ETV Bharat / state

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, কোরোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি হলে, তা কীভাবে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে প্রথম সারির কোরোনা যোদ্ধাদের কাছে পৌঁছে দেওয়া হবে, সেই রূপরেখা তৈরি করতেই বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী ।

Mamata and Modi meeting
মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদি
author img

By

Published : Nov 22, 2020, 7:10 PM IST

Updated : Nov 22, 2020, 7:47 PM IST

কলকাতা, 22 নভেম্বর : মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, কোরোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি হলে, তা কীভাবে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে প্রথম সারির কোরোনা যোদ্ধাদের কাছে পৌঁছে দেওয়া হবে, সেই রূপরেখা তৈরি করতেই বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী ।

এদিকে আজই মুখ্যমন্ত্রী বাঁকুড়ায় উড়ে গেছেন । আগামী তিনদিন বাঁকুড়াতেই কাটাবেন তিনি । সেখান থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক সারবেন মমতা বন্দ্যোপাধ্যায় । দু'দিন আগেই কোরোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি ও জনসাধারণের কাছে তা বণ্টন নিয়ে প্রথম সারির আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী । COVID -19 ভ্যাকসিন বানাতে ভারতের পরিকল্পনা ও সাধারণ মানুষের কাছে তা কীভাবে পৌঁছানো হবে, তা নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ৷

সেই বৈঠকের পরে প্রধানমন্ত্রী টুইট করেছিলে, "ভারতের ভ্যাকসিন নিয়ে পরিকল্পনা ও কীভাবে তা বণ্টন করা হবে তার পর্যালোচনা বৈঠক হল ৷ ভ্যাকসিন তৈরির অগ্রগতি, প্রয়োজনীয় ছাড়পত্র সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে ৷"

বর্তমানে একাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা কোরোনা ভ্যাকসিন তৈরির কাজে যুক্ত ৷ প্রতিষেধক বাজারে আনার বিষয়ে বেশ কয়েকটি সংস্থা শেষ ধাপে থাকার দাবি করেছে ৷ এক বিবৃতিতে সরকারের তরফে জানানো হয়েছে, "ভারতে পাঁচটি ভ্যাকসিন অ্যাডভান্স স্টেজে আছে ৷ তার মধ্যে চারটি ফেজ় দ্বিতীয় /তৃতীয় ধাপে আছে ও একটি প্রথম/দ্বিতীয় ধাপে আছে ৷ বাংলাদেশ, মায়ানমার, কাতার, ভুটান, সুইৎজারল্যান্ড, বাহারিন, অস্ট্রিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ ভারতের ভ্যাকসিন তৈরিতে অংশীদারিত্ব করতে আগ্রহী ৷"

কলকাতা, 22 নভেম্বর : মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, কোরোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি হলে, তা কীভাবে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে প্রথম সারির কোরোনা যোদ্ধাদের কাছে পৌঁছে দেওয়া হবে, সেই রূপরেখা তৈরি করতেই বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী ।

এদিকে আজই মুখ্যমন্ত্রী বাঁকুড়ায় উড়ে গেছেন । আগামী তিনদিন বাঁকুড়াতেই কাটাবেন তিনি । সেখান থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক সারবেন মমতা বন্দ্যোপাধ্যায় । দু'দিন আগেই কোরোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি ও জনসাধারণের কাছে তা বণ্টন নিয়ে প্রথম সারির আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী । COVID -19 ভ্যাকসিন বানাতে ভারতের পরিকল্পনা ও সাধারণ মানুষের কাছে তা কীভাবে পৌঁছানো হবে, তা নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ৷

সেই বৈঠকের পরে প্রধানমন্ত্রী টুইট করেছিলে, "ভারতের ভ্যাকসিন নিয়ে পরিকল্পনা ও কীভাবে তা বণ্টন করা হবে তার পর্যালোচনা বৈঠক হল ৷ ভ্যাকসিন তৈরির অগ্রগতি, প্রয়োজনীয় ছাড়পত্র সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে ৷"

বর্তমানে একাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা কোরোনা ভ্যাকসিন তৈরির কাজে যুক্ত ৷ প্রতিষেধক বাজারে আনার বিষয়ে বেশ কয়েকটি সংস্থা শেষ ধাপে থাকার দাবি করেছে ৷ এক বিবৃতিতে সরকারের তরফে জানানো হয়েছে, "ভারতে পাঁচটি ভ্যাকসিন অ্যাডভান্স স্টেজে আছে ৷ তার মধ্যে চারটি ফেজ় দ্বিতীয় /তৃতীয় ধাপে আছে ও একটি প্রথম/দ্বিতীয় ধাপে আছে ৷ বাংলাদেশ, মায়ানমার, কাতার, ভুটান, সুইৎজারল্যান্ড, বাহারিন, অস্ট্রিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ ভারতের ভ্যাকসিন তৈরিতে অংশীদারিত্ব করতে আগ্রহী ৷"

Last Updated : Nov 22, 2020, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.