ETV Bharat / state

লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে সাধুসন্তদের সঙ্গে মাটিতে বসে খেতে পারেন প্রধানমন্ত্রী, আসছে তাঁর পছন্দের রাঁধুনি

PM Narendra Modi: 24 ডিসেম্বর রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান রয়েছে ৷ সেখানেই উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ সাধুসন্তদের সঙ্গে মাটিতে বসে খাবার খাবেন ৷ বেনারস থেকে তাঁর পছন্দের রাঁধুনিও আসছেন বলে জানা গিয়েছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 8:14 PM IST

Updated : Dec 20, 2023, 9:28 AM IST

ETV Bharat
লক্ষ কণ্ঠে গীতাপাঠে পংক্তিভোজন করতে পারেন প্রধানমন্ত্রী

কলকাতা, 19 ডিসেম্বর: লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে সাধুসন্তদের সঙ্গে মাটিতে বসে পাত পেড়ে খেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যেহেতু প্রধানমন্ত্রীর কর্মসূচি দুপুরবেলায় শেষ হবে, তাই তাঁকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানানো হয়েছে । তবে তিনি সেই আমন্ত্রণ স্বীকার করেছেন কি না, সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি । মূলমঞ্চের পিছনের দিকে আরও একটি মঞ্চ বাঁধা হবে ৷ সেই প্যান্ডেলে সুন্দর নকশা করা গালিচা পাতা হবে ৷ সেখানে 50 জনের একসঙ্গে খাওয়ার ব্যবস্থা করা হবে ৷ সেখানেই সংগঠনের প্রধান সাধু-সন্তদের সঙ্গে একসঙ্গে মাটিতে বসেই ভোজন করতে পারেন প্রধানমন্ত্রী ।

এর আগে পশ্চিম মেদিনীপুরের বালিজুড়িতে কৃষক পরিবারের আমন্ত্রণে তাঁদের বাড়িতে গিয়ে মাটিতে বসেই মধ্যাহ্নভোজ সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সূত্র মারফত জানা গিয়েছে, এবার 24 ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সাধু সন্তদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সারতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

অনুষ্ঠানের আহ্বায়ক মানস ভট্টাচার্য জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর ব্যস্ততার জন্য ওই দিনের অনুষ্ঠানে কিছুটা কাটছাট করা হয়েছে । মূল গীতাপাঠ অনুষ্ঠান শুরু হবে বেলা 11টা নাগাদ । ওইদিন প্রধানমন্ত্রী 11টার পরিবর্তে বেলা 12টা 40 নাগাদ উপস্থিত হবেন । দেড় ঘণ্টা থাকবেন তিনি । তাই তাঁর আসার আগেই বেলা 11টা থেকে 12টা 30 পর্যন্ত গীতার প্রথম এবং দুটি অধ্যায় পাঠ শেষ করা হবে । এরপর 12টা 40 নাগাদ প্রধানমন্ত্রী প্রবেশ করবেন । এরপর তাঁকে বরণ করার পর্ব শেষ হলে 12টা 45 নাগাদ আবার শুরু হবে গীতাপাঠ । এরপর প্রধানমন্ত্রী নিজেই 12 ও 15 অধ্যায় পাঠ করবেন । চলবে দেড়টা পর্যন্ত । বেলা দুটো নাগাদ তিনি চলে যাবেন ।

কী থাকছে প্রধানমন্ত্রীর মেনুতে ? জানা গিয়েছে, কাঁসার থালা, গ্লাস ও বাটিতে খাবার পরিবেশন করা হবে তাঁকে । প্রধানমন্ত্রীর পছন্দের শুদ্ধ নিরামিষ আহারের ব্যবস্থা করা হচ্ছে । এমনকি বেনারসের একজন ব্রাহ্মণ যিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত পছন্দের রাঁধুনি, তাঁকে নিয়ে আসার কথা রয়েছে । ওখানেই রান্না করে খাবার পরিবেশন করবেন তিনি । খাবারের মধ্যে থাকছে ভালো চালের ভাত, শাক ভাজা, এছাড়াও একাধিক ভাজাভুজি, ডাল, পায়েস ও বিভিন্ন রকমের মিষ্টি ।

সূত্র মারফৎ জানা গিয়েছে যে, ওইদিন কবি সুভাষ থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী । এরপর তিনি সোজা চলে যাবেন উত্তরপ্রদেশে গীতা সংক্রান্ত আর একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর । সেই অনুষ্ঠানে অভিনেত্রী হেমা মালিনীর নৃত্য পরিবেশন করার কথাও রয়েছে ।

প্রসঙ্গত জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে সেটি বাকি আমন্ত্রণপত্রগুলির চেয়ে অনেকটা আলাদা ৷ রূপো দিয়ে গিল্টি করা কার্ডের উপর তামার হরফে লেখা হয়েছে আমন্ত্রণ ।

কলকাতা, 19 ডিসেম্বর: লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে সাধুসন্তদের সঙ্গে মাটিতে বসে পাত পেড়ে খেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যেহেতু প্রধানমন্ত্রীর কর্মসূচি দুপুরবেলায় শেষ হবে, তাই তাঁকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানানো হয়েছে । তবে তিনি সেই আমন্ত্রণ স্বীকার করেছেন কি না, সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি । মূলমঞ্চের পিছনের দিকে আরও একটি মঞ্চ বাঁধা হবে ৷ সেই প্যান্ডেলে সুন্দর নকশা করা গালিচা পাতা হবে ৷ সেখানে 50 জনের একসঙ্গে খাওয়ার ব্যবস্থা করা হবে ৷ সেখানেই সংগঠনের প্রধান সাধু-সন্তদের সঙ্গে একসঙ্গে মাটিতে বসেই ভোজন করতে পারেন প্রধানমন্ত্রী ।

এর আগে পশ্চিম মেদিনীপুরের বালিজুড়িতে কৃষক পরিবারের আমন্ত্রণে তাঁদের বাড়িতে গিয়ে মাটিতে বসেই মধ্যাহ্নভোজ সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সূত্র মারফত জানা গিয়েছে, এবার 24 ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সাধু সন্তদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সারতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

অনুষ্ঠানের আহ্বায়ক মানস ভট্টাচার্য জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর ব্যস্ততার জন্য ওই দিনের অনুষ্ঠানে কিছুটা কাটছাট করা হয়েছে । মূল গীতাপাঠ অনুষ্ঠান শুরু হবে বেলা 11টা নাগাদ । ওইদিন প্রধানমন্ত্রী 11টার পরিবর্তে বেলা 12টা 40 নাগাদ উপস্থিত হবেন । দেড় ঘণ্টা থাকবেন তিনি । তাই তাঁর আসার আগেই বেলা 11টা থেকে 12টা 30 পর্যন্ত গীতার প্রথম এবং দুটি অধ্যায় পাঠ শেষ করা হবে । এরপর 12টা 40 নাগাদ প্রধানমন্ত্রী প্রবেশ করবেন । এরপর তাঁকে বরণ করার পর্ব শেষ হলে 12টা 45 নাগাদ আবার শুরু হবে গীতাপাঠ । এরপর প্রধানমন্ত্রী নিজেই 12 ও 15 অধ্যায় পাঠ করবেন । চলবে দেড়টা পর্যন্ত । বেলা দুটো নাগাদ তিনি চলে যাবেন ।

কী থাকছে প্রধানমন্ত্রীর মেনুতে ? জানা গিয়েছে, কাঁসার থালা, গ্লাস ও বাটিতে খাবার পরিবেশন করা হবে তাঁকে । প্রধানমন্ত্রীর পছন্দের শুদ্ধ নিরামিষ আহারের ব্যবস্থা করা হচ্ছে । এমনকি বেনারসের একজন ব্রাহ্মণ যিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত পছন্দের রাঁধুনি, তাঁকে নিয়ে আসার কথা রয়েছে । ওখানেই রান্না করে খাবার পরিবেশন করবেন তিনি । খাবারের মধ্যে থাকছে ভালো চালের ভাত, শাক ভাজা, এছাড়াও একাধিক ভাজাভুজি, ডাল, পায়েস ও বিভিন্ন রকমের মিষ্টি ।

সূত্র মারফৎ জানা গিয়েছে যে, ওইদিন কবি সুভাষ থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী । এরপর তিনি সোজা চলে যাবেন উত্তরপ্রদেশে গীতা সংক্রান্ত আর একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর । সেই অনুষ্ঠানে অভিনেত্রী হেমা মালিনীর নৃত্য পরিবেশন করার কথাও রয়েছে ।

প্রসঙ্গত জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে সেটি বাকি আমন্ত্রণপত্রগুলির চেয়ে অনেকটা আলাদা ৷ রূপো দিয়ে গিল্টি করা কার্ডের উপর তামার হরফে লেখা হয়েছে আমন্ত্রণ ।

আরও পড়ুন :

1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে রাষ্ট্রপতির অনুপস্থিতির সম্ভাবনা; থাকবেন প্রধানমন্ত্রী

2 লক্ষ কণ্ঠে গীতাপাঠের দিনেই রাজ্যে টেট, পরীক্ষার্থীদের কোনও সমস্যা হবে না বলে জানালেন শিক্ষামন্ত্রী

3 ব্রিগেডে বাস্তু ও ভূমি পুজো দিয়ে শুরু লক্ষ কণ্ঠে গীতা পাঠের মণ্ডপ তৈরির কাজ

Last Updated : Dec 20, 2023, 9:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.