে প্রধানমন্ত্রী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠ অনুষ্ঠানে নাও থাকতে পারেন তিনি । যদিও এর আগেই আবার আজ দুপুরে লক্ষ কণ্ঠে গীতাপাঠের সাধু উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যস্ততার কারণেই কর্মসূচিতে কাটছাট করা হয়েছে । এমনকি দুপুরে এখানে তিনি সাধু-সন্তদের সঙ্গে মাটিতে বসে খাবেন ৷ তাঁর পছন্দের রাঁধুনিও বেনারস থেকে আসার কথা শোনা যায় ৷ এমনকী ঠিক হয়ে যায় মেনুও । তার কিছুক্ষণ পরেই ফের ছড়ায় যে প্রধানমন্ত্রী নাও আসতে পারেন লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে ৷ যদিও এই নিয়ে কেউই স্পষ্টভাবে কিছু বলতে চাইছেন না ৷
জানা গিয়েছে, দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনিও কিছু বলতে চাননি । এমনিতেই 24 ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতাপাঠ নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছিল ৷ আগামী বছরই আবার রাম মন্দিরের উদ্বোধন রয়েছে । যদিও প্রধান সাধু-সন্তরা প্রথম থেকেই বলেছিলেন যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন ৷ তবে জোর জল্পনা শুরু হয় যখন এই অবস্থানে প্রধানমন্ত্রীকে আসার আমন্ত্রণ কথা জানানোর পর। ওয়াকিবহাল মহলের মতে কর্মসূচি যদি ধর্মীয়ই হয় তবে বিজেপি বা প্রধানমন্ত্রী কেন? এখন প্রধানমন্ত্রীর আসা নিয়েই তৈরি হয়েছে ঘোর সংশয় ৷
আরও পড়ুন :
2 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে রাষ্ট্রপতির অনুপস্থিতির সম্ভাবনা; থাকবেন প্রধানমন্ত্রী
3 লক্ষ কণ্ঠে গীতাপাঠের দিনেই রাজ্যে টেট, পরীক্ষার্থীদের কোনও সমস্যা হবে না বলে জানালেন শিক্ষামন্ত্রী