কলকাতা, 22 নভেম্বর : মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, কোরোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি হলে, তা কীভাবে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে প্রথম সারির কোরোনা যোদ্ধাদের কাছে পৌঁছে দেওয়া হবে, সেই রূপরেখা তৈরি করতেই বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী ।
এদিকে আজই মুখ্যমন্ত্রী বাঁকুড়ায় উড়ে গেছেন । আগামী তিনদিন বাঁকুড়াতেই কাটাবেন তিনি । সেখান থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক সারবেন মমতা বন্দ্যোপাধ্যায় । দু'দিন আগেই কোরোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি ও জনসাধারণের কাছে তা বণ্টন নিয়ে প্রথম সারির আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী । COVID -19 ভ্যাকসিন বানাতে ভারতের পরিকল্পনা ও সাধারণ মানুষের কাছে তা কীভাবে পৌঁছানো হবে, তা নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ৷
সেই বৈঠকের পরে প্রধানমন্ত্রী টুইট করেছিলে, "ভারতের ভ্যাকসিন নিয়ে পরিকল্পনা ও কীভাবে তা বণ্টন করা হবে তার পর্যালোচনা বৈঠক হল ৷ ভ্যাকসিন তৈরির অগ্রগতি, প্রয়োজনীয় ছাড়পত্র সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে ৷"
বর্তমানে একাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা কোরোনা ভ্যাকসিন তৈরির কাজে যুক্ত ৷ প্রতিষেধক বাজারে আনার বিষয়ে বেশ কয়েকটি সংস্থা শেষ ধাপে থাকার দাবি করেছে ৷ এক বিবৃতিতে সরকারের তরফে জানানো হয়েছে, "ভারতে পাঁচটি ভ্যাকসিন অ্যাডভান্স স্টেজে আছে ৷ তার মধ্যে চারটি ফেজ় দ্বিতীয় /তৃতীয় ধাপে আছে ও একটি প্রথম/দ্বিতীয় ধাপে আছে ৷ বাংলাদেশ, মায়ানমার, কাতার, ভুটান, সুইৎজারল্যান্ড, বাহারিন, অস্ট্রিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ ভারতের ভ্যাকসিন তৈরিতে অংশীদারিত্ব করতে আগ্রহী ৷"